Might এর ব্যবহার

Might এর ব্যবহার

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)
Spoken English Course November

Might একটি Modal auxiliary verb যেটি May এর Past form. তবে Might শব্দটি শুধুমাত্র Past অর্থাৎ অতীতের কোনো ঘটনার জন্য ব্যবহার করা হয় না। Might অতীত ( Past), বর্তমান( Present) এবং ভবিষ্যত (Future) তিনটি কালেই ব্যবহার করা হয়।

যেমন:
Present( বর্তমান): Karim might be stuck in traffic. করিম হয়তো যানজটে আটকে আছে।

gif ads design 70

Past:( অতীত ): Karim might have been stuck in traffic. করিম হয়তো যানজটে আটকে ছিল।

Future: ( ভবিষ্যত): Karim might be stuck in traffic when he leaves for work. করিম হয়তো কাজে যাওয়ার সময় যানজটে আটকে যেতে পারে।

Might শব্দটির আভিধানিক অর্থ ” হয়তো” । সাধারণত Possibility অর্থাৎ সম্ভাবনা বুঝানোর জন্য Might ব্যবহার করা হয় । তবে এছাড়া আরো অনেক ক্ষেত্রে Might ব্যবহৃত হয়।

Might এর কিছু ব্যবহার দেওয়া হল:
১. Possibility বা কোন কিছু হওয়ার সম্ভাবনা বুঝাতে।

Example:
(i) They might win the match ( তারা‌‌ খেলাটি‌ জিততে পারে )

(ii) lt might rain today (আজকে বৃষ্টি হতে পারে।)

এখানে ‘might’ শব্দটি দ্বারা আজকে বৃষ্টি‌ হওয়ার সম্ভাবনা কে প্রকাশ করা হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: May এবং Might উভয়েই সম্ভাবনা বুঝাতে ব্যবহার করা হয় । তবে যখন কোনো কিছু হওয়ার সম্ভাবনা বেশি তখন may এবং সম্ভাবনা‌ কম তখন might ব্যবহার করা হয়। যেমন নিচের উদাহরণটি যদি দেখি,

ধরি, কালকে করিমের আসার সম্ভাবনা আছে । এই sentence টিকে দুইভাবে লিখা যায়,
যদি করিমের আসার সম্ভাবনা অনেক কম হয় তখন আমরা লিখব; Karim might come tomorrow.

যদি সম্ভাবনা বেশি হয় তখন হবে,‌ Karim may come tomorrow.

Might এর ব্যবহার

২.To predict বা অনুমান অর্থে Might Present বা Past form e ব্যবহৃত হয়। এক্ষেত্রে Sentence এর structure : Sub+ might+ be + verb এর present form এর সাথে ing+ Ext.

(i) They might be playing now- তারা হয়তো এখন খেলছে।

(ii) He might be reading now- সে হয়তো এখন পড়ছে।

৩. For asking permission politely অর্থাৎ নম্র বা‌ ভদ্রভাবে অনুমতি (Permission) চাওয়ার ক্ষেত্রে Might ব্যবহার করা হয়।

Example:
(i) Might I sit next to you? – আমি কি তোমার পাশে বসতে পারি?

(ii) Might l use your pen? – আমি কি তোমার কলম ব্যবহার করতে পারি?

এখানে বিশেষভাবে লক্ষণীয় যে, Might শুধুমাত্র অনুমতি নেওয়ার জন্য ব্যবহার করা হয়। যেখানে May অনুমতি নেওয়া ও দেওয়া উভয়ক্ষেত্রে ব্যবহার করা যায়

যেমন ;

  • May l take your pen? – আমি কি আপনার কলমটি নিতে পারি? (অনুমতি চাওয়া)
  • You may take the pen – তুমি কলমটি নিতে পারো। (অনুমতি দেওয়া)

Might এর ব্যবহার

৪. For expressing dissatisfaction অর্থাৎ কোনো কিছু নিয়ে অসন্তুষ্ট ( Dissatisfied) হওয়া বুঝাতে might ব্যবহার করা যায়।

Example:

(i) You might come little earlier. – আপনি আরেকটু আগেও আসতে পারতেন।
এই sentence এ দেরিতে আসায় বক্তার অসন্তোষটি বুঝানো হয়েছে।

(ii) You might do this job more properly- তুমি হয়তো কাজটি আরো সুন্দর করে করতে পারতে।

৫. Indirect speech এ হয়তো অর্থে Might ব্যবহৃত হয়।

  • She said that she might go to Dhaka. – সে বলেছিল যে সে হয়তো ঢাকা যাবে।
  • Kamal said that he might watch a cinema at night- কামাল বলেছিল সে হয়তো রাতে একটি সিনেমা দেখবে।

Might এর ব্যবহার

৬. For giving suggestions অর্থাৎ পরামর্শ (Suggestions) দেওয়ার ক্ষেত্রে Might ব্যবহার করা যায়।

Example:
(i) You might try this blue shirt – আপনি এই নীল জামাটি পরে দেখতে পারেন।

Sentence টি তে নীল রঙের জামাটি পরে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

(ii) You might visit the Lalbagh fort during your visit to Dhaka.- তুমি ঢাকায় ভ্রমণের সময় লালবাগ কেল্লায় যেতে পারো।

৭. To request অর্থাৎ অনুরোধ করা (Request) বোঝাতে Might ব্যবহার করা হয়

Example:
(i) Might l borrow your book- আমি কি তোমার বইটি ধার নিতে পারি?

এখানে বই নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

(ii) Might l have a cup of tea? – আমি কি এক কাপ চা পেতে পারি?

এখানে চা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Might এর ব্যবহার

৮. Conditional sentence এ Might হতে পারতো কিন্তু হয়নি এমন অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয় ।

Example:
(i) If you had studied more, you might have got more marks- তুমি যদি বেশি করে পড়াশোনা করতে, তাহলে তুমি হয়তো আরো বেশি নম্বর পেতে।
বেশি নম্বর পেতে পারতো কিন্তু পায়নি

(ii) If I didn’t have to study, I might go out – আমার যদি পড়া না লাগতো, তাহলে হয়তো আমি বাহিরে
যেতাম।

বাহিরে যেতে পারতো, কিন্তু পড়াশোনা করার জন্য যেতে পারেনি।

৯.Past বা অতীতে কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি এমন ক্ষেত্র might have ব্যবহার করা হয়।

Example:
(i) He might have bought a car. সে একটি গাড়ি কিনতে পারতো ( কিন্তু কিনেনি)
বিশেষ দ্রষ্টব্য: Negative sentence এ might not ব্যবহৃত হয়।

Example: The train might not come now- এখন হয়তো ট্রেনটি আসবে না।

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now