- Should Have এর ব্যবহার - May 22, 2022
- May Have এর ব্যবহার - May 5, 2022
- Will এর ব্যবহার - March 29, 2022
Conjunction কত প্রকার ও কি কি?
Conjunction প্রধানতঃ তিন প্রকারের হয়।
i.Coordinating Conjunction.
ii.Subordinating Conjunction.
iii.Correlative Conjunction.
1. Coordinating conjunction কাকে বলে?
যে conjunction একইরকম ব্যাকরণগত কাঠামো সম্পন্ন Sentence বা clauses যুক্ত করে তাকে coordinating conjunction বলে । এ conjunction কে coordinator ও বলা হয় ।
যেমন: and, such as, so, nor, for, but, or, yet etc.
Examples:
He is poor. He is honest.
With coordinating Conjunction: He is poor and he is honest
2. Subordinating Conjunction কাকে বলে?
Subordinating Conjunction: যে conjunction ১টি subordinate কে ১টি main clause এর সাথে যুক্ত করে তাকে subordinating conjunction বলে ।
যেমন: So that, before, until, unless ইত্যাদি।
Examples:
I am studying hard so that I can pass the exam.
3. Correlative Conjunction কাকে বলে?
যে conjunction গুলো জোড়া শব্দ, যেগুলো বিপরীতার্থক বা পরিপূরক সম্পর্কযুক্ত words, phrases বা clauses কে যুক্ত করে তাদেরকে correlative conjunction বলে। যেমন: Whether…or, either…or, neither…nor, not only…but also, both…and.
Examples:
Suma is not only beautify but also meritorious.
Neither he nor I did broke the glass.
She is both beautiful and talent.
ইংলিশের গুরুত্বপূর্ণ রিসোর্স
Spoken English | Grammar | Written English | Job English | ঘরে বসে অনলাইন ইংলিশ কোর্স | ফ্রি ইংলিশ ই-লাইব্রেরী |