Need এর ব্যবহার

Need এর ব্যবহার

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)
Spoken English Course November

Need এর সাধারণ অর্থ প্রয়োজন। এটা Ordinary Verb ও Modal Verb হিসেবে ব্যবহার করা হয়।

Ordinary Verb হিসেবে এর ব্যবহারঃ
Need অর্থ প্রয়োজন বা দরকার

gif ads design 70

Examples:
I need to go (আমার যাওয়া দরকার/প্রয়োজন। )

I don’t need to study (আমার পড়াশুনার প্রয়োজন নেই। )

We need to utilize our time (আমাদের সময়ের সঠিক ব্যবহার করা দরকার। )

We don’t need to spend time by gossiping ( গল্প করে আমাদের সময় ব্যয় করার দরকার নেই। )

He needs to study more to pass the exam ( পরীক্ষায় পাশের জন্য তার আরো পড়াশুনা দরকার। )

He doesn’t need to waste his time (তার সময় নষ্ট করার প্রয়োজন নেই। )

You need to pay concentration to your study (পড়াশুনায় তোমার মনোযোগ দেয়া দরকার। )

You don’t need to worry about exam ( পরীক্ষা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। )

Need এর ব্যবহার

Modal হিসেবে Need এর ব্যবহারঃ

Structure: Subject + need (base form) + Ext

Wrong: I need to study
Correct: I need study

লক্ষ্য করুন, Need যখন Modal হিসেবে ব্যবহার করা হয় তখন Need এর পর “to” হবে না।- I need write this application. (আবেদনপত্র টি আমার লেখা প্রয়োজন। )

Modal-এ Need এর  Negative ব্যবহার:
Subject + needn’t + Verb (base form) + Ext

I needn’t go there now ( আমার এখন সেখানে যাওয়া দরকার নেই। )

More Examples:
He need get treatment
He needn’t get treatment

Need এর ব্যবহার

Need এর আরো কতিপয় ব্যবহার

Didn’t Need VS Needn’t have

Didn’t Need: অতীতে যে কাজটি আপনার করার প্রয়োজন হয়নি এবং কাজটি আপনি করেন ও নি সেই ক্ষেত্রে “didn’t need” হবে।

I didn’t need to pay the restaurant bill- because the bill was paid by one of my friends. (রেস্টুরেন্টে আপনার বন্ধু বিল দিয়ে ফেলার কারনে আপনাকে আর বিল দিতে হয় নি।)

More Examples:
I didn’t need to go there.

I didn’t need to get the bus.
They didn’t need to wait for her.
We didn’t need to do the work

(উপরিউক্ত কাজ গুলো করার প্রয়োজন/দরকার হয় নি এই কারনে যে, কোন না কোন ভাবে কাজ গুলো  সমাধান হয়ে গেছে।)

Need এর ব্যবহার

Needn’t have: অতীতে যে কাজ টা আপনি করে ফেলেছেন এবং করার পর আপনি বুঝতে পারলেন যে, কাজটা আপনি না করলেও চলতো, কিন্তু কাজ করে ফেলেছেন সেই ক্ষেত্রে “Needn’t have+ V3” ব্যবহার করতে হয়।

যেমনঃ ধরুন, সকালে আপনি ফুল গাছে পানি দিয়েছেন অথচ কিছুক্ষন পর দেখতে পেলেন যে, বৃষ্টি শুরু হল। তখন আপনি আফসোস করে বলছেন, “ফুল গাছে তো পানি দেয়া প্রয়োজন ছিল না/পানি না দিলেও হতো।” = I needn’t have watered the flowers.

More Examples:
He needn’t have worried about the exam- (পরীক্ষা নিয়ে তার চিন্তা না করলেও চলত। সে ভাল রেজাল্ট করেছিল। )

They needn’t have gone there (তারা সেখানে না গেলেও চলতো, কিন্তু তারা সেখানে তারা গিয়েছিল। )

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now