- Should Have এর ব্যবহার - May 22, 2022
- May Have এর ব্যবহার - May 5, 2022
- Will এর ব্যবহার - March 29, 2022
Table of Contents
ইংরেজি শেখার সহজ ৬ উপায়
ইংরেজি শেখার সহজ উপায় | Episode: 01
আশা করি সবাই ভাল আছেন। ইংরেজি শেখার সহজ ৬টি উপায় নিয়ে আলোচনা করবো, সাথে পাচ্ছেন আমার প্রতিষ্ঠানের কিছু ফ্রি রিসোর্স। হতে পারে ইংরেজি শেখাটা আপনার খুব শখ। কেউ বা আবার বাধ্য হয়েই ইংরেজি শিখে। যে যেই কারনেই ইংরেজি শিখুক না কেন, শুনুন, আসলে সহজেই কিছুই শেখা যায় না। ফেইসবুক, ইউটুউবে প্রতিদিন-ই খুব সহজেই পাঁচ মিনিটেই শিখুন টাইপ কিছু ভিডিও বার্তা দেখা যায়। কই কারো তো আর শেখা হয়ে উঠেনা, দিন শেষে যে যা তাই থেকে যাচ্ছে। আজকে আমি কোন লেসন না শিখিয়ে ইংরেজি শেখার উৎস বা উপায় গুলো দেখিয়ে দিচ্ছি, সাথে থাকুন।
এই পোষ্টে যা থাকছেঃ
- আমার অভিজ্ঞতার আলোকে ইংরেজি শেখার বাস্তবভিত্তিক উপায়
- ইংরজি শেখার ই-বুক রিসোর্স
- অনলাইন ফ্রি লাইব্রেরী
- অনলাইন কোর্স লিংক
ইংরেজি শেখার সহজ উপায়ঃ এক
এই পয়েন্টে আলোচনা করবো ইংরেজি শিখতে আপনাকে At least কি কি জিনিষ/মসলা আগে থেকেই রেডি রাখতে হবে এবং এখানে রেফার করা প্রতিটা টপিক/রিসোর্স লিংক এই পোষ্টের কোথাও না কোথাও পেয়ে যাবেন।
- কমপক্ষে ৫০০-৭০০ Spoken Verb
- অতি প্রয়োজনীয় Adjective
- অতি প্রয়োজনীয় Adverb
- দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রয়োজনীয় Word গুলো
রিসোর্স:
- Necessary Spoken English Verb
- দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রয়োজনীয় Word গুলো
- ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ ভান্ডার
প্রশ্ন হলো কেন এগুলো আগে থেকে দরকার? উত্তর খুবই সোজা, যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধের সরঞ্জাম আগে থেকেই Sharp করে যথা স্থানে রেখে দিতে হবে যখন যেটা প্রয়োজন জাস্ট নিমিষেই বের করে কাজে লাগাতে হবে।
বিষয়টা আরো ক্লিয়ার করি, আপনি যখন কোন স্পোকেন ইংলিশ কোর্স করবেন বা কোন কনভারসেশন প্র্যাকটিস করবেন তখন কি নতুন নতুন শব্দ শিখবেন নাকি আগে শিখে রেখে সেগুলোকে কাজে লাগাবেন। নিশ্চয় দ্বিতীয় অপশন টা করতে হবে। নতুন শব্দ আর শিখবেন না তা নয়, শেখা থাকলে এক ধাপ এগিয়ে গেলেন।
“দেখুন আপনাকে আটা, ময়দা, সুজি, চিনি ইত্যাদি দিলেও আপনি তো ভাল একটা রেসিপি বানিয়ে দিতে পারবেন না অথচ এগুলো কোন এক রেষ্টুরেন্টের সেফ কে দিয়ে দেখুন, আপনাকে কি বানিয়ে দেয়। ঠিক Vocabulary, Grammar, Noun, Pronoun, Parts of Speech এই মশলা গুলো আপনার কাছে থাকলেই যে আপনি এগুলো দিয়ে ইংরেজি বলতে পারবেন এমন টা নাও হতে পারে।”
ইংরেজি শেখার সহজ উপায়ঃ দুই
এখন যে কথাটি বলবো সেটি শুনে অনেকের আবার খটকা লাগতে পারে। স্যার তো দেখছি ভুলিয়ে ভালিয়ে কোর্সের কথায় বলছে। হ্যাঁ, আসলে আপনাকে একটা স্পোকেন ইংলিশ কোর্স করতেই হবে। দেখুন, আপনি ম্যাথ ও একাডেমিক ইংলিশ সারা বছর ধরেই প্রাইভেট-ব্যাচে পড়েছেন, আপনি ভাল রেজাল্টও করেছেন। কিন্তু ইংরেজিতে কথা বলা আর একাডেমিক ইংরেজিতে ভাল হওয়া এক নয়। একাডেমিক ইংরেজিতে আপনি ভাল হতেই পারেন কিন্তু ইংরেজিতে কথা বলা ভিন্ন ব্যাপার, তবে সব জায়গায় ব্যতিক্রম আছে। একাডেমিক ইংরেজিতে ভাল হলে অবশ্যই লাভ আছে আর সেট হলো, স্পোকেন লেসন গুলো আপনি খুব তাড়াতাড়ি আয়ত্ত্বে আনতে পারবেন।
আমাকে অনেকেই বলে স্যার, আমি তো ইংরেজির ব্যাসিক গুলো খুব ভালভাবেই জানি কিন্তু আমি ইংরেজি কথা বলতে পারিনা। এটা তো সবারই প্রবলেম। আমি তো বললাম-ই একাডেমিক এই ব্যাসিক দিয়ে ইংরেজি কথা বলা যাবে না। আপনাকে ইংরেজি কথা বলার জন্য এই ব্যাসিক গুলোই ব্যবহার করে আলাদা ভাবে প্রস্তুত হতে হবে ভিন্ন উপায়ে।
শুধু যদি এই ব্যাসিক দিয়ে কথা বলা যেত তাহলে তো দেশের অনার্স মাষ্টার্স করা সবাই ইংরেজি জানে কিন্তু কথা বলতে পারেনা কেন? আমি আপনাকে মোটেও হতাশ করছি না। What you need to do is you need to think outside of the Box.
