26. Nothing makes sense

Nothing makes sense (কোন কিছু ভাল না লাগা বুঝাতে)

1.  Nothing makes sense without learning English. ইংরেজি শেখা ছাড়া কিছু ভাল লাগে না।

2. Nothing makes sense without watching movie. মুভি দেখা ছাড়া কিছু ভাল লাগে না।

3. Nothing makes sense without visiting new places. নতুন জায়গায় ঘুরা ছাড়া কিছু ভাল লাগে না।

4. Nothing makes sense without hearing your voice. তোমার কন্ঠ শুনা ছাড়া কিছু ভাল লাগে না।

5. Nothing makes sense without talking without you . তোমার সাথে কথা বলা ছাড়া কিছু ভাল লাগে না।

6. Nothing makes sense without teaching my students. আমার ছাত্র-ছাত্রীদের পড়ানো ছাড়া কিছু ভাল লাগে না।

7. Nothing makes sense without roaming with friends. বন্ধুদের সাথে ঘুরাঘুরি ছাড়া কিছু ভাল লাগে না।

8. Nothing makes sense without reciting holy Quran. পবিত্র কোরআন তেলওয়াত ছাড়া কিছুই ভাল লাগে না।

9. Nothing makes sense without using Facebook. ফেসবুক ব্যবহার করা ছাড়া কিছু ভাল লাগে না।

10. Nothing makes sense without food. খাবার ছাড়া কিছু ভাল লাগে না।

Practice More:
Nothing makes sense without you.

তুমি ছাড়া কোন কিছু ভালো লাগে না।

Nothing makes sense without reading.
পড়া ছাড়া কোন কিছু ভালো লাগে না।

Nothing makes sense without sleeping
ঘুমানো ছাড়া কোনো কিছু ভালো লাগে না।

27. It is high time + ....

Structure : It is high time + subject + verb এর past from + extension. অথবা, It is high time + to + verb এর present from + extension.

1. It is high time we played cricket. এটি কিক্রেট খেলার উপযুক্ত সময়।

2. It is high time we protected bird. এখনই পাখিদের রক্ষা করার উপযুক্ত সময়।3. It is high time you attended class. এটিই তোমার ক্লাসে উপস্থিত হওয়ার উপযুক্ত সময়। 

4. It is high time I started study. এটিই পড়াশোনা করার উপযুক্ত সময়।

5. It is not high time he used internet. এখনই তার ইন্টারনেট ব্যবহার করার উপযুক্ত সময় নয়।

6. It is high time to cook rice. এখনই রান্না করার উপযুক্ত সময়।

7. It is high time to arrest him এখনই তাকে গ্রেপতার করার উপযুক্ত সময়।

8. It is not high time to get married. এটি বিয়ে করার উপযুক্ত সময় নয়।

9. It is high time to send the letter. এখনই চিঠিটা পাঠানোর উপযুক্ত সময়।

10. It is high time to leave him. তাকে ত্যাগ করার এখনই উপযুক্ত সময়।

Practice More:
এখনই আমার ইংরেজিতে কথা বলার উপযুক্ত সময়।

It is high time I spoke English.

এখনই আমাদের ইংরেজি শেখার উপযুক্ত সময়।
It is high time we learnt English.

এখনই তোমার সেখানে যাওয়ার উপযুক্ত সময়।
It is high time you went there.

এখনই তোমার ধূমপান পরিত্যাগ করার উপযুক্ত সময়।
It is high time you gave up smoking.

এখনই তোমার আমার সাথে দেখা করার উপযুক্ত সময়।
It is high time you met me.

এখনই তোমার ঐ ছেলেকে ভুলে যাওয়ার উপযুক্ত সময়।
It is high time you forgot that boy.

এখনই আমাদের গরিবদের সাহায্য করার উপযুক্ত সময় ।
It is high time we helped the poor.

28. "Good at" এর ব্যবহার

কেউ কোন কিছু করতে পারদর্শী বা দক্ষ অর্থে “Good at”এর ব্যবহার।
affirmative sentence : Subject + am/ is/are/was/were+ good at +noun/verb+ing+extension.

