noun

Noun কাকে বলে? Noun কত প্রকার? ও কি কি?

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)
Spoken English Course November

 সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের গ্রামার। আজকের আলোচনার বিষয় হলো Noun.

আজকে আমরা শিখবো Noun কাকে বলে? এবং গুরুত্বপূর্ণ ৫ প্রকারের Noun গুলো।

Noun কাকে বলে?

gif ads design 70

Noun: সাধারণত যে কোন কিছুর নাম কে Noun বলে। যেমনঃ Flower, Man, Cow, Beauty, Police, Army, Earth ইত্যাদি। 

Noun কত প্রকারঃ

Noun প্রধানত ২ প্রকার। এগুলো কি কি?
১। Concrete Noun ও 
২। Abstract Noun.

Concrete Noun কাকে বলে?

Concrete Noun: (যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, পরিমান/পরিমাপ করা যায়- এক কথায় ইন্দ্রিয় গ্রাহ্য)। Concrete Noun চার প্রকার। Proper Noun, Common Noun, Collective Noun এবং Material Noun

Abstract Noun কাকে বলে?

Abstract Noun : (যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, পরিমান/পরিমাপ করা যায় না- এক কথায় অনুভব করতে হয়। )

এক নজরে আলোচনার বিষয়বস্তু গুলোঃ 

  • Proper Noun (নাম বাচক বিশেষ্য)
  • Common Noun (জাতিবাচক বিশেষ্য)
  • Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
  • Material Noun (বস্তুবাচক বিশেষ্য)
  • Abstract Noun (গুণবাচক বিশেষ্য)

আমাদের সকল eBook ফ্রি পড়ুন। Grammar Part

আসুন এবার বিস্তারিত পড়ে নিই….

Proper Noun কাকে বলে?

যে Noun দ্বারা নির্দিষ্টভাবে কোন ব্যক্তি, বস্তু, প্রাণী ,স্থান, ঘটনা বা প্রতিষ্ঠানের নাম বোঝায়, তাকে Proper Noun বলে। 

Example:
Sumon does not like to play football. এই বাক্যে Sumon একজন ব্যক্তির নাম।

Saudi Arabia is a Muslim country. এখানে সৌদি আরব একটি দেশের নাম।

Gold is very valuable. সোনা একটি বস্তুর নাম।

Proper Noun চেনার উপায়ঃ

১। Proper Noun এর প্রথম অক্ষর capital হবে। Dhaka is the capital of Bangladesh

২। Proper Noun এর আগে The হবে না। Shamim passed the exam.

৩। Proper Noun Plural হবে না। Karim runs in the field.

Common Noun কাকে বলে?

যখন কোন Noun একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় তাকেই Common Noun বলে । যেমন, Boy, Girl, Student, City, Book, Dog, Flower etc.

Example:
Shamima is a
student. (Student দ্বারা সকল ছাত্র-ছাত্রীদেরকেই বুঝানো হয়েছে। নির্দিষ্ট কোন ছাত্র কিংবা ছাত্রী কে আলাদা করে বুঝায়নি)

The Cow is a helpful animal. ( Cow দ্বারা সকল জাতীয় গরুকে বুঝানো হয়েছে। সেটা যে কোন জাতের কিংবা ধরনের বা রঙের হতে পারে। যে কোন দেশের যে কোন গরু হতে পারে।)

I love flower ( এখানে flower দ্বারা সবরকম ফুলকে বুঝানো হয়েছে। এটা যে কোন জাতের বা ধরনের ফুল হতে পারে। হতে পারে গোলাপ কিংবা টিউলিপ, শিউলী অথবা রজনীগন্ধা কিংবা যে কোন ফুল হতে পারে।)

Common Noun চেনার উপায়ঃ

বাক্যে ৩ ভাবে Common Noun বসে। 
১।
A + noun সহকারে বাক্যের প্রথমে বসে। A dog is a faithful animal. 

২। Plural সহকারে বাক্যে প্রথমে বসে। Boys are playing in the field.

৩। The + Noun সহকারে বাক্যের শুরুতে বসে। The dog is a faithful animal. 

ইংরেজিতে
Zero থেকে Hero হতে

আপনার যা দরকার

Read Now

A Complete (A-Z) Guide to Your English Journey

Collective Noun কাকে বলে?

