Adverb

Adverb কাকে বলে? কত প্রকার ও কি কি? Adverb চেনার উপায় সমূহ

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)
Spoken English Course November

Adverb ( ক্রিয়া – বিশেষণ)

সংজ্ঞা: Adverb কোন verb , adjective বা অন্য Adverb কে modify করে। আবার ইহা একটি sentence কেও modify করতে পারে।

gif ads design 70

প্রকারভেদ: Adverb এর ব্যবহার অনুযায়ী উহাকে প্রধানতঃ তিন ভাগে ভাগ করা যায় ।
1. Simple Adverb
2. Interrogative Adverb
3. Conjunctive Adverb

Simple Adverb কাকে বলে?

যে adverb দ্বারা সরাসরি কোন শব্দ বা বাক্যের রূপ, অবস্থা ইত্যাদি বুঝায় তাকে Simple Adverb.
যেমনঃ He went early. You can run fast.

Interrogative Adverb কাকে বলে?

যে adverb দ্বারা কিছু জিজ্ঞাসা করা বুঝায় তাকে Interrogative Adverb বলে।
Example: What are you doing? How old are you?

Conjunctive Adverb কাকে বলে?

যে adverb দ্বারা Conjunctive এর সংযোগ বা সমন্বয় বুঝায় তাকে Conjunction Adverb বলে।

অর্থ অনুযায়ী Simple Adverb কে আবার সাত ভাগে ভাগ করা যায়ঃ

1. Adverb of time
2. Adverb of place
3. Adverb of manner of Quality
4. Adverb of degree or Number
5. adverb of order
6. Adverb of cause and effect
7. Adverb of Affirmation and negation

Adverb of time কাকে বলে?

এ Adverb দ্বারা কোন কাজ সম্পন্ন হওয়ার সময় নির্দেশ করে। যেমনঃ today , now , early , when , daily ইত্যাদি। I am taking my dinner now.

Adverb of place কাকে বলে:

এ Adverb দ্বারা কোন কাজ সম্পন্ন হওয়ার স্থান বা জায়গাকে নির্দেশ করে। যেমনঃ far , near , above , below ইত্যাদি। I live near his house.

Adverb of manner of Quality কাকে বলে?

এ Adverb দ্বারা কোন কাজ সম্পন্ন হওয়ার পদ্ধতি বা ধরণকে নির্দেশ করে। যেমনঃ Slowly , Calmly , quickly , highly ইত্যাদি। He came here suddenly and quickly.

Adverb of degree or Number কাকে বলে?

এ Adverb দ্বারা কোন কাজ সম্পন্ন হওয়ার পরিমাণ, মাত্রা ও সংখ্যাকে নির্দেশ করে। যেমনঃ very, too, much, Once, secondly, again ইত্যাদি।I have become very tired now after running 5 kilometres.

Adverb of order কাকে বলে?

এ Adverb দ্বারা কোন কাজ সম্পন্ন হওয়ার পর্যায়কে নির্দেশ করে। যেমনঃ firstly, secondly, thirdly, finally ইত্যাদি।Firstly I will go there secondly I will ask him why he did not come to the party.

Adverb of cause and effect কাকে বলে?

এ Adverb দ্বারা কোন কাজ সম্পন্ন হওয়ার কারণ বা ফলাফল নির্দেশ করে। যেমনঃ why, as, yet, so ইত্যাদি। He was sick so he could not do his duty.

Adverb of Affirmation and negation  কাকে বলে?

এ Adverb দ্বারা কোন কাজ সম্পন্ন হওয়ার হাঁ বোধক বা না বোধক অবস্থা বা কাজ সম্পন্ন সম্পর্কিত সন্দেহ বা নিশ্চয়তা অবস্থা নির্দেশ করে। যেমনঃ yes, no, not, never, truly ইত্যাদি। I will never talk to him anymore….

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now