articles

Article কাকে বলে কত প্রকার ও কি কি?

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)

Article কাকে বলে? Article কত প্রকার ও কি কি? Article এর ব্যবহার।

আজকের আলোচনার বিষয়বস্তু Article কাকে বলে ? Article এর প্রকারভেদ এবং এর এর ব্যবহার।

Spoken English Course November

Article কাকে বলে? 

A, An ও The কে Article বলা হয়।

gif ads design 70

Article er প্রকারভেদঃ

Article দুই প্রকারঃ
1. Definite Article.
2. Indefinite Article.

Definite Article কি?

Definite Article: ‘The’ কে Definite Article বলে। কারণ এটি নির্দিষ্টভাবে কোন বিশেষ ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে।

এবার আসুন, Definite Article ‘The’ এর ১৪টি গুরুত্ব পূর্ণ ব্যবহার দেখে নিই। তার পর Indefinite Articles নিয়ে আলোচনা করা হবে।

১।  নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, দ্বীপপুঞ্জ, বড় জাহাজ, দৈনিক পত্রিকা, ভৌগোলিক নামসমূহ, পবিত্র ধর্মগ্রন্থ, উচ্চ পদস্থ/পেশাগত নাম, ঐতিহাসিক ঘটনা ইত্যাদি
ক্ষেত্রে ‘The’ ব্যবহৃত হয়। যেমনঃ

নদীর নামঃ The Padma, The Jamuna, The Black Sea.

পাহাড়/পর্বতঃ The Himalayas.

দ্বীপপুঞ্জঃ The Andamans.

জাহাজঃ The Queen Victoria.

দৈনিক সংবাদঃ ‘The Daily Star’, ‘The Prothom Aalo’.

ভৌগোলিক নামঃ The Punjab.

পবিত্র ধর্মগ্রন্থঃ The Quran, The Bible, The Geeta.

পেশাগত নামঃ The Secretary.

ঐতিহাসিক ঘটনাঃ The French Revolution.

২। মাস-এর তারিখের পূর্বে The ব্যবহৃত হয়। যেমনঃ The 2nd June, 2020.

৩। জাতির নামের আগে The ব্যবহৃত হয়। যেমনঃ The American, The English, The Bangalees.

৪। একই জাতীয় সকলের সাধারণ নামের একবচন (Singular)-এ The ব্যবহৃত হয়। যেমনঃ The cow, The dog.

৫। কোন Noun গুনবাচক শব্দ (Adjective) দ্বারা বিশেষিত হলে, যেমনঃ The White dog.

৬। Common Noun-এর Possessive Adjective-এর স্থলে The ব্যবহৃত হয় ।যেমনঃ I struck him on the(his এর পরিবর্তে) head.

৭। যে সব Noun একটির অধিক হয় না, তার পূর্বে The ব্যবহৃত হয়। যেমনঃ The earth, The moon, The sun, The east, The sky ইত্যাদি।

৮। Adjective-এর আগে The ব্যবহৃত হয়ে ঐ অবস্থার শ্রেণীকে বুঝায়। যেমনঃ The rich are not always happy.

৯। Superlative Degree-এর আগে The ব্যবহৃত হয়। যেমনঃ He is the best of the class.

১০। যত তত অর্থে Comparative Degree-এর আগে The ব্যবহৃত হয়। যেমনঃ The more, The merrier.

১১। কিছু Adjective এবং Noun-এর আগে The ব্যবহৃত হয়ে এর দ্বারা Abstract Noun নির্দেশিত হয়। যেমনঃ Do not leap in the Dark.
(darkness) The future (futurity) is unknown.Check the beast (animal nature) in you.

১২। ক্রমিক সংখ্যার অবস্থান নির্দেশ করতে ঐ সংখ্যার এর পূর্বে The বসে । কিন্তু রোমান সংখ্যার আগে The ব্যবহৃত হয় না। যেমনঃ The second, The fifth (ordinal number),  কিন্তু George the  (II)হবে না । ( George II হবে)

১৩। সংগীত যন্ত্রের পূর্বে The ব্যবহৃত হবে। যেমনঃ He can play the flute.

১৪। গুরুত্ব দেওয়া বুঝাতে Noun-এর আগে The ব্যবহৃত হয়। যেমনঃ The verb is the word (the main word) in a sentence.

Indefinite Article: A/An কে Indefinite Article বলা হয়। কারণ এরা Noun-এর পূর্বে ব্যবহৃত হয়ে Noun-এর সংখ্যা বুঝায় বা অনির্দিষ্টভাবে বুঝায়। এদের ব্যবহারের নিয়ম গুলো তুলে ধরা হলঃ

1. Common Noun-এর Singular form(একবচন)-এর আগে A/An ব্যবহৃত হয়। যেমনঃ A tiger, An elephant, etc.

বি.দ্রঃ মনে রাখতে হবে, যে সব word-এর শুরুতে Consonant থাকে তাদের পূর্বে A বসে।আর যে সব word-এর শুরুতে Vowel (A, E, I, O, U)  থাকে তাদের পূর্বে An বসে।

যেমনঃ A book, A lion, A horse, a mango, a student, a women, a table, a tree, an  orange, an apple, an ice-cream, an ox, an ant, an ass, an owl, an eye, an umbrella, etc.

