Will এর ব্যবহার

Will এর ব্যবহার

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)

Will এর ব্যবহার

Will এর ব্যবহারঃ Will একটি Modal auxiliary verb. Will এবং Shall প্রায় একই অর্থে ব্যবহার করা হয় । বর্তমানে Shall এর চাইতে Will বেশি ব্যবহার করা হয়। Will ব্যবহারের কিছু নিয়ম নিচে দেওয়া হলো:

1. For indicating future action অর্থাৎ ভবিষ্যতের কোনো ঘটনা বুঝাতে সকল Person এর সাথে Will ব্যবহার করা হয়।

Spoken English Course November

Example:
(i) Perhaps the human species will become extinct eventually. – হয়তো মানব প্রজাতি একসময় বিলুপ্ত হয়ে যাবে।
(এখনো বিলুপ্ত হয়নি তবে ভবিষ্যতে হতে পারে এমনটি বুঝাতে Will বসেছে।)

(ii) He will come tomorrow.আগামীকাল সে আসবে।

gif ads design 70

(iii) I will do the work. – আমি কাজটি করব।

(iv) Tell him that when I return I will pay him back – ওকে বলো আমি যখন ফিরে আসবো আমি তার পাওনা শোধ করে দিবো।

2. For predicting about future: অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে প্রায় নিশ্চিত এমন অনুমান করা বুঝাতে Will ব্যবহৃত হয়:

Example:
(i) Don’t phone them now , they’ll be having dinner. – এখন তাদের ফোন করবেন না , তারা হয়তো ডিনার করবে।

(ii) Somebody coming up the stairs.’ ‘That’ll be Emily. – কেউ সিঁড়ি দিয়ে উঠছে, ও হয়তো এমিলি।

3. For polite request : অর্থাৎ বিনীত (Polite) অনুরোধ (Request) বুঝানোর জন্য 2nd Person এর সাথে Will বসে।

Example:
(i) Will you post the letter for me please? – অনুগ্রহ করে আপনি আমার হয়ে চিঠিটা পোস্ট করবেন?

(ii) Will you help me to carry this bag ? – আপনি কি আমাকে এই ব্যাগটি বহন করতে সাহায্য করবেন?

(iii) Will you buy me this shirt please? – অনুগ্রহ করে আপনি কি আমাকে এই শার্টটি কিনে দেবেন?

4. To express order: আদেশ (Order) বুঝানোর জন্য 2nd ও 3rd person এর সাথে Will ব্যবহার করা হয়।

Example:
(i) All staff will submit weekly progress reports.- সমস্ত কর্মীরা সাপ্তাহিক অগ্রগতি প্রতিবেদন জমা দেবেন। (Will ব্যবহৃত হয়েছে কারণ এখানে সমস্ত কর্মীদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে।)

(ii) You will carry out my instruction.- তুমি আমার নির্দেশনা পালন করবে।

(iii) Will you be quiet! – তুমি কি চুপ থাকবে?

5. দৃঢ়প্রতিজ্ঞা ‌( Determination) বা কোনো কিছু করা নিয়ে সংকল্পবদ্ধ বুঝাতে Will 1st person এর সাথে Will ব্যবহৃত হয়।

Example:
(i) l will do the work at any cost.- আমি যে কোন মূল্যে কাজটি করব।
(যা কিছুই হোক না কেন কাজটি অবশ্যই করা হবে বুঝাতে এখানে l এর সাথে will বসেছে।)

(ii) I will stop smoking! I really will! – আমি ধূমপান বন্ধ করব! আমি সত্যিই করব!

6. অনেক ক্ষেত্রে ইচ্ছা (Willingness) বুঝাতে Will ব্যবহার করা হয়।

Example:
(i) But the will must be stronger than the skill. তবে ইচ্ছাটা দক্ষতার চেয়ে শক্তিশালী হতে হবে।

(ii) Where there’s a will there’s a way. ইচ্ছা থাকলে উপায় একটা আছেই।

7. Threat বা হুমকি দেয়ার ক্ষেত্রে অনেক সময় Will ব্যবহৃত হয়।

Example:
(i) I’ll suspend you if you do that mistake again. – আপনি যদি আবার এই ভুলটি করেন তবে আমি আপনাকে বরখাস্ত করব।

(ii) You didn’t listen to me, you’ll suffer for this! – তুমি আমার কথা শুনো নি, এর জন্য তোমাকে ভুগতে হবে।

8. অনেক সময় অতীতকে নির্দেশ করতে Will have + Verb এর past participle ব্যবহার করা হয়।

Example:
(i) Sir, You will recently have received a form . – জনাব , আপনি সম্প্রতি একটি ফর্ম পেয়ে থাকবেন/ পেয়েছেন।

(ii) We can’t go and see them now – they’ll have gone to bed.- তারা ঘুমিয়ে গিয়েছে তাই আমরা এখন তাদের দেখতে যেতে পারবোনা।

9. ভবিষ্যৎ সম্পর্কে কোন কিছু জানতে বা জানাতে Will ব্যবহার করা হয়।

Example:
(i) It’ll be spring soon. শীঘ্রই বসন্ত আসছে।

(ii) Will all the family be at the wedding? – বিয়েতে কি পরিবারের সবাই থাকবে?

10. Negative sentence এর ক্ষেত্রে Will not ব্যবহৃত হয়।

Example:
(i) We will not let you go. – আমরা তোমাকে যেতে দেব না।

(ii) Perhaps you will not be able to reach there in time. – হয়তো আপনি সেখানে সময়মতো পৌছাতে পারবেন না।

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now