ইংরেজি শেখার বই

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)
Spoken English Course November

হ্যালো সবাইকে। কেমন হতো যদি ইংরেজি শেখার কিছু বই ফ্রিতে পাওয়া যেত? হ্যাঁ, আজকে এই আর্টিকেলে তাই পেতে যাচ্ছেন। এই ওয়েবসাইটের ফ্রি অনলাইন ইংলিশ লাইব্রেরীর ইংরেজি শেখার বই গুলো রিভিও করতে যাচ্ছি। কোন বইয়ে কি পাবেন তা সংক্ষেপে আলোচনা করছি এবং একই সাথে বইয়ের লিংক গুলোও পেয়ে যাবেন।

ইংরেজি শেখার বই ০১:

১ম বইটি হলো “100 spoken English Structure.” এই বইয়ে দৈনন্দিন জীবনে বাস্তব কথা বলার ১০০টি Roles অসংখ্য উদাহরণ সহ তুলে ধরা হয়েছে। আপনারা এই উদাহরণ গুলো মুখে মুখে উচ্চারণ করে পড়লে অতি অল্প সময়ে এই ফরমূলা গুলো দিয়ে দ্রুত কথা বলতে পারবেন, ইনশাআল্লহ।

ইংরেজি শেখার বই ০২:

gif ads design 70

দ্বিতীয় নাম্বার বইটি হলো ‘দি আনলিমিটেড English Expression’ এই বইয়ে অতি প্রয়োজনীয় অ্যাডভান্সড Rules গুলো Examples সহ দেখানো হয়েছে। এই বইয়ের ফরমূলা গুলো আয়ত্ত্ব করতে পারলে ইংরেজি কথা বলার জন্য দম বন্ধ করে চিন্তা করা লাগবেনা।

বই ০৩:

তিন নাম্বার বইটি হলো “১০০ American English phrase/Expression” ভালভাবে ইংরেজি বুঝতে না পারার আরো একটি কারন হলো American English Spoken Phrase গুলো জানা না থাকা এই বইয়ের Phrase গুলো পড়লে বুঝতে পারবেন American রা কত ভিন্ন ভাবে দৈনন্দিন কথা গুলো প্রকাশ করে।

বই ০৪:

এই বইটির নাম “100 Common English Expression”. কেন এই বই? দেখুন, প্রত্যাহিক জীবনে আমরা এমন কিছু কথা বলি যা সাধারণ বাক্য গঠনের নিয়মে হয়না। অথচ এই প্রকাশ ভঙ্গি গুলো অতি গুরুত্বপূর্ণ এরকম ১০০টি English Expression বাংলা অর্থ সহ উদাহরণের মাধ্যমে সহজ করে তুলে ধরা হলো। প্র্যাকটিসের কোন বিকল্প নেই।

বই ০৫:

এই বইটা “Appropriate Preposition” নিয়ে লেখা। একই Verb ভিন্ন ভিন্ন Preposition যোগে ভিন্ন অর্থ প্রকাশ করে। এই বইয়ের (A-Z) Appropriate Preposition গুলো বাংলা অর্থ উদাহরণ সহ পড়তে পারবেন।

বই ০৬:

ছয় নাম্বার বইটি হলোঃ “১০০ Phrasal Verb/ Group Verbs” বুসতে পারছেন Phrasal Verb মানেই একই Verb ভিন্ন অর্থ প্রকাশ করে। এই বইয়ে এধরনের ১০০টি গুরুত্বপূর্ণ Phrasal Verb বাংলা অর্থ ও উদাহরণ সহ তুলে ধরা হলো।

বই ০৭:

এই বইটি হলো “Phrase & Idioms” নিয়ে বিভিন্ন পরীক্ষায় আসা ও অতি প্রয়োজনীয় Phrase & Idioms (A-Z) বাংলা অর্থ ও Example সহ বুঝে বুঝে পড়তে পারবেন।

বই ০৮:

এটা হলো ‘বেসিক ইংরেজি গ্রামার’। যারা গ্রামারের বিভিন্ন কনসেপ্ট গুলো একেবারেই বেসিক থেকে জানতে চান তাদের জন্য এই বই।

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now