1. He is good at solving problem. সে সমস্যা সমাধান করতে দক্ষ।

2. I am good at using internet. আমি ইন্টারনেট ব্যবহারে দক্ষ। 

3. You are good at managing programme. তুমি প্রোগাম পরিচালনায় দক্ষ। 

4. She is good at taking picture. সে ছবি তোলাতে পারদর্শী। 

5. Mamun is good at teaching . মামুন শিক্ষকতায় পারদর্শী। 

6. They are good at nothing. তারা কোনো কিছুতেই পারদর্শী নয়।

7. You are good at quarreling. তুমি ঝগড়াতে পারদর্শী। 

8. My mother is good at cooking. আমার মা রান্নাতে পারদর্শী। 

9. I was good at flying kite. আমি ঘুড়ি উড়াতে পারদর্শী ছিলাম।

10. My father was good at catching fishes. আমার বাবা মাছ ধরাতে পারদর্শী ছিলেন।

Practice More:
সে ইংরেজিতে পারদর্শী।

He is good at English.

এক সময় আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম।
Once I was good at swimming.

সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী।
He is good at speaking in English.

তারা ক্রিকেট খেলায় দক্ষ।
They are good at playing cricket.

সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী।
She is good at talking to girls .

ছেলেটি ছবি আঁকায় পারদর্শী ।
The boy is good at drawing.

সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী ছিল।
He was good at talking to girls.

29. Like এর ব্যবহার

Like এর ব্যবহার

1. I like to watch movie in my leisure time. আমি অবসর সময়ে মুভি দেখতে পছন্দ করি।

2. I like to have your message. আমি তোমার বার্তা পেতে পছন্দ করি।

3. He likes biriyani. সে বিরাণী পছন্দ করে।

4. They don’t like to go there. তারা সেখানে যেতে পছন্দ করে না।

5. The boy likes bird. ছেলেটি পাখি পছন্দ করে।

6. The girl doesn’t like him. মেয়েটি তাকে পছন্দ করে না।

7. My sisters likes chocolate. আমার বোন চকলেট পছন্দ করে।

8. My grandmother likes to tell story. আমার দাদি গল্প বলতে পছন্দ করে।9. I like to use computer. আমি কম্পিউটার ব্যবহার করতে পছন্দ করি।

10. She doesn’t like ice-cream. সে আইসক্রিম পছন্দ করে না।

Practice More:
I like.

আমি পছন্দ করি.

I like her.
আমি তাকে পছন্দ করি.

I like you.
আমি তোমাকে পছন্দ করি.

I like to read book.
আমি বই পড়তে পছন্দ করি.

I like my parents.
আমি আমার বাবা-মা কে পছন্দ করি

I like my teacher.
আমি আমার শিক্ষককে পছন্দ করি.

I like honest person.
আমি সৎ ব্যক্তিকে পছন্দ করি.

30. I don’t know how to+...

I don’t know how to+ verb এর ব্যাবহার। (যেমনঃ আমি পড়তে জানিনা বা আমি জানি না কিভাবে পড়তে হয়।)

1. I don’t know how to speak English. আমি জানি না কীভাবে ইংরেজি বলতে হয়।/আমি ইংরেজি বলতে জানি না। 

2. I don’t know how to swim. আমি জানি না কীভাবে সাঁতার কাটতে হয়।/ আমি সাঁতার কাটতে জানি না। 

3. I don’t know how to drive car. আমি জানি না কীভাবে গাড়ি চালাতে হয়।

4. I don’t know how to write letter. আমি জানি না কীভাবে চিঠি লিখতে হয়।

5. I don’t know how to start business. আমি জানি না কীভাবে ব্যবসা শুরু করতে হয়।

6. He doesn’t know how to operate computer. সে জানে না কীভাবে কম্পিউটার চালাতে হয়।

7. They don’t know how to go there. তারা জানে না কীভাবে সেখানে যেতে হয়।

8. Sharmin doesn’t know how to cook. শারমিন জানে না কীভাবে রান্না করতে হয়।

9. He doesn’t know how to make friendship. সে জানে না কীভাবে বন্ধুত্ব করতে হয়।

10. Rahim doesn’t know how to make a good result . রহিম জানে না কীভাবে ভাল ফলাফল করতে হয়।

Practice More:
I don’t know.

আমি জানিনা।

I don’t know how to play.
আমি জানিনা কি ভাবে খেলতে হয়/ আমি খেলতে জানি না।

I don’t know how to read.
আমি জানিনা কি ভাবে পড়তে হয়/ আমি পড়তে জানি না।

I don’t know how to learn.
আমি জানিনা কি ভাবে শিখতে হয়/ আমি শিখতে জানি না।

I don’t know how to dream.
আমি জানিনা কি ভাবে সপ্ন দেখতে হয়/ আমি স্বপ্ন দেখতে জানি না। 

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now