স্পিকিং ইংলিশ রুল (Speaking English) ৬-১০

06

☞I have heard that...

☞I have heard that +…..(আমি শুনেছি যে…..)

1. I have heard that government will give money to the helpless. সে শুনেছি যে, সরকার গরীবদের অর্থ প্রদান করবে।

2. She has heard that Apex Company is giving 40% discount on their product. সে শুনেছে যে, এপেক্স কোম্পানি তাদের পণ্যের উপর ৪০% ছাড় দিচ্ছে।

3. I have heard that you are going to seat for IELTS exam. আমি শুনেছি যে, তুমি আই.এল.টি.এস পরিক্ষা দিচ্ছ।

4. They have heard that police will come to arrest him. তারা শুনেছে যে, পুলিশ তাকে গ্রেফতার করতে আসবে।

5. She has heard that the price of rice will be increased. সে শুনেছে যে, চালের দাম বেড়ে যাবে।

6. They have heard that Aziz murad has a library on internet. তারা শুনেছে যে, ইন্টারনেটে আজিজ মুরাদের একটি লাইব্রেরি আছে।

More Practice:
1.I have heard that you study very well.(আমি শুনেছি তুমি খুব ভালভাবে পড়াশুনা কর।)

2.I have heard that “Murad’s Spoken English” is very useful for learning English.(আমি শুনেছি যে, ইংরেজি শেখার জন্য “মুরাদ’স স্পোকেন ইংলিশ” প্রতিষ্ঠান টি অনেক উপকারী)

3.I have heard that he is very meritorious.(আমি শুনেছি সে খুব মেধাবী)

4. I have heard that you work hard to succeed in life.(আমি শুনেছি যে, জীবনে সফল হওয়ার জন্য তুমি  কঠোর কাজ কর)

5. I have heard that you are a very clever boy.(আমি শুনেছি তুমি অনেক চালাক একটা ছেলে।)

6. I have heard that you don’t like spicy food.(আমি শুনেছি তুমি মসলাযুক্ত খাবার পছন্দ কর না।)

7. I have heard that he is doing well in his exam.(আমি শুনেছি যে, সে পরীক্ষায় ভাল করতেছে।)

07

No need to...

No need – দরকার নেই।Structure : No need to + verb + obj.

1. No need to play cricket. ক্রিকেট খেলার দরকার নেই।

2. No need to talk to him. তার সাথে কথা বলার দরকার নেই।

3. No need to help him anymore. তাকে আর সাহায্য করার দরকার নেই।

4. No need to be worried. উদ্বিগ্ন হওয়ার দরকার নেই।

5. No need to switch the fan on. ফ্যান চালানোর দরকার নেই।

6. No need to use Facebook. ফেসবুক ব্যবহার করার দরকার নেই।

7. No need to show your power here. এখানে তোমার ক্ষমতা দেখানোর দরকার নেই। 

8. No need to cry for him. তার জন্য কান্না করার দরকার নেই।

Practice More:
No need to come.- আসার দরকার নাই।

No need to go.- যাওয়ার দরকার নাই।
No need to meet. -দেখা করার দরকার নাই।
No need to wait for me.-আমার  জন্য অপেক্ষা করার দরকার নাই।
No need to talk any more.- আর কথা বলার দরকার নাই।
No need to sleep.- ঘুমানোর দরকার নাই।
No need to eat.- খাওয়ার দরকার নাই।
No need to learn.- শেখার দরকার নাই।
No need to cook.- রান্না করার দরকার নাই।
No need to work.- কাজ করার দরকার নাই।
No need to believe. – বিশ্বাস করার দরকার নাই।
No need to waste time.- সময় অপচয় করার দরকার নাই।
No need to continue the work.- কাজ টি চালিয়ে নেয়ার দরকার নাই।

08

How often দিয়ে বাক্য গঠনঃ-

How often দিয়ে বাক্য গঠনঃ-

1. How often do you go to restaurant? তুমি কত সময় পর পর রেস্টুরেন্টে যাও?

2. How often do you recite holy Quran? তুমি কতদিন পর পর কোরআন পড়?

3. How often do you meet him? তুমি কতদিন পর পর তার সাথে দেখা কর?

4. How often does he attend in the class? সে কতদিন পর পর ক্লাসে উপস্থিত হয়?

5. How often do they work? তারা কতদিন পর পর কাজ করে?

6. How often do you phone your mother? তুমি কতদিন পর পর তোমার মাকে ফোন দাও?

7. How often do you eat Biriyani? তুমি কতদিন পর পর বিরাণী খাও?

8. How often do you get your hair cut? তুমি কতদিন পর পর চুল কাটাও?

Practice More:
=> How often do you go home in a month? – প্রতিমাসে তুমি কতবার বাড়ি যাও?