“এই পয়েন্টে এত কথা বলার অর্থ কি? হ্যাঁ ইংরেজিতে কথা বলার জন্য আপনাকে একজন মেন্টরের অধীনে এসে আপনাকে নতুন ভাবে ব্রেইন ওয়াশ করাতে হবে। অনেকেই আবার নিজ প্রচেষ্টায় ইংরেজিতে কথা বলতে পারছে, সেটাও সম্ভব।”
উপায়ঃ তিন
আপনি যেসব ভুক্যাবুলারি জানেন সেগুলো দিয়ে ছোট ছোট বা সাধ্য অনুযায়ী বড় বাক্য বানিয়ে কাজে লাগান। এগুলো ব্যবহার না করলে Vocabulary গুলো ভুলে যাবেন। এখন যদি প্রশ্ন করেন স্যার, অনেক ভুক্যাবুলারি জানি কিন্তু বাক্য গঠন করতে পারছিনা। এই জন্যই বললাম একজন মেন্টরের অধীনে স্পোকেন ইংলিশ কোর্স করে ফেললে অনেক সুবিধা হয়ে যায়।
উপায়ঃ চার
এই পয়েন্টে কথা বলবো ইংরেজিতে স্মার্টলি কথা বলার অন্যতম পার্ট Idiomatic Expression নিয়ে। আপনি সাধারন ভুক্যাবুলারি দিয়ে কথা বলার পাশাপাশি Idiomatic Phrase দিয়ে কথা বলা শুরু করুন। এই Idiom-Phrase গুলো আপনার কথাকে শুধু Smart-ই করবেনা বরং আপনার আরেকজনের কথা বুঝার ability-ও বাড়বে।
রিসোর্স:
Idioms & Phrases
উপায়ঃ পাঁচ
ইংরেজিতে কথা বলতে গিয়ে সবসময় যে নিজ থেকে বাক্য গঠন করবেন এমন টা নয়। ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য কিছু রেডিমেইড Spoken English Expression/Spoken English Structure রয়েছে এগুলো আপনাকে আয়ত্ব করতে হবে। এই ধরনের কমন ইক্সপ্রেশন গুলো আপনার আয়ত্বে থাকলে কথা বলার জন্য আপনাকে চিন্তা করে আর সময় নষ্ট করতে হবেনা বরং খুব দ্রুত কথা বলতে পারবেন।
রিসোর্স:
- 100 Most Common Spoken English Structure
- ১০০টি গুরুত্বপূর্ণ আমেরিকান ইংলিশ Phrase
- 100 Common English Expressions
উপায়ঃ ছয়
এই পয়েন্টে আলোচনা করবো মোটিভেশন নিয়ে। সবাই তো মোটিভেশন দেয়। এতএব এখন ধরেই নিলাম আপনি ইংরেজি শিখতে এখন অনেক মোটিভেইটিড। আমি কিন্তু ফ্রি তে কোন মোটিভেশন দিচ্ছি না হা হা।
Get down to the business (মূল কথায় ফিরে আসি), যে কথা গুলো বললাম আপনি Implement করুন। Development doesn’t come overnight (রাতারাতি) but definitely will come.
Just remember, যে কাজ যত দ্রুত এবং ভালভাবে করে যাবেন সেই কাজ তত দ্রুত এবং মজবুত ভাবে শেষ হবে।
আজ না হয় কাল যদি আপনাকে ইংরেজি শিখতেই হয় তাহলে সেটা আজ থেকে শুরু করছেন না কেন? Why?
Writer:
Aziz Murad
CEO & English Language Trainer at AzizMurad.com
Ex-English Language Trainer at S@ifur’s
For Online Course info: 01814 320 756