Modal-Auxiliary

Modal Auxiliary

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)
Spoken English Course November

ইংরেজিতে এমন কিছু Verb রয়েছে যেগুলো সক্ষমতা, সম্ভাবনা, ইচ্ছা, প্রয়োজনীয়তা, অনুমতি গ্রহন বা প্রদান ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই সমস্ত Verb গুলোকে Modal Auxiliary বলে।

Modal Auxiliary Examples:

I can drive car (সক্ষমতা)
It may rain today (সম্ভাবনা)
We need study harder (প্রয়োজনীয়তা)
May I come in? (অনুমতি চাওয়া)

Modal Verbs List:

gif ads design 70

Can
Could
May
Might
Will
Would
Shall

Ought to
Must
Need
Dare
Have to
Will be able to

Modal Auxiliary Verbs Contraction

Cannot=Can’t
Could not=Couldn’t
May not=Mayn’t
Might not=Mightn’t
Will not=Won’t
Would not=Wouldn’t
Shall not=Shan’t

Should not=Shouldn’t
Ought not to=Oughtn’t to
Must not=Mustn’t
Need not=Needn’t
Dare not=Daren’t
Have not to=Haven’t to
Will not be able to=Won’t be able to

Modal Auxiliary Verbs: Usage

Can এর ব্যবহার

CAN=সাধারণত পারা অর্থে ব্যবহার করা হয়। যেমনঃ
I can speak English (আমি ইংরেজি বলতে পারি।)
I cannot speak English (আমি ইংরেজি বলতে পারিনা।)

They can swim in the river (তারা নদীতে সাতার কাটতে পারে।)
They cannot swim in the river (তারা নদীতে সাঁতার কাটতে পারে না।)

CAN=Permission/অনুমতি অর্থে:

Can I use your laptop? (আমি কি আপনার ল্যাপটপ টা ব্যবহার করতে পারি?)
Can I see what you are writing? (আপনি কি লিখছেন আমি কি দেখতে পারি?)

Can be + Verb+ing=কোন কাজ করতে পারতেছি এমন বুঝালে:

I can be walking now (আমি এখন হাটতে পারতেছি।)
They can be speaking English (তারা ইংরেজি বলতে পারতেছে।)

Question: প্রশ্ন তৈরী করুন:
Can + Subject+Verb(present form)+Ext?

Can+ you+ draw+ Bangladesh-Map?
Can you go there alone?
Can they play football well?
Can he write well?

Could এর ব্যবহার

COULD=অতীত সক্ষমতা যেমন: আমি কাজটি করতে পারতাম এমন বুঝায়।

I could speak Spanish. (আমি স্পেনিশ ভাষায় কথা বলতে পারতাম।)
I could not speak Spanish. (আমি স্পেনিশ ভাষায় কথা বলতে পারতাম না।)

I could run 5 kilometres at stretch. (আমি একটা্না ৫ কিলোমিটার দৌড়াতে পারতাম।)
I could not run 5 kilometres at stretch. (আমি একটানা ৫ কিলোমিটার দৌড়াতে পারতাম না।)

COULD HAVE=অতীতে কোন কাজ করা যেত কিন্তু কোন না কোন কারনে কাজটি করা হয়নি এমন বুঝাতে Could have ব্যবহার করা হয়।

Subject + Could have + Verb (pp)+ Ext
I Could have done the work. (আমি কাজটি করতে পারতাম।) কিন্তু কাজটি করা হয়নি। 

They could play well in the final match. (তারা ফাইনাল ম্যাচে ভাল করে খেলতে পারতো।) 

May এর ব্যবহার

MAY= সম্ভাবনা বা Possibility অর্থে, যেমন: আমি করতেও পারি/যেতেও পারি এমন বুঝায়।

I may go there tonight. (আমি আজ রাত সেখানে যেতেও পারি।)
I may not go there tonight. (আমি আজরাত সেখানে নাও যেতে পারি।)

They may play football. (তারা ফুটবল খেলতেও পারে।)
They may not play football. (তারা ফুটবল নাও খেলতে পারে।)

We may go home. (আমরা বাড়ি যেতেও পারি।)
We may not go home. (আমরা বাড়ি নাও যেতে পারি।)

It may rain today (আজ বৃষ্টি হতেও পারে।)
It may not rain today. (আজ বৃষ্টি নাও হতে পারে।)

Permission বা অনুমতি চাওয়ার ক্ষেত্রে:
May I come in, sir?
May I use your pen?
May I start my lesson now?
May I leave the class now?

Mighn এর ব্যবহার

Might= খুব কম সম্ভাবনা বা Less Possibility অর্থে, যেমন: আমি হয়তো কাজটি করবো/ হয়তো যাবো এমন বুঝায়।

I might join the party. (আমি হয়তো পার্টিতে জয়েন দিব।)
I might not join the party. (আমি হয়তো পার্টিতে জয়েন দিব না।)

I might visit him. (আমি হয়তো তার সাথে দেখা করবো।)
I might not visit him. (আমি হয়তো তার সাথে দেখা করবো না।)

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now