Collective Noun দ্বারা একজাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি কে বুঝায়। অর্থাৎ পৃথক পৃথক না বুঝিয়ে অবিভক্ত ভাবে তাদের দল/গ্রুপ কে বুঝায়। যেমন, Team, Army, Class, Family, Orchestra etc.

Example:
Our
team played the match well yesterday. (Team দ্বারা খেলোয়াড়দের গ্রুপ কে বুঝানো হয়েছে)

Bangladeshi Army is doing a great job in UN mission. (Army দ্বারা সেনা সদস্যদের দল কে বুঝানো হয়েছে)

Our class had a trip to Sea beach last week. (Class দ্বারা ছাত্রছাত্রীদের বুঝানো হয়েছে)

Collective Noun চেনার উপায়ঃ

১। Collective Noun দ্বারা একজাতীয়/সমজাতীয় ব্যাক্তি বা বস্তুর সমষ্টিকে বুঝায়।

২। Collective Noun আকারে Singular হলেও Verb Singular বা Plural হতে পারে, নিচে Note-এ আলোচনা করা হলো।

৩। Collective Noun এর পূর্বে Article বসতেও পারে আবার নাও বসতে পারে। 

Note
The team is playing very well. (অবিভক্ত Team কে বুঝানো হচ্ছে তাই Verb singular)

The team are going their home. (Team ভেঙ্গে আলাদা আলাদা হয়ে তারা বাসায় ফিরে যাচ্ছে। বিভক্ত হয়ে গেছে তাই Verb plural হয়েছে। )

Read More:
SEE ALL ENGLISH LESSONS (A-Z)

Material Noun কাকে বলে?

যে Noun শুধুমাত্র ওজন দ্বারা পরিমাণ করা যায় কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নামকে Material Noun বলে। যেমন, Rice, Water, Gold, Glass, Salt, Iron, Silver, Cloth, Air, Milk, etc.

Example:
You can buy
gold for your sister.
I need to buy some
rice.
Cotton dress is my favorite
cloth

Material Noun চেনার উপায়ঃ

* এটি গননা করা যায় না + এটি ওজন করে পরিমাণ/পরিমাপ করতে হবে + এটি Plural হবে না + এই Noun এর আগে আর্টিক্যাল The হবে না। 

কোনটা Material Noun এবং কোনটা Common Noun? কিভাবে চিনবেন?

মাদার বস্তুটি হবে Material Noun এবং Child বস্তুটি হবে Common Noun.

যেমনঃ
মাদার=Gold= Material Noun
Child= Gold এর ring, necklace এগুলো হলো Common Noun

মাদার=Wood= Material Noun
Child= Chair, table, door etc = Common Noun. 

Abstract Noun কাকে বলে?

যে Noun দ্বারা কোন ব্যক্তি কিংবা বস্তুর দোষ, গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয়  তাকে Abstract Noun বলে। 

এসব Noun কে দেখা যায় না, ছোঁয়া যায় না, ব্যহ্যিক কোন আকার আকৃতি নেই, স্পর্শ করা যায় না, কোন গন্ধ পাওয়া যায় না। শুধু অনুভব করতে হয় এই ধরনের Noun কে Abstract Noun বলে।  যেমনঃ Freedom, happiness, liberty, anger, kindness, love, beauty, ইত্যাদি।

Example:
His love for me cannot be denied.
His kindness is his real beauty.
Her beauty makes me charmed.

Noun এর অবস্থান:

Noun এর অবস্থান ৪টি অর্থাৎ Sentence-এ Noun চার জায়গায় থাকে। যেমনঃ
১। Subject হিসেবেঃ Dhaka is the capital of Bangladesh
২। Verb-এর object হিসেবেঃ I eat a Mango.
৩। Preposition এর object হিসেবেঃ I took Physics instead of Chemistry.
৪। Possesive-এর পরঃ I like your laptop.

Noun চেনার উপায়

শব্দের শেষে নিম্নলিখিত Suffix গুলো থেকে Noun চেনা যায় :
(-tion, -ment, -ness, -hood, -dom, -ship, -th, -ity,-gy, -phy, -my, -ure, -cy, -tude, -mony, -nce, – age, -er, -or, -sion, -ist, -ee, -ism)

Adjective কাকে বলে?

Parts of Speech কাকে বলে?

Parts of Speech কত প্রকার কি কি?

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now