বাংলা থেকে ইংরেজি অনুবাদ

বাংলা থেকে ইংরেজি অনুবাদ

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)
Spoken English Course November

১০০০ বাংলা থেকে ইংরেজি অনুবাদ যা আপনাকে চাকুরী পরীক্ষা সহ স্পোকেন ইংলিশ শিখতে সাহায্য করবে।

1. সে নিজেই এক কাপ চা তৈরি করল- He made himself a cup of tea.
2. সে তার নিজের জন্য একটি নতুন ব্লাউজ তৈরি করল-She made a new blouse for herself.
3. সূর্য আমাদেরকে উষ্ণ রাখে-The sun keeps us warm.
4. শত্রুদের হাত থেকে তারা আমাকে রক্ষা করেছিলেন-They protected me from my enemies.
5. লোকেরা রিচার্ডকে রাজপদে অভিষিক্ত করল-People crowned Richard king.
6. লোকটি সুহাসকে বোকা বলে প্রমাণ করেছিল-The man Proved Suhash (to be) a fool.
7. রাহেলা আমার জন্য একটা কলম আনল-Rahela got a pen for me.
8. আমাদেরকে আটক করা হয়েছিল।- We were detained.
9. মেয়েটি একটি নতুন ফ্রক তৈরি করেছিল-The girl had a new frock made.
10. ব্যবস্থাপনা কমিটি জনাব আহমেদকে প্রধান শিক্ষক নিয়োগ করল-The Managing committee appointed Mr Ahmed Headmaster.

gif ads design 70

11. বিচারক বন্দীকে মুক্তি দিলেন-The judge set the Prisoner free.
12. বালকেরা ব্যাঙগুলিকে ঢিল ছুঁড়ে মেরেছিল-Boys threw stones at the frog.
13. প্রিন্সিপাল সাহেব আমাদের অপেক্ষমান রেখেছিলেন-The principal kept us waiting.
14. নিজেকে প্রস্তুত কর-Get yourself ready.
15. দাদাজান আমাদের একটি মজার গল্প বলেছিলেন –Grandfather told us a funny story.
16. তোমার সাফল্যের জন্য আমি তোমাকে অভিনন্দন জানাই-I congratulate you on your success.
17. তোমার এরকম অন্যায় করার কথা চিন্তা করা উচিত নয়- You should not think of doing such a wrong.
18.তুমি কি ধাক্কা দিয়ে দরজা খুলতে পার?-Can you push the door open.
19. তুমি কি তাকে চিৎকার করতে শুনেছিলে? Did you hear him shouting?
20. তিনি বইটি ছাপিয়ে নিয়েছিলেন- He got the book printed.

 আরো পড়ুনঃ

বাংলা থেকে ইংরেজি অনুবাদ

21. তিনি প্রত্যেককে সংবাদটি জানিয়েছিলেন-He told the news to everybody.
22. তিনি তাঁর টুপি খুলে ফেললেন- He took his hat off.
23. তিনি তাঁকে কিছু থেকেই বঞ্চিত করেন নি-He denied her nothing.
24. তিনি কি আপনাকে টাকাটা দিয়েছেন?-Has he paid you the money?
25. তারা তাদের শিক্ষককে শুভ সকাল জানালো-They wished there teacher good morning.
26. তারা তাদের বোনের সাথে এমনভাবে ব্যবহার করে যেন সে একজন চাকরানী মাত্র-They treat their sister as if she were only a maid-servant.
27. কোন কিছু পোড়ার গন্ধ পাচ্ছ কি?Can you smell something burning?
28. কর্তৃপক্ষ আমাকে সৎ সব বলে বিবেচনা করেছিলেন-The authorities considered me (to be) honest.
29. ওই বইটি আমাকে ছুঁড়ে দিন-Please throw me that book.
30. এটা আপনার বিবেচনার উপর নির্ভর করে- It depends on your consideration.

31. আমি সোহেলকে সেখানে দৌড়াদৌড়ি করতে দেখেছিলাম- I saw Sohel running about there.
32. আমি ফরাসি ভাষা বলতে কখনো শুনিনি- I have never heard French spoken. 
33. আমি তোমার সাফল্য কামনা করি-I wish your success.
34.আমি আমার চুল কাটাব- I will get my hair cut.
35. আমি তার সাথে দেখা করেছিলাম- I called on him.
36. আমি তার কথা বিশ্বাস করি না-I don’t believe in his words.
37. আমি তাকে নির্দোষ বলে বিশ্বাস করি- I believe him to be honest.
38. আমি তাকে একটি ঘুসি মেরেছিলাম- I struck him a blow.
39. আমি ছবিটি আমার বন্ধুকে দিয়েছিলাম-I gave the picture to my friend.
40. আমি কাউকে টাকা ধার দিই না-I don’t lend money to anybody.

