প্রবাদ বাক্য পর্ব ০১
1. Tit for tat. ইটটি মারলে পাটকেলটি খেতে হয়।
2. None can control a woman’s tongue. অবলার মুখই বল।
3. Bachelor’s wife and maid’s children are always well taught. মাথা নেই তার মাথা ব্যথা।
4. As the wind blows, you must set your sail/ Make the best of an opportunity/ Make hay while the sun shines. ঝোপ বুঝে কোপ মার/সময় থাকতে কাজ গুছিয়ে নাও।
5. As is the evil, so is the remedy. যেমনি বুনো ওল,তেমনি বাঘা তেঁতুল।
6. An ass that is a common property, is always worst saddled/Everybody’s business is nobody’s business. ভাগের মা গঙ্গায় পায়না।
7. All’s well that ends well. শেষ ভাল যার সব ভাল তার/শেষ রক্ষাই রক্ষা।
8. All that glitters is not gold/ Trust not appearances. চক চক করলেই সোনা হয়না।
9. All seems yellow to the jaundiced eye/To a biased mind everything is in fault. পক্ষপাত দুষ্ট লোকের নিকট সবই দুষ্ট।
10. All his gees are swans/One’s own things are the best. নিজের জিনিষ সকলেই ভাল দেখে।
11. All feet tread not in one shoe/ As many men, so many minds. নানা মুনির নানা মত।
12. All covet, all lost/ Grasp all lose all. অতি লোভে তাঁতী নষ্ট।
13. After sweetmeat comes sauce. যত হাসি তত কান্না।
14. After meat comes mustard/Hunger waits for no delicacy. নুন আনতে পানতা ফুরায়।
15. After death comes the doctor. চোর পালালে বুদ্ধি বাড়ে।
16. After cloud comes fair weather. দুঃখের পর সুখ আসে।
17. Adversity often leads to prosperity. দুর্ভাগ্যই অনেক স্থলে সৌভাগ্যের মূল।
18. A stitch in time saves nine. সময়ের এক ফোড় অসময়ের দশ ফোড়।
19. A friend in need is a friend indeed. অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।
20. A bad workman quarrels with his tools/An inefficient man complains of circumstances. নাচতে না জানলে উঠোনের দোষ।