স্পিকিং ইংলিশ (Speaking English) ১-৫

01

I am trying to ...

I am trying to + verb. (কোন কিছু করার চেষ্টা করতেছি) যেমন,

১. I am trying to find out a good job. আমি ভাল একটি চাকরি খোঁজার চেষ্টা করছি।

2. I am trying to fix your problem. আমি তোমার সমস্যা সমাধানের চেষ্টা করছি।

৩.  I am trying to complete my study. আমি আমার পড়াশোনা শেষ করার চেষ্টা করছি।

৪.  I am trying to clean my house. আমি আমি  ঘর পরিষ্কার করার চেষ্টা করছি।

 ৫. I am trying to make bread. আমি রুটি বানানোর চেষ্টা করছি।

৬. He is trying to cook biriyani. সে বিরাণী রান্না কররা চেষ্টা করছে।

৭.  Government is trying to stop corruption. সরকার দুর্নীতি বন্ধ করার চেষ্টা করছে।

৮. They are trying to sell product. তারা পণ্য বিক্রয়ের চেষ্টা করছে।

৯. Many people are trying to climb up Everest mountain. অনেক মানুষ এভারেস্ট মাউন্টেইনে আরোহণ করার চেষ্টা করছে।

১০. Father is trying to make his children educated. বাবা তার সন্তানদের শিক্ষিত বানানোর চেষ্টা করছে।

 ১১. Mother is trying to teach English language to her son. মা তার ছেলেকে ইংরেজি শেখানো চেষ্টা করছে।

More Practice:
1. I am trying to help my classmates.( আমি আমার সহপাঠীদের সাহায্য করার চেষ্টা করতেছি)

2. I am trying to learn Spanish.(আমি স্প্যানিশ ভাষা শেখার চেষ্টা করতেছি)

3. I am trying to learn new skills everyday.( আমি প্রতিদিন নতুন নতুন স্কিল/দক্ষতা শেখার চেষ্টা করতেছি)

4. I am trying to paint my drawing room.(আমি আমার ড্রয়িং রুম রং করার চেষ্টা করতেছি)

5.I am trying to persuade him.(আমি তাকে রাজি করানোর চেষ্টা করতেছি)

আপনিও ঘরে বসে আমাদের ইংলিশ কোর্সটি করে ফেলুন। আমাদের আছে পরিপূর্ণ রিসোর্স + সাপোর্ট ।

02

Need to ...

কোনো কিছু করা প্রয়োজন বুঝাতে আমরা need to use করি। Sub+Need to+Verb1 + …..

1. I need to cook rice. আমার ভাত রান্না করা প্রয়োজন।

২. Government needs to take action against corruption. দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নেয়া প্রয়োজন।

3. He needs to take treatment. তার চিকিৎসা নেয়া প্রয়োজন।

4. She needs to use Facebook. তার ফেসবুক ব্যবহার করা প্রয়োজন।

5. Bangladesh needs to win the next match. পরের ম্যাচটা বাংলাদেশের জিতা প্রয়োজন।

6. Politicians need to work for the society. সমাজের জন্য নেতাদের কাজ করা প্রয়োজন।

7. They need to visit Rangamati. তাদের রাঙ্গামাটি ভ্রমণ করা প্রয়োজন।

8. Students need to learn their lesson. ছাত্রছাত্রীদের তাদের পড়া শেখা প্রয়োজন।

9. She needs to clean her room. তার ঘরটি তার পরিষ্কার করা প্রয়োজন।

10. I need to meet him. তার সাথে আমার দেখা করা প্রয়োজন।

Practice More:
I need to learn English.
আমার ইংরেজি শিখা প্রয়োজন।
I need to go my home now.
আমার এখন বাড়ি যাওয়া প্রয়োজন।
I need to help the poor people.
আমার গরীবদের সাহায্য করা প্রয়োজন।
I need to take exercise.
আমার ব্যায়াম করা প্রয়োজন।

03

Having a hard time...