বাংলা থেকে ইংরেজি অনুবাদ

41. আমি এটি দান করেছিলাম- I gave it away.
42. আমি আমার বোনের কাছে দু’শ টাকা ধার পাই-I owe taka two hundred to my sister.
43. আমার সাথে দেখা করার জন্য সে তার ভাইকে এনেছিলেন-He brought his brother to see me.
44. আমাকে দশটা টাকা ধার দিবে কি?- Will you lend me TK. 10?
45. আমাকে একটু অনুগ্রহ করবেন কি?Will you do me a favour?
46.আমরা সুস্থ হওয়ার জন্য ঔষুধ খাই- We take medicine in order to get well.
47. আমরা বাক্সটিকে সাদা রঙের চিত্রিত করলাম-We painted the box white.
48. আমরা তাকে কিংকং নাম দিয়েছিলাম-We named him King Kong.
49. আমরা ট্রেনটিকে স্টেশন ছেড়ে যেতে লক্ষ করলাম-We noticed the train leaving the station.
50. আমরা জনাব হালিমকে চেয়ারম্যান নির্বাচন করেছিলাম-We elected Mr. Halim chairman.

51. আমরা ছেলেটিকে বাবলু বলে ডাকি-We call the boy Bablu.
52. আমরা অপুকে ভাল ছেলে বলে মনে করি-
53. আব্বা জনাব খানকে গৃহ শিক্ষক হিসেবে নিযুক্ত করেছিলেন- Father employed Mr. Khan as a private tutor.
54. আব্বা আমাকে একটি হাত ঘড়ি কিনে দিয়েছেন-Father has bought me and wrist watch.
55. হামিদ সাহেব পরিবহনের বন্দোবস্ত করবেন- Mr. Hamid will arrange for transport.
56. সেখানে কিভাবে পৌঁছতে হবে ভাবছি- I wonder how to get there.
57. সে মনে করে না যে, আজ রাতে বৃষ্টি হবে- He doesn’t think that it will rain tonight.
58. সে পরের বারে আরো ভাল করতে চেষ্টা করবে- He will try to do better next time.
59. সে আমাকে বলল যে, আমি ভুল করেছি- He told me that I was mistaken.
60. শব্দটি কিভাবে ব্যবহার করতে হয় তা আমি বুঝিয়ে দেব- I shall explain how to use the word.

বাংলা থেকে ইংরেজি অনুবাদ

61. মনিব তাঁর ভৃত্যকে দিয়ে কাজটি করিয়েছিলেন- The master made his servant to do the work.
62. বালকেরা খেলতে চায়- Boys want to play.
63. প্রধান সড়ক থেকে কোনখানে মোড় ঘুরতে হবে তা আমি ভুলে গেছি – I forget where to turn off the main road.
64. তোমাদের অধ্যাপকগণ আশা করেন তোমরা কঠোর পরিশ্রম করবে- Your professors expect you to work hard.
65. তোমাকে কি আজ কলেজে যেতে হবে? Have you to go to college today?
66. তুমি তাকে কখনো এত খারাপ ব্যবহার করতে দেখনি- You have never seen him behaved so badly.
67. তুমি জান কি তিনি কে?- Do you know who he is?
68. তুমি কি বলতে পার তিনি কোথায়?- Can you say where he is?
69. তুমি কি চাও আমি এখানে থাকি- Do you wish me to stay here?
70. তুমি কি করে তা জানতে পারলে?- How did you come to know that?

71. তিনি যাবেন না বলে ঠিক করেছিলেন- He decided not to go.
72. তিনি বুঝিয়ে বললেন যে, কিছু করা যাবে না- He explained that nothing could be done.
73. তিনি তার বন্ধুকে দেরি না করতে বলেছিলেন – He told his friend not to be late.
74. তিনি আমার মতামত শোনবার জন্য অপেক্ষা করেছিলেন- He waited to hear my opinion.
75. তিনি আমাকে বলেছেলেন কখন যাত্রা করতে হবে- He told me when to start.
76. তিনি আমাকে এটা করতে বললেন- He asked me to do it.
77. তিনি আমাকে একথা বলতে শুনেননি- He didn’t hear me say this.
78. তিনি আমাকে উদ্বিগ্ন না হতে বললেন- He told me not to worry.
79. তিনি ৮০ বছর পর্যন্ত বেঁচে ছিলেন- He lived to be eighty.
80. তারা আমাকে সাহায্য করতে অস্বীকার করল- They refused to help me.