2. যখন ‘U’ এবং ‘E’ এর উচ্চারণ ‘ইউ’ এর মত হয় তখন ‘U’ এবং ‘E’ Vowel দ্বারা শুরু হওয়া শব্দের পূর্বে A বসে।যেমনঃ A unique, a  university, a European, a ewe, a useful animal, etc.

3. ‘O এর উচ্চারণ ‘ওয়া’ হলে তা দ্বারা শুরু হওয়া শব্দের পূর্বে A বসে। যেমনঃ a one eyed man, a one taka note, etc.

4. ‘H’ এর দ্বারা গঠিত শব্দ-এর উচ্চারণ ভিত যখন ২য় Syllable-এ হয় এবং উচ্চারণ ‘হ’ এর মত না হয়ে ‘অ’ এর মত হয় তখন An ব্যবহৃত হয়। যেমনঃ
an honorable person, an honest man, an hour, an heir, etc.

5. কোন কোন Consonant-এর Vowel sound (স্বরবর্ণের মত উচ্চারণ) প্রদান করায় উহার পূর্বে An ব্যবহৃত হবে।যেমনঃ An M.A; An M.D; An hour,
An honest man.

6. সাধারণ সকলকে বুঝাতে ‘A’ ব্যবহৃত হয়। যেমনঃ A son should obey his father.

7. ‘A’ ব্যবহৃত হয় Preposition-এর স্থলে।যেমনঃ He went a hunting (A ব্যবহৃত হয়েছে on এর স্থলে) Rice sells half a Kg a  Taka. (এখানে A অর্থাৎ per)

8. সংখ্যাবাচক ‘এক’ (01)-এর স্থলে a ব্যবহৃত হয়। যেমনঃ Twelve inches make a foot. (a=one)

9. Proper Noun-এর আগে ‘A’ ব্যবহৃত হলে উহা Common Noun এ পরিণত হয়। যেমনঃ A Jamal Uddin came to meet you.
[জামাল উদ্দিন নামের কয়েকজন আছে।তাদের মধ্যে একজন তোমার সাথে দেখা করার জন্য এসেছিল।সুতরাং এখানে Jamal Uddin হল Common
Noun]

এখন দেখবো একই অবস্থার কোন কোন ক্ষেত্রে Article ব্যবহৃত হয় এবং কোন কোন ক্ষেত্রে হয় নাঃ

1. Proper Noun-এর পূর্বে Article ব্যবহৃত হয় না। যেমনঃ Ashok, Homer, Gold etc.  কিন্তু Proper Noun-কে বিশেষিত করলে Article ব্যবহৃত হয়। 

যেমনঃ
The Homer of Bangladesh।
The gold of Australia।
The honesty of the boy.

2. Common Noun, Plural number-এর পূর্বে Article ব্যবহৃত হয় না। যেমনঃ Boys, dogs, cows ইত্যাদি। কিন্তু Common Noun, Plural form-এর পরে যদি কোন Reference থাকে তবে The ব্যবহৃত হবে। যেমনঃ The dogs of my house.

3. Common Noun Adjective (Pronominal) এবং সংখ্যা দ্বারা বিশেষিত হলে Article ব্যবহৃত হয় না। যেমনঃ My house, Each boy, Two boys ইত্যাদি।

4. Vocative Case-এর Common Noun-এর পূর্বে Article ব্যবহৃত হয় না। 

যেমনঃ
Come here, boy.
Girl, don’t do it ইত্যাদি।

5. যদি Common Noun-এর পূর্বে A kind of, species of, sort of ইত্যাদি Phrase থাকে, তবে এর পূর্বে Article (The) ব্যবহৃত হয়। 

যেমনঃ 
The banyan is a kind of tree.
The Malaria is caused by a species of mosquito ইত্যাদি।

6. মনুষ্য জাতি, বাবা, মা, সন্তান ইত্যাদি জাতি অর্থে ব্যবহৃত হলে Article ব্যবহৃত হবে না। যেমনঃ Man is mortal. Father or mother says so ইত্যাদি।

কিন্তু নিম্মলিখিত উপায়ে Article ব্যবহৃত হয়।যেমনঃ Edward, the king of England.

7. Noun-গুলো কোন পদবী দ্বারা বিবেচিত হলে Article ব্যবহৃত হবে না। যেমনঃ King Edward, Principal Bose.

8. রোগের পূর্বে Article ব্যবহৃত হবে না। যেমনঃ Fever.

9. দুটি বস্তু/প্রাণী/ব্যক্তিকে পৃথক পৃথক বুঝাতে  The বসে। যেমন- The Secretary and the Chairman have done this. (এখানে সেক্রেটারী এবং
চেয়ারম্যান দুইজন ব্যক্তিকে বুঝাচ্ছে, তাই The বসেছে।

The Secretary and Chairman has done this.(এখানে, Secretary এবং Chairman একই ব্যক্তিকে বুঝাচ্ছে, একই ব্যক্তি বিভিন্ন পদে আছে এমন বুঝালে The একবার বসবে।)

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now