Having a hard time+ ing যুক্ত verb +…..   (কোন কিছু করতে সমস্যা হচ্ছে)

1. I am having a hard time using Facebook. ফেসবুক ব্যবহার করতে আমার কষ্ট হচ্ছে।

2. He is having a hard time learning computer. কম্পিউটার শিখতে তার কষ্ট হচ্ছে।

3. I am having a hard time talking with you. তোমার সাথে কথা বলতে আমার কষ্ট হচ্ছে।

4. Government is having a hard time providing the poor with food. গরীবদের খাদ্য যোগান দিতে সরকারের কষ্ট হচ্ছে।

5. Farmers are having a hard time cultivating in the field. মাঠে চাষাবাদ করতে কৃষকদের কষ্ট হচ্ছে।

6. They are having a hard time watching Television. টেলিভিশন দেখেত তাদের কষ্ট হচ্ছে।

7. She is having a hard time cooking fish. মাছ রান্না করতে তার কষ্ট হচ্ছে।

8. He is having a hard time watering in the garden. বাগানে পানি দিতে তার কষ্ট হচ্ছে।

9. He is having a hard time swimming in the pond. পুকুর সাতার কাটতে তার কষ্ট হচ্ছে।

More Practice:
I am having a hard time understanding my new lessons.( নতুন লেসন বুঝতে আমার সমস্যা হচ্ছে )

I am having a hard time adjusting with new place.( আমার নতুন জায়গায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে)

I am having a hard time answering your questions.( তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে)।

Similarly, I am having a hard time speaking English. (একইভাবে, ইংরেজি বলতে আমার সমস্যা হচ্ছে।)

I am having a hard time finding the file (ফাইলটি খুজে পেতে আমার সমস্যা হচ্ছে।)

04

There is something wrong..

There is something wrong with + noun.( কোন কিছুতে সমস্যা হয়েছে)

1. There is something wrong with Television. টেলিভিশনে কোনো সমস্যা হয়েছে।

2. There is something wrong with my dress. আমার কাপড়ে কোনো সমস্যা হয়েছে।

3. There is something wrong with my hair cut. আমার চুল কাটায় সমস্যা হয়েছে।

4. There was something wrong with his plan. তার পরিকল্পনায় কোনো সমস্যা হয়েছিল।

5. There is something wrong with strategy. তার কৌশলে কোনো সমস্যা হয়েছে।

6. There is something wrong with connection. সংযোগে সমস্যা হয়েছে।

7. There is something wrong with their relation. তাদের সম্পর্কে সমস্যা হয়েছে।

8. There is something wrong with examination. পরিক্ষায় সমস্যা হয়েছে।

9. There was something wrong with cooking. রান্নায় সমস্যা হয়েছিল।

10. There is something wrong with software. সফটওয়্যারে সমস্যা হয়েছে।

11. There is something wrong with him তার সাথে সমস্যা হয়েছে।

Practice More:
1. There is something wrong with laptop.(আমার ল্যাপটপ-এ সমস্যা হয়েছে)

2. There is something wrong with my Smart Phone.(আমার স্মার্টফোনে সমস্যা হয়েছে)

3. There is something wrong with my certificate.(আমার সার্টিফিকেট এ সমস্যা হয়েছে)

4.There is something wrong with my Camera.(আমার ক্যামেরাতে সমস্যা হয়েছে)

05

I have decided to ....

I have decided to+ verb…(কোন কিছুর সিদ্ধান্ত নিয়েছি)
1.I have decided to learn Spoken English.( আমি স্পোকেন ইংলিশ শেখার সিদ্ধান্ত নিয়েছি)

2. I have decided to change myself.(আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে)

3.I have decided to work hard.(আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি)

4.I have decided to go to Dhaka.(আমি ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি)

5.They have decided to change their bad habits.(তারা তাদের খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।)

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now