21. Let's notএর ব্যবহার

Let’s notএর ব্যবহার

1. Let’s not go to bazar…চলো আমরা বাজারে না যাই।

2. Let’s not play football…চলো আমরা ফুটবল না খেলি।

3. Let’s not waste time…চলো আমরা সময় নষ্ট না করি।

4. Let’s not drink cold water…চলো আমরা ঠান্ডা পানি পান না করি।

5. Let’s not walk alone…চলো আমরা একাকী না হাটি।

6. Let’s not make mistake…চলো আমরা ভুল না করি।

7. Let’s not wear it…চলো আমরা এটি পরিধান না করি।

8. Let’s not draw it…চলো আমরা এটি না আঁকি।

9. Let’s not drink it…চলো আমরা এটি পান করি।

10. Let’s not touch it…চলো আমরা এটি স্পর্শ না করি।

Practice More:
Let’s not do it….চলো আমরা এটা না করি

Let’s not see it…. চলো আমরা এটা না দেখি।
Let’s not eat it…. চলো আমরা এটা না খাই।
Let’s not watch television….চলো টিভি না দেখি

22. It is time to + verb- এখন সময়

It is time to + verb- এখন সময়

1. It is time to come home…এখন ঘরে আসার সময় ।

2. It is time to join class …এখন ক্লাসে বসার সময়। 

3. It is time to play cricket …এখন কিক্রেট খেলার সময় হয়েছে।

4. It is time to do study …এখন পড়াশোনা করার সময়। 

5. It is time to learn English…এখন ইংরেজি শেখার সময়। 

6. It is time to read story…এখন গল্প পড়ার সময়।

7. It is time to take breakfast ..এখন সকালের নাস্তা করার সময় হয়েছে। 

8. It is time to keep patience…এখন ধৈর্য ধরার সময়। 

9. It is time to finish work…এখন কাজ শেষ করার সময় হয়েছে।

10. It is time to teach…এখন শেখানোর সময় হয়েছে

Practice More:
It is time to eat…. এখন খাওয়ার সময় হয়েছে।
It is time to go…. এখন যাওয়ার সময় হয়েছে।
It is time to recite…. এখন তেলাওয়াতের সময় হয়েছে।

23. How else এর ব্যবহার- আর কিভাবে

How else এর ব্যবহার- আর কিভাবে

1. How else shall I teach you? আর কিভাবে আমি তোমায় শোখাবো?

2. How else shall I give you? আর কিভাবে তোমায় আমি দিবো?

3. How else shall I show you? আর কিভাবে তোমায় আমি দেখাবো?

4. How else shall I learn from you? আর কিভাবে আমি তোমার কাছ থেকে শিখবো?

5. How else shall I inform you? আর কিভাবে আমি তোমায় জানাবো?

6. How else shall I loss you? আর কিভাবে তোমায় আমি হারাবো?

7. How else shall I punish you? আর কিভাবে তোমায় আমি শাস্তি দিবো?

8. How else shall I make you laugh? আর কিভাবে আমি তোমায় হাসাবো?

9. How else shall I disturb you? আর কিভাবে আমি তোমায় বিরক্ত করব?

10. How else shall I ignore you? আর কিভাবে আমি তোমায় অবহেলা করবো?

Practice More:
★How else shall I love you?

আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো?

★How else shall i tell you?
আর কিভাবে আমি তোমায় বলবো?

★How else shall I make you understand?
আর কিভাবে আমি তোমায় বুঝাবো?

★How else shall I miss you?
আর কিভাবে আমি তোমায় মিস করবো?

24. Could এর ব্যবহার।

Could এর ব্যবহার।

1. You could teach him. তুমি তাকে শেখাতে পারতে।

2. He could play with her. সে তার সাথে খেলতে পারত।

3. They could stay there. তারা সেখানে থাকতে পারত।

4. He could eat rice. সে ভাত খেতে পারত।

5. She could buy this book . সে বইটি কিনতে পারত।

6. I could study well. আমি ভালভাবে পড়াশোনা করতে পারতাম।

More Practice:
আমি হাটতে পারতাম।

I could walk.

তুমি কাজটি করতে পারতে।
You could do the work.

সাধারণত কাউকে ভদ্রতার সহিত কোনো প্রশ্ন করতে বা সৌজন্য প্রকাশে could এর ব্যবহার হয়, তবে বাক্যগুলি সাধারণত প্রশ্নবোধক হয়, যেমন,

Could you please tell me the time?
দয়া করে সময়টা আমাকে বলতে পারবেন?

Could you lend me your book?
আপনার বইটি কি আমায় ধার দিতে পারবেন?

Could you come to my home.
আপনি আমার বাড়িতে আসতে পারবেন কি?

Could you help me with some money?
আপনি আমায় কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবেন কি?

Could you please tell me the way of school? আপনি কি দয়া করে স্কুলের পথটি কোনদিকে আমাকে বলবেন

Could you please send the pdf file? আপনি অনুগ্রহ করে আমাকে পি.ডি.এফ টি পাঠাতে পারবেন?

Could you please give me the job? আপনি অনুগ্রহ করে চাকরিটা আমাকে দিতে পারবেন?

Could you please try another time? আপনি কি দয়া করে আবার চেষ্টা করবেন?

25. That’s why-এ কারণেই

That’s why-এ কারণেই

1. That’s why you got punishment. সে কারণে তুমি শাস্তি পেয়েছিলে।
2. That’s why he learns English. সে কারণে সে ইংরেজি শিখে।
3. That’s why I don’t believe him. সে কারণে আমি তাকে বিশ্বাস করি না।
4. That’s why I don’t talk to them. সে জন্য আমি তার সাথে কথা বলি না।
5. That’s why she doesn’t go there. সে জন্য সে সেখানে যায় না।
6. That’s why government needs to take action. সে জন্য সরকারের পদক্ষেপ নেয়া দরকার।
7. That’s why Bangladesh can’t win test match. সে কারণে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতে না।
8. That’s why he doesn’t come here anymore. সে কারণে সে এখানে আর আসে না।
9. That’s why she doesn’t watch movie. সে জন্য সে মুভি দেখে না।
10. That’s why I need to take medicine. সে কারণে আমাকে ওষুধ খেতে হয়।

Practice More:
✪ That’s why you need to do the job. – এ কারণেই তোমার চাকরিটি করা প্রয়োজন।

✪ That’s why he has gone to market. – এ কারণেই সে বাজারে গিয়েছে।
✪ That’s why people admire you. – এ কারণেই লোকজন আপনাকে সম্মান করে।
✪ That’s why I always try to help others. – এ কারণেই আমি সর্বদা অন্যকে সাহায্য করার চেষ্টা করি।
✪ That’s why you fail to understand. – এ কারণেই তুমি বুঝতে ব্যর্থ হও।
✪ That’s why she smiles after seeing you. – এ কারণেই তোমাকে দেখার পর সে হাসে।
✪ That’s why you need to secure your home. – এ কারণেই তোমার বাড়ির নিরাপত্তা বিধান করা দরকার।
✪ That’s why you’ve got the promotion. – এ কারণেই তুমি পদোন্নতি পেয়েছো।

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now