May Have এর ব্যবহার

May Have এর ব্যবহার

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)

May Have এর ব্যবহার

May have একটি Modal verb যেটি সাধারণত অনুমান করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও May have আরো কিছু ভিন্ন অর্থে ব্যবহার করা হয় প্রসঙ্গত উল্লেখ্য যে, Might have এবং May have প্রায় একই অর্থ প্রকাশ করে।

Spoken English Course November

তবে যখন কোন কিছু হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয় সে ক্ষেত্রে কেবল May have ব্যবহৃত হয়। May have এর কিছু ব্যবহার নিয়ে আমরা এখানে আলোচনা করব:

1. অতীতে কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল এমন বিষয়ে অনুমান করা বুঝাতে May have ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে May have এর পর Main verb টি Past participle form (V3) হয়ে থাকে।

Structure: Subject + May have + V3 + Ext.

gif ads design 70

Examples:

1. If I had had better advisers around me I may have done better.-  যদি আমি ভালো দিকনির্দেশনা পেতাম তাহলে হয়ত আরও ভালো করতে পারতাম। (Sentence টিতে May have এর ব্যবহার এর অর্থ হচ্ছে ভালো করার সম্ভাবনা ছিল কিন্তু ভালো করতে পারেনি )

2. He may have reached home. – সে হয়তো বাড়ি পৌঁছে গিয়েছে

3. He is someone you may have heard of. – সে এমন একজন যার সম্পর্কে আপনি ইতোমধ্যে হয়তো শুনে থাকবেন।

4. Even your personal style may have changed with time. – এমনকি আপনার ব্যক্তিগত শৈলী সময়ের সাথে পরিবর্তিত হতে পারে।

2. কোনো কিছু আছে বা থাকতে পারে তা নিয়ে অনুমান করা হলে May have ব্যবহার করা হয়। এক্ষেত্রে May have এরপর Noun বা Noun phrase বসে এবং Have এখানে Main verb হিসেবে ব্যবহৃত হয়। 

Structure: Subject + May have + Noun/noun phrase

Example:

1. He may have a lot of money. তার হয়তো অনেক টাকা আছে। ( টাকা আছে কি না নিশ্চিত নই শুধু অনুমান করা হয়েছে যে টাকা থাকতে পারে‌।)

2. They may have an opinion about this matter. –বিষয়টি নিয়ে তাদের একটি মতামত থাকতে পারে

3. Some of the questions may have one or more correct answers.কিছু প্রশ্নের একটা বা কয়েকটা সঠিক উত্তর থাকতে পারে।

3. কোন কিছু করা লাগতে বা হতে পারে এমন বুঝাতে May have to ব্যবহৃত হয়। May have to এরপর Verb টি সর্বদা Base form ( V1) এ থাকে।

Structure: Subject + May have to + V1 + Ext.

Example:

1. For some time you may have to move away from your family.‌- কিছু সময় আপনাকে পরিবার থেকে দূরে থাকতে হতে পারে।

2. I may have to sell this car. – আমার হয়তো গাড়িটি বেচতে হবে

3. You may have to stay here tonight. – আজ রাতে তোমাকে এখানে থাকা লাগতে পারে

4. You may have to face some troubles in familial life.- পরিবারিক জীবনে আপনি কিছু বাধার সম্মুখীন হতে পারেন।

4. বর্তমানে থেকে অতীত নিয়ে কোনো অনুমান করা হলে অর্থাৎ অতীতে কোনো কিছু হয়েছিল বুঝাতে May have been ব্যবহৃত হয় এখানে Been হচ্ছে Main verb(past participle)

Structure: Subject + May have been + Ext

Example:

1. He may have been sick. – সে হয়তো অসুস্থ ছিল। (অনুমান করা হয়েছে যে সে হয়তোবা বা অসুস্থ ছিল।)

2. There may have been a problem with your network connection.- আপনার নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থায় কিছু সমস্যা হয়ে থাকতে পারে।

3. His wife’s name may have been Mary. – তার স্ত্রীর নাম ছিল সম্ভবত মেরি।

4. It may have been the biggest mistake of his life. – এটা হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল

5. অতীতে কোনো কিছু করছিল এমনটি অনুমান করা হলে May have been বসে এবং পরের Verb টির সাথে ing যুক্ত থাকে

Structure: Subject + May have been + Verb এর শেষে ing + Object.

Examples:

1. He may have been playing cricket. – সে হয়তো ক্রিকেট খেলছিল।

2. She may have been studying.- সে হয়তো পড়ছিল

3. They may have been going to market.- তারা হয়তো বাজারে যাচ্ছিল

6. Active voice এ কোনো Sentence এ May have থাকলে Passive voice এ রূপান্তর করার সময় May have been বসে

Example:

  • Active : She may have cooked food.- সে হয়তো খাবার রান্না করছে
  • Passive: Foods may have been cooked by her.- খাবার হয়তো তার দ্বারা রান্না করা হয়েছে। 

7. কোন কিছু হওয়ার সম্ভাবনা নেই বোঝাতে অর্থাৎ Negative sentence এ May not have ব্যবহার করা হয়।

Examples:

1. The patient may or may not have pain. – রোগীর কোনো ব্যথা থাকতে অথবা নাও থাকতেও পারে।

2. It may not have a name.- এটার হয়তো কোনো নাম নেই। 

3. Find information that you may not have known about. – এমন তথ্য খুঁজুন যা আপনার হয়তোবা জানা নেই।

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now