বাংলা থেকে ইংরেজি অনুবাদ

81. তাকে মনে করিয়ে দিও যে, তাকে এখানে তাড়াতাড়ি আসতে হবে- Remind him that he must be here early.
82. কোনটি নিতে হবে তা আমাকে বলুন- Please tell me which one to take.
83. কি চান বলুন- Please say what you want.
84. কি করে স্পেগেটি খেতে হয় বন্ধুরা তা তারেককে দেখাল-Taraq’s friends showed him how to eat Spaghetti.
85. কি করতে হবে তা আমি তাকে জিজ্ঞেস করলাম- I asked him what to do.
86. কি করতে হবে তা আমি জানিনা- I don’t know what to do.
87. করিম সাঁতার কাঁটতে জানে- Karim knows how to swim.
88. কখন আরম্ভ করতে হবে তা তোমাকে অবশ্যই স্মরণ রাখতে হবে- You must remember when to begin.
89. এটা কি আমাকে বল- Tell me what it is.
90. এগিয়ে যাবেন না ফিরে আসবেন তা তিনি জানতেন না- He didn’t know whether to go on or turn back.

91. এ কথা চিন্তা করে আমি শিউরে উঠলাম- I shuddered to think of it.
92. ইনস্পেক্টর সাহেব তাকে ঘুষ নিতে দেখলেন- The Inspector watched him taking the bride.
93. আসতে হবে কি হবে না তা আমাকে বল- Tell me whether to come or not.
94. আমি সমস্যাটি সমাধান করতে পারব- I shall succeed in solving the problem.
95. আমি সকাল সকাল উঠায় আস্থা রাখি- I believe in getting up early.
96. আমি লোকটিকে সাবধান করে দিয়েছিলাম যে, তার দেরি হবে- I warned the man that he would be late.
97. আমি লোকটিকে বাড়ি থেকে চলে যেতে লক্ষ্য করলাম- I noticed the man leaving the house.
98. আমি মতামত জানিয়ে ছিলাম যে, তার শীঘ্রই চলে যাওয়া উচিত- I suggested that he should leave early.
99. আমি দেখেছি যে আমাদের পরিকল্পনাটা বৃথা হবে- I see that our plan will be in vain.
100. আমি তোমাকে দেখাব কেমন করে এটা করতে হয়- I shall show you how to do it.
101. আমি তাকে সাহায্য করতে প্রতিজ্ঞা করেছি- I have promised to help him.
102. আমি তাকে বাইরে যেতে দেখলাম- I saw him to go out.
103. আমি জানিনা এটা কার – I don’t know whose it is.
104.আমি জানি যে, সে কখনো এরকম অন্যায় করবে না- I know that he will never do such a wrong.
105. আমি জানতে উৎসুক সে আসবে কিনা- I wonder whether he will come.
106. আমি চাইনা কেউ এটা জানুক- I don’t want anyone to know this.
107. আমি আশ্চর্য হচ্ছি সে কেন আসেনি- I wonder why he has not come.
108. আমি আশা করি সে কৃতকার্য হবে- I hope that he will succeed.
109. আমাকে বলতে পার এটা কত উঁচু?- Can you tell me how high it is?
110. আমাকে কি পাঁচ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হবে?- Am I to stand here for 5 hours?
111. আমাকে এই সিন্দুকটি তুলতে সাহায্য করুন- Please help me to lift this chest.
112. আমরা বিশ্রাম নেওয়ার জন্য থামলাম- We stopped to have a rest.
113. আমরা তাদের ওটা করতে দিতে পারিনা- We cannot allow them to do that.
114. আমরা আত্মতৃপ্ত হয়েছিলাম যে, আমাদের পরিকল্পনাটি কার্যকর হবে-We satisfied ourselves that our plan would work.
115. আমরা অনুমান করেছি যে, আমাদের বন্ধু এখন সেখানে থাকবে- We suppose that our friend will be there now.

             আরো পড়ুনঃ

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now