Should এর ব্যবহার

Should এর ব্যবহার

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)
Spoken English Course November

Should এর অর্থ উচিৎ, এবার আসুন Should এর ব্যবহার গুলো জেনে নিইঃ 

EXAMPLES:

  • I should do the work. (আমার কাজটা করা উচিৎ। )
  • You should not smoke here. ( তোমার এখানে ধুমপান করা উচিৎ না।)
  • They should Speak English in the corporate meeting. (কর্পোরেট মিটিং-এ তাদের ইংরেজি কথা বলা উচিৎ।)
gif ads design 70

More Examples:

  • I should drink tea/ I should not drink wine.
  • We should play cricket/ We should not play cards.
  • You should avoid quarrelling/ You should not avoid getting opportunity of work.
  • They should wear formal dress/ They should not wear casual dress.
  • He should utilize his time/ She should not waste time.
  • It should eat food/ It shouldn’t sleep now.

Should এর ব্যবহার ২

কোন একটা কাজ এতক্ষনে হয়ে যাওয়ার কথা বা এমন কোন সম্ভাবনা থাকলে should ব্যবহার হয়। (যৌক্তিক অনুমান/ধারনা)

EXAMPLE:

  • They should be there by now – এতক্ষনে তারা সেখানে পৌছে গেছে বা পৌছে যাওয়ারই তো কথা এমন বঝালে।
  • It should not be more than tk. 500 – এটা তো ৫০০ টাকার বেশী হওয়ার কথা না।
  • They should be finishing their work by now – এতক্ষনে তারা তাদের কাজ শেষ করে ফেলেছে। এটা একটা যৌক্তিক অনুমান।

Should এর ব্যবহার ৩

প্রশ্ন বা অনুমতি চাওয়ার ক্ষেত্রেঃ-
EXAMPLE:

  • Should we leave now?- আমরা কি এখন যাব। (অনুমতি)
  • When should we start our work? – আমরা কখন কাজ শুরু করবো? (প্রশ্ন)

Should এর ব্যবহার ৪

Should অর্থ উচিৎ কিন্তু Should have দিয়ে উচিৎ হয়েছে বা উচিৎ হয়নি বা উচিৎ ছিল এমন বুঝায়।

Example:

  • I should have joined the meeting – মিটিং -এ উপস্থিত হওয়া বা উপস্থিত থাকা আমার উচিৎ ছিল। কিন্তু মিটিং -এ উপস্থিত ছিলাম না।
  • I should have given up Smoking – আমার ধুমপান ছেড়ে দেওয়া উচিৎ ছিল।
  • You should have learned English – তোমার ইংরেজি শেখা উচিৎ ছিল।

Negative:

  • I should not have joined the meeting – মিটিং –এ উপস্থিত হওয়া আমার উচিৎ হয়নি।
  • I shouldn’t have given up trying – আমার প্রচেষ্টা ছেড়ে দেওয়া উচিৎ হয়নি।
  • You shouldn’t have wasted your time – তোমার সময় নষ্ট করা উচিৎ হয়নি।

Should এর ব্যবহার ৫

Passive – এর Should এর ব্যবহার = Sub+ Should be+ Verb (past participle)+Ext

Examples:

  • The poor should be helped – গরীবদের কে সাহায্য করা উচিৎ।
  • Criminal should be punished – দুষ্কৃতিকারীদের শাস্তি হওয়া উচিৎ।
  • They should be brought under law – তাদেরকে আইনের আওতায় আনা উচিৎ।
Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now