Let এর ব্যবহার

Let এর ব্যবহার

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)

Let এর ব্যবহার

আজকের আলোচনায় আমরা Let কখন কোথায় ব্যবহার করব, Let এর ব্যবহার নিয়ে আলোচনা করবো। Let verb টির বিশেষত্ব হচ্ছে এর Present form (V1), Past form (V2) এবং Past participle form (V3) একই, Let- let- let.
তাহলে এবার Let এর কিছু ব্যবহার দেখে নেয়া যাক;

1. কাউকে কোনো কিছু করতে অনুমতি (Permission) দেওয়া বুঝাতে Let ব্যবহার করা হয়ঃ

Spoken English Course November

এক্ষেত্রে Subject এর পর Let বসে এবং পরের Verb টি V1 form এ থাকে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে Present indefinite tense এ Subject টি Third person singular number হলে Lets বসবে।

Example:
√ They’ve let me play with them- তারা আমাকে তাদের সাথে খেলতে দিয়েছে।
(তারা অনুমতি দিয়েছে বলেই তাদের সাথে খেলতে পেরেছি । এই অনুমতি দেয়া বুঝাতে Let বসেছে।)

gif ads design 70

√ My mother lets me play. – আমার মা আমাকে খেলতে দিয়েছে।
এখানে Sentence টি Present indefinite tense এ আছে এবং Subject third person singular number তাই Verb Let এর শেষে s যুক্ত হয়ে Lets হয়েছে।

√ Yesterday he let me come here. -গতকাল সে আমাকে এখানে আসতে দিয়েছিল।

(এখানে He third person singular number হলেও Lets বসেনি কারণ Sentence টি গতকালের ঘটনা অর্থাৎ Past কে নির্দেশ করছে তাই Let এখানে Past form হিসেবে বসেছে ।)

2 অনুমতি নেওয়া ( Permission) বুঝাতে বা কোনো কিছু করতে দিতে বলা হলে Subjectএর পূর্বে Let বসে।

Example:
√ Let me write a letter.- আমাকে একটি চিঠি লিখতে দাও।

√ Let me watch the mach. – আমাকে খেলাটি দেখতে দাও‌।

√ Let me make my own decisions. – আমার সিদ্ধান্ত আমাকে নিতে দিন।

3. Offer বা কাউকে কোনো কিছু করতে সাহায্য করার প্রস্তাব দিলে Let ব্যবহৃত হয়।

Example:
√ Let me assist you to decorate your room. – আমাকে আপনার রুম সাজানোয় সাহায্য করতে দিন।

√ Let me help you to finish your homework. – আমাকে আপনার বাড়ির কাজ শেষ করতে সাহায্য করতে দিন।

√ Let me carry your bag. – আমাকে আপনার ব্যাগ নিতে দিন।

4. কাউকে না আটকানো বা কোনো কিছু হতে দেওয়া বুঝাতে Let বসে।

Example:
√ The man let the thief run right past him. – লোকটি চোরটিকে তার সামনে দিয়ে পালাতে দিয়েছে।

√ Let them say what they please, I am not going to change my attitude.- তারা যা খুশি তাই বলুক, আমি আমার মনোভাব বদলাতে যাচ্ছি না।

5. Let us এর Contraction বা সংক্ষিপ্ত রূপ হচ্ছে Let’s. কোনো কিছু করার প্রস্তবনা বা পরামর্শ দিতে Let us বা Let’s ব্যবহৃত হয়।

Example:
√ Let’s make a new thing. – চলো নতুন কিছু বানায়।

√ Let’s have some fun. – চলো মজা করি।

√ Let us go to the garden.- চলো বাগানে যাই।

√ Let us go for a walk. – চলো হাঁটতে যাই।

6. Rent বা ভাড়া দেওয়া বুঝাতে অনেক সময় Let ব্যবহৃত হয়।

Example:
√ We have a room in our house to let. – আমাদের বাড়িতে ভাড়া দেয়ার জন্য একটি রুম রয়েছে।

√ They’ve let their house for one year. – তারা তাদের বাড়িটি এক বছরের জন্য ভাড়ায় দিয়েছে।

Negative sentence এ Let এর ব্যবহার:
√ Let’s not play football‌ now.- এখন ফুটবল খেলবো না।

√ Let’s not just think about ourselves.- আমাদের কেবল নিজেকে নিয়ে ভাবলে হবে না।

7. এবার আসুন দেখি Let নিয়ে গঠিত কিছু Phrasal verb এবং এদের অর্থ দেখি:

Let in– প্রবেশ করতে দেয়া
Example: Why do you not let me in?- তুমি আমাকে কেন ভেতরে প্রবেশ করে দিচ্ছ না?

Let down– হতাশ হওয়া বা নিরাশ করা
Example: He never lets me down. – সে কখনো আমাকে নিরাশ করবে না।

Let off – ছেড়ে দেয়া/ ক্ষমা করে দেওয়া /শাস্তি না দেয়া
Example: The police officer let him off with just a warning. – পুলিশ অফিসারটি তাকে শুধু সতর্ক করে ছেড়ে দিয়েছে।

Let on – গোপন রাখা হয়েছে এমন কিছু নিয়ে বলা।
Example: I didn’t mean to let on about the party. – আমি পার্টি সম্পর্কে জানাতে চায় নি।

Let out – ছেড়ে দেওয়া
Example: The students were let out of school 1 hour earlier.- শিক্ষার্থীদের ১ ঘন্টা আগে ছেড়ে দেওয়া হয়েছিল।

Let up – থামা বা বন্ধ হওয়া
Example: The rain shows no sign of letting up. বৃষ্টি থামার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না।

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now