16. Would এর ব্যবহার
সম্ভাবনা বেশি হলে would ব্যবহার হয়, কম হলে May, Might.. আবার Would দিয়ে অতীতে করতো/করতাম এমনও বুঝায়।
I would go to Dhaka next month.
আগামি মাসে আমি ঢাকা যেতে পারি.
I would go to London next yr.
আগামি বছর আমি লন্ডন যেতে পারি।
I would do this work.
আমি এই কাজটি করতে পারি.
I would drink tea at night.
আমি রাত্রে চা খেতে পারি.
Today I would play football.
আজ আমি ফুটবল খেলতে পারি।
Practice More:
1. I would identify the file. আমি নথিপত্র খুঁজে পেতে পারি।
2. He would cook biriyani for everyone. সে সবার জন্য বিরাণী রান্না করতে পারে।
3. Government would take a proper step. সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারে।
4. He would get admitted at Aziz murad spoken english course. সে আজিজ মুরাদ স্পোকেন কোর্সে ভর্তি হতে পারে।
5. I would meet him tomorrow. আমি আগামীকাল তার সাথে দেখা করতে পারি।
6. I would dance in my brother’s wedding. আমি আমার ভাইয়ের বিয়েতে নাচ করতে পারি।
7. I would watch this movie. আমি মুভিটা দেখতে পারি।
8. She would attest your picture. তিনি তোমার ছবি সত্যায়িত করে দিতে পারেন।
9. Police would arrest him. পুলিশ তাকে গ্রেফতার করতে পারে।
10. He would buy this shirt. সে শার্টটি ক্রয় করতে পারে।
17. Supposed to .....
Supposed to + am, is, are, was, were = কথা আছে/ কথা ছিল
1. I am supposed to attend the class. আমি ক্লাসে উপস্থিত হওয়ার কথা/ কথা আছে।
2. He is supposed to play in our team. সে আমাদের টিমে খেলার কথা।
3. She is supposed to teach in coaching center. তার কোচিং সেন্টারে পড়ানোর কথা।
4. They were supposed to visit Cox’s Bazar. তাদের কক্সবাজারে যাওয়ার কথা ছিল।
5. I was supposed to go shopping. আমার শপিংয়ে যাওয়ার কথা ছিল।
6. They were supposed to meet me. তারা আমার সাথে দেখা করার কথা ছিল।
7. Rahim and Karim are supposed to get this job. রহিম এবং করিমের এই চাকরিটা পাওয়ার কথা।
8. He was supposed to send a letter. তার একটি চিঠি পাঠানোর কথা ছিল।
9. She is supposed to help me. তার আমাকে সাহায্য করার কথা।
10. They were supposed to wait there. তাদের সেখানে অপেক্ষা করার কথা ছিল।
Practice More:
আমার ঢাকা যাওয়ার কথা ছিল।
I was supposed to go to Dhaka.
আমার কলমটি কেনার কথা আছে।
I am supposed to buy this pen.
তার বাজারে আসার কথা আছে
He is supposed to come to market
তাদের ফুটবল খেলার কথা আছে
They are supposed to play football
18. Don't be upset- মন খারাপ করিও না
Don’t be upset- মন খারাপ করিও না
1. Don’t be upset you will get your desire mark. মন খারাপ করিও না তুমি তোমার আশানুরূপ ফল পাবে।
2. Don’t be upset if you fail in the exam. হতাশ হইও না যদি তুমি পরিক্ষায় ফেইল কর।
3. Don’t be upset when you see someone’s success. অন্যের সফলতা দেখে হতাশ হইও না।
4. Don’t be upset she will understand you one day. মন খারাপ করিও না, সে একদিন তোমাকে ঠিকি বুঝবে।
5. Don’t be upset if you see him. তাকে দেখে মন খারাপ করিও না।
6. Don’t be upset if teacher punishes you. শিক্ষক তোমাকে শাস্তি দিলে মন খারাপ করিও না।
7. Don’t be upset if you can’t buy this shirt. তুমি শার্টটি কিনতে না পারলে মন খারাপ করিও না।
8. Don’t be upset if I don’t come. আমি না আাসলে মন খারাপ করিও না।
9. Don’t be upset I will teach you English. হতাশ হইো না, আমি তোমাকে ইংরেজি শেখাবো।
10. Don’t be upset if you lose the game. যদি তুমি খেলাটিতে হেরে যাও, তবে হতাশ হইও না।
Practice More:
মন খারাপ করিও না তুমি একটি সুন্দর মেয়েকে বিয়ে করবে।
Don’t be upset you will marry a beautiful girl.
মন খারাপ করিও না তুমি একটি সুন্দর ছেলেকে বিয়ে করবে।
Don’t be upset you will marry a handsome boy.
হতাশ হইও না তুমি একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে।
Don’t be upset you will overcome bad time one day.
হতাশ হইও না তোমার জীবন উজ্জ্বল হবে।
Don’t be upset you will shine in life.
হতাশ হইও না তুমি একটি ভালো চাকরি পাবে
Don’t be upset you will get a good job.
19. It’s bad to + verb- এটা----খারাপ
It’s bad to + verb- এটা—-খারাপ
1. It is bad to know that you have failed in the exam. এটা শুনতে খারাপ যে তুমি পরিক্ষায় ফেইল করেছে
2. It is bad to make a noise শব্দ দূষণ করা খারাপ।
3. It is bad to be absent from the class. ক্লাসে অনুপস্থিত থাকা খারাপ।
4. It is bad to blame someone. কাউকে গালি দেয়া খারাপ।
5. It is bad to misuse Internet. ইন্টারনেটের অপব্যবহার করা খারাপ।
6. It is not bad to cultivate in the field. মাঠে চাষ করা খারাপ না।
7. It is not bad to study regularly. নিয়মিত পড়াশোনা করা খারাপ না।
8. It is bad to cheat on someone. কারো সাথে প্রতারণা করা খারাপ।
9. It is bad to waste time in vain. সময় অপচয় করা খারাপ।
10. It is bad to smoke. ধুমপান করা খারাপ।
Practice More:
It is bad to say…. এটা বলা খারাপ।
It is bad to see…. এটা দেখা খারাপ।
It is bad to listen…. এটা শুনা খারাপ।
20. Something to + verb( কিছু---আছে)
Something to + verb (….. কিছু করার আছে)
1. I have something to take from him…তার থেকে আমার কিছু নেওয়ার আছে।
2. I have something to give them …তাদেরকে আমার কিছু দেওয়ার আছে।
3. He has something to learn from life…জীবনের থেকে তার কিছু শেখার আছে।
4. He has something to write …তার কিছু লিখার আছে।
5. I have nothing to read for my examination. ..পরিক্ষার জন্য আমার কিছু পড়ার নেই।
6. I have something to teach my students..আমার ছাত্র-ছাত্রীদের কিছু শেখানোর আছে।
7. He has nothing to drink…তার পান করার কিছুই নেই।
8. I have something to watch on Television. টেলিভিশনে আমার কিছু দেখার আছে।
Practice More:
Something to do…. কিছু করার আছে।
Something to say…. কিছু বলার আছে।
Something to eat….কিছু খাওয়ার আছে।