=> How often do you check up your fitness? – তুমি কতদিন পর পর  তোমার  শরীরের ফিটনেস চেক কর/করাও?

=> How often do you visit your relatives? – তুমি কতদিন পর পর তোমার আত্নীয় স্বজনের  সাথে দেখা কর?

=> How often do you change your Facebook password? – তুমি কতদিন পর পর তোমার ফেইসবুক পাসওয়ার্ড পরিবর্তন কর?

=> How often do you need facial? – কতদিন পর পর তোমার ফেসিয়াল করা প্রয়োজন হয়?

=> How often do you visit the historical places? কতদিন পরপর তুমি ঐতিহাসিক জায়গা পরিদর্শন কর?

=> How often do you go to doctor for checkup? – তুমি চেকআপের জন্য কতদিন পর পর ডাক্তারের কাছে যাও?

=> How often do you go to Dhaka?
কতদিন পর পর তুমি ঢাকায় যাও?

09

I will be able to -আমি পারবো

I will be able to -আমি পারবো

1. I will be able to teach English. আমি ইংরেজি শেখাতে পারব।

2. He will be able to swim in the pond. সে পুকুরে সাতার কাটতে পারবে।

3. They won’t be able to catch this big fish. তারা এই বড় মাছটি ধরতে পারবে না।

4. She will be able to get this job. সে এই চাকরিটা পাবে।

5. No one will be able to carry this heavy box. কেউ এই ভারী বক্সটি বহন করতে পারবে না।

6. Karim won’t be able to pass in the exam. করিম পরিক্ষায় পাশ করতে পারবে না।

7. Raju will be able to address in front of guest. রাজু অতিথিদের সামনে বক্তব্য দিতে পারবে।

8. Murshed will be able to make people English speaker. মোরশেদ মানুষদের ইংরেজি বক্তা বানাতে পারবে।

9. Police will be able to discover the truth. পুলিশ সত্য উদঘাটন করতে পারবে।

10. The scientists will be able to invent new things. বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারবে।

Practice More:
* আমি অংকটি করতে পারবো – I will be able to do the sum

*আমি অংকটি করতে পারবো না – I won’t be able to do the sum

* সুমি কি অপেক্ষা করতে পারবে না? – Won’t  Sumi  be able to wait?

* সুমি অপেক্ষা করতে পারবে না –Sumi Rubi won’t be able to wait

* সুমি অপেক্ষা করতে পারবে -Sumi will be able to wait

* তুমি কি কাজটি করতে পারবে? – will you be able to do the work?

* তুমি কি কাজটি করতে পারবে না? – Won’t you be able to do the work?

* আমি কাজটি করতে পারবো – I will be able to do the work

* আমি করতে সক্ষম হয়েছি – I have been able to do

* আমি একা যেতে পারবো না – I won’t be able to go alone

* আমি একা যেতে পারবো – I will be able to go alone

* আমি একা আসতে পারবো না – I won’t be able to come alone

* আমি আসতে পারবো – I will be able to come

10

Should have = থাকা উচিত

★RULE:10
SHOULD HAVE=থাকা উচিত

1. You should have a laptop. তোমার একটি লেপটপ থাকা উচিত।

2. He should have skill in English. ইংরেজিতে তোমার দক্ষতা থাকা উচিত।

3. He should have knowledge about science. তার বিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকা উচিত।

4. They should have good manner. তাদের ভদ্রতা থাকা উচিত।

5. They should have a restaurant. তাদের একটি রেস্টুরেন্ট থাকা উচিত।

6. You should have a car. তোমার একটি কার থাকা উচিত।

7. We should have an English training center. আমাদের একটি ইংরেজি প্রশিক্ষণ কেন্দ্র থাকা উচিত।

8. We should have an air condition . তোমার একটি এয়ারকন্ডিশন থাকা উচিত।

9. Government should have a strong law against corruption. দুর্নীতির বিরুদ্ধে সরকারের একটি শক্ত আইন থাকা
উচিত।

10. They should have many subscribers. তাদের অনেক সাবস্ক্রাইবার থাকা উচিত।

Practice More:
আপনার লজ্জা থাকা উচিত

You should have shame

তোমার একটি  দামী গাড়ি থাকা উচিত
You should have a costly car

তোমার মা বাবার প্রতি শ্রদ্ধা থাকা উচিত
You should have respect for parents

শিক্ষদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত
We should have respect for teacher.

পড়াশোনায় তোমার পূর্ণ মনোযোগ থাকা উচিত
You should have full attention for study

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now