ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)
Spoken-English-May-Batch

আসসালামুআলাইকুম! আমি আজিজ মুরাদ, একজন অনলাইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেইনার। আমার অনলাইন লার্নারস এবং আপনাদের কথা বিবেচনায় নিয়ে আমার ওয়েবসাইটে বাংলা এবং ইংরেজির সমন্বয়ে ইংলিশ ই-লাইব্রেরী যুক্ত করেছি।

আজ আমি আপনাদেরকে আমার ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট টির সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি পরিপূর্ণ ভাবে ইংরেজি গ্রামার, স্পোকেন ইংলিশ সহ ইংরেজির বিভিন্ন টপিক গুলো শিখতে পারবেন। তাহলে চলুন ওয়েবসাইটের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরা যাক।

ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট এর নামঃ

ইংরেজি শেখার প্রচুর ইফেক্টিভ কনটেন্ট সমৃদ্ধ  এই  ওয়েবসাইট এর নাম www.AzizMurad.com  সম্প্রতি, এই ওয়েবসাইটের সাথে ইংরেজি শেখার জন্য ফ্রি অনলাইন ইংরেজি লাইব্রেরী সংযুক্ত করা হয়েছে। 

ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট এর বৈশিষ্ট্যঃ

এই ওয়েবসাইটে ইংরেজি শেখার বেশ কিছু e-book অনলাইন ভার্সনে পড়তে পারবেন। ফ্রি অনলাইন ইংরেজি লাইব্রেরীর e-Book গুলো  ভিজিট করুন।

অনলাইনে ইংরেজি কোর্সঃ

এই ওয়েবসাইটে অনলাইন ইংরেজি কোর্স চালু আছে। আপনি ঘরে বসে ট্রেইনারের মুখে মখে অনলাইন ব্যাচে বা পারসনাল কেয়ারে ইংরেজি কোর্স সম্পন্ন করতে পারবেন।

আপনি ঘরে বসে কিভাবে কোর্স করবেন? সময় কখন, ফি কত? কি কি রিসোর্স পাবেন সব তথ্য জানতে কোর্সটি ডিজিট করুন।

এই ওয়েবসাইটের লাইব্রেরী থেকে আপনি ফ্রি-তে ইবুক পড়তে পারবেন এবং ফ্রি ও পেইড কোর্স করে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন

error: Content is protected !!
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now