স্পিকিং ইংলিশ সহজ রুল । ১১-১৫

11. AS+ADJECTIVE +AS

AS+ADJECTIVE +AS

1. Karim is as good as rahim. করিম রহিমের মতো ভাল।

2. Rahim’s heart is as big as ocean. রহিমের মন সাগরের মতো বিশাল।

3. His personality is as cheap as water. তার ব্যক্তিত্ব পানির মতো সস্তা।

4. Sumon is as clever as fox. সুমন শেয়ালের মতো চালাক।

5. Math exam is as dangerous as snake. গণিত পরিক্ষা সাপের সতো ভয়ংকর।

6. He is as fat as elephant. সে হাতির মতো মোটা।

7. Mobile is as helpful as computer. মোবাইল কম্পিউটারের মতো উপকারী।

8. He runs as fast as that of Usain Bolt. সে হোসাইন বোল্টের মতো দ্রুত দৌড়ায়।

9. Mamun is as happy as a King . মামুন রাজার মতো সুখী।

10. The dress is as green as leaf. কাপড়টি পাতার মতো সবুজ।

Practice More:
As strong as tiger( বাঘের মতো শক্তিশালী)

As pure as flower (ফুলের মতো পবিত্র)

As hard as iron( লোহার মতো শক্ত)

As cold as ice( বরফের মতো ঠান্ডা)

As clear as day( দিনের মতো পরিষ্কার)

As bright as day( দিনের মতো উজ্জ্বল)

As brave as lion( সিংহের মতো সাহসী)

As black as coal( কয়লার মতো কালো)

12. There is no difficulty in + verb+ing

There is no difficulty in + verb+ing

1. There is no difficulty in using Facebook. ফেসবুক ব্যবহারে সমস্যা নেই।

2. There is no difficulty in drinking water. পানি পান করতে সমস্যা নেই।

3. There is no difficulty in watching television. টেলিভিশন দেখতে সমস্যা নেই।

4. There is no difficulty in making bread. রুটি বানাতে কোনো সমস্যা নেই।

5. There is no difficulty in visiting Rangamat.রাঙ্গামাটি ঘুরতে যেতে কোনো সমস্যা নেই।

6. There is no difficulty in attending English class. ইংরেজি ক্লাসে উপস্থিত হতে কোনো সমস্যা নেই।

7. There is no difficulty in talking him. তার সাথে কথা বলতে কোনো সমস্যা নেই।

8. There is no difficulty in singing song. গান করতে কোনো সমস্যা নেই।

9. There is no difficulty in walking in this road. এই রাস্তায় হাটতে কোনো সমস্যা নেই।

Practice More:
1. There is no difficulty in doing the work-কাজ করায় কোন সমস্যা নেই

2. There is no difficulty in learning the lessons-পড়া শিখতে কোন সমস্যা নেই

3.  There is no difficulty in sleeping-ঘুমাতে কোন সমস্যা নেই

4. There is no difficulty in picking the flowers-ফুল তোলায় কোন সমস্যা নেই

5. There is no difficulty in saving রক্ষা করায় কোন সমস্যা নেই

6. There is no difficulty in cleaning the house বাড়ি পরিস্কার করায় কোন সমস্যা নেই

7. There is no difficulty in speaking English ইংরেজি বলায় কোন সমস্যা নেই

8.There is no difficulty in writing লিখতে বা লেখায় কোন সমস্যা নেই

13. I like the way + sub + verb

I like the way + sub + verb

1. I like the way He teaches English. আমি তার ইংরেজি শেখানোর পদ্ধতি পছন্দ করি।

2. I don’t like the way you talk. আমি তোমার কথা বলার ধরন পছন্দ করি না।

3. He doesn’t like the way you treat him. তুমি তার সাথে যেরকম আচরণ করো সে সেটা পছন্দ করে না।

4. She likes the way you cook. সে তোমার রান্নার ধরন পছন্দ করে।

5. They like the way Messi plays. তার মেসির খেলার কৌশল পছন্দ করে।

6. I like the way Towhid afridi makes youtube video. আমি তৌহিদ আফ্রিদির ভিডিও বানানোর ধরন পছন্দ করি।

7. I like the way you sell products. আমি তোমার পণ্য বিক্রি করার পদ্ধতি পছন্দ করি।

8. I like the way you smile. আমি তোমার হাসির ধরন পছন্দ করি।

9. I like the way you take care of everything. তোমার সবকিছুর যত্ন নেয়ার ধরনটা আমি পছন্দ করি।

10. I like the way you get your hair cut. তোমার চুল কাটানোর স্টাইল আমি পছন্দ করি।

Practice More:
1. I like the way you drive a car

আমি তোমার গাড়ি চালানোর পদ্ধতি পছন্দ করি।

2. I like the way you walk
আমি তোমার হাটার ধরন পছন্দ করি।

3. I like the way they work
আমি তাদের কাজের ধরণ পছন্দ করি।

4. I like the way they fight
আমি তাদের মারামারির পদ্ধতি পছন্দ করি।

5. I like the way you play cricket.
আমি তোমার ক্রিকেট খেলার কৌশল পছন্দ করি।

6. তার লেখার ধরনটা আমার ভালো লাগে।
I like the way he writes.

7. তার খেলার ধরনটা আমার ভালো লাগে।
I like the way he plays.

8. তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে।
I like the way he teaches.

নেগেটিভ করতে হলে ‘don’t’ যুক্ত করতে হবে।

9. তার কথা বলার ধরনটা আমার ভালো লাগে না।
I don’t like the way he talks.

10. তার খেলার ধরনটা আমার ভালো লাগে না।
I don’t like the way he plays.

11. তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে না।
I don’t like the way he teaches.

14. Would you mind

Would you mind এর সঠিক ব্যবহার। আপনি যদি ভদ্রভাবে কাউকে কোন সুপারিশ করতে চান, তখন ব্যবহার করবেন …
👉Would you mind + Verb+ing….?
Or,
👉Would you please + verb……?

যদি কিছু মনে না করেন, দরজাটা একটু খুলে দিবেন ?
👉Would you mind opening the door?
👉Would you please open the door?

আমাকে কিছু টাকা ধার দিবেন কি ?
👉Would you mind lending me some money?
👉Would you please lend me some money?

আপনি কি একটু সরে বসবেন ?
👉Would you mind moving aside please?
👉Would you please move aside please.

আপনার নামটা বলবেন কি ?
👉Would you mind telling me your name?
👉Would you please tell me your name.?

Practice More:
1. Would you mind not smoking here? আপনি কি দয়া করে এখানে ধুমপান বন্ধ করবেন?

2. Would you mind giving me your pen?আপনি কি দয়া করে আপনার কলমটি আমাকে দিবেন?

3. Would you mind talking a bit loudly? আপনি কি দয়া করে আরেকটু উচ্চস্বরে কথা বলবেন?

4. Would you mind helping me? আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন?

5. Would you mind answering my question? আপনি কি দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন?

6. Would you mind informing the news? আপনি কি দয়া করে আমাকে খবরটি জানাবেন?

7. Would you mind starting work? আপনি কি দয়া করে কাজ শুরু করবেন?

8. Would you mind making me understand the lesson? আপনি কি দয়া করে আমাকে পড়াগুলো বুঝিয়ে দিবেন?

9. Would you please teach me computer? আপনি দয়া করে আমাকে কম্পিউটার শেখাবেন?

10. Would you please give me your mobile number? আপনি কি দয়া করে আপনার নাম্বারটা আমাকে দিতে পারবেন?

15. There এর ব্যাবহার(থাকা অর্থে)

There এর ব্যাবহার(থাকা অর্থে)
1.সেখানে একটি বাড়ি আছে=there is a house.
2. সেখানে 20 টা গাছ আছে।=there are twenty trees.
3.সেখানে কোনো গাড়ি নেই।=There is no car.
4. সেখানে একটি বারী ছিল=there was a house.
5. সেখানে 20টা গাছ ছিল।=there were Twenty trees.
6. সেখানে কোন বাড়ি ছিল না।=there was no house.

Have,has,had-থাকা
7. আমার একটা গাড়ি আছে।= I have a car.
8. আমাদের কোনো গাড়ি নেই=We have no car.
9. আমার একটি গাড়ি ছিল।= I had a car.
10. আমাদের কোন গাড়ি ছিল না= We had no car.
11. তার একটি গাড়ি হবে।= He will have a car.
12. সুমির কোন গাড়ি হবে না।= Sumi will have no car.

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now