conditional-sentences

Conditional Sentences

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)
Spoken English Course November

সহজ ভাষায় If clause যুক্ত বাক্যকে Conditional Sentence বলে। এই ধরণের বাক্য গুলো দ্বারা শর্ত আরোপ করা হয়। নিচের উদাহরণ গুলো লক্ষ্য করুন।

1. If you come, I will go-যদি তুমি আস তাহলে আমি যাব বা তুমি আসলে আমি যাব।

gif ads design 70

2. If I had time, I would go to your birthday party-যদি আমার সময় থাকতো তাহলে আমি তোমার জন্মদিন অনুষ্ঠানে যেতাম। তার মানে, আমি যাচ্ছি না।

3. If I had known your address, I would have written you a letter-আমি যদি তোমার ঠিকানা জানতাম তাহলে তোমাকে চিঠি লিখতাম। তার মানে, তোমাকে এখনো চিঠি লিখিনি।

Conditional Sentence কত প্রকার ও কি কি

সাধারণত, Conditional Sentence তিন প্রকার।
1. First Conditional Sentence-ভবিষ্যতে সম্ভাব্য
2. Second Conditional Sentence-বর্তমানে অবাস্তব।
3. Third Conditional Sentence-অতীতকালে অবাস্তব কল্পনা প্রকাশ করতে।

আসুন এবার বিস্তারিত জেনে নিই।

First Conditional Sentences:

শর্ত সাপেক্ষে যে কাজ টি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে তা প্রকাশ করতে First Conditional Sentence ব্যবহৃত হয়।

যেমনঃ
১. If you come, I will go-তুমি আসলে আমি যাব। যা ভবিষ্যতে বাস্তব রুপ নেয়ার Possibility আছে।

২. If I have much money, I will buy a car-আমার অনেক টাকা হলে আমি গাড়ি কিনব। যা ভবিষ্যতে বাস্থব রুপ নেয়ার Possibility আছে।

Structure:

If যুক্ত Clause

পরবর্তী Clause


If I have time


I

will
can
may


go to the party

• If যুক্ত Clause এর Verb Present Tense হলে, পরবর্তী Clause-এ Sub+ will/can/may+ Verb1+ Ext.

Example:
If I have time, I will go to the party
Or, If I have time, I can go to the party
Or, If I have time, I may go to the party

More Examples
If you study hard, you will pass the exam.
Or, If you study hard, you can pass the exam.
Or, If you study hard, you may pass the exam.

Second Conditional Sentences

এই if যুক্ত Clause দ্বারা এমন এক অবাস্তব কাজ বুঝায় যা আপনি করছেন না বা করবেন না। একটু Explain করা যাক…….

ধরুন, আগামীকাল আপনার বন্ধুর Birthday Party এবং আপনাকে আপনার বন্ধু Invite করছে ঠিক এই সময়ে আপনি বলছেন, “বন্ধু দেখ, আগামীকাল অফিসে জরুরী মিটিং আছে, আমি পারলে যেতাম বা যদি আমার সময় থাকতো তাহলে অবশ্যই যেতাম।”

এই বাক্যগুলো দ্বারা আপনি কি বুঝলেন? মোট কথা, আপনি পার্টিতে যাচ্ছেন না। দেখুন, ঘটনা টা কিন্তু এখনো অতীত হয়ে যায়নি। কিন্তু বাক্যে “যেতাম” দ্বারা অনেকটা অতীত অতীত ভাব দেখাচ্ছে।

যাই হোক, এই বাক্য আপনি ইংরেজিতে কিভাবে বলবেন?
If I had time, I would go to your party-যদি আমার সময় থাকতো তাহলে আমি তোমার পার্টিতে যেতাম।

Structure:

If যুক্ত Clause

পরবর্তী Clause


If I had time


I

would
could
might


go to the party

• If যুক্ত Clause এর Verb Past Tense হলে, পরবর্তী Clause-এ Sub+ would/could/might+ Verb1+ Ext.

Example:
If I had time, I would go to your party.
Or, If I had time, I could go to your party.
Or, If I had time, I might go to your party.

More Example
If I studied hard, I would get a job
Or, If I studied hard, I could get a job
Or, If I studied hard, I might get a job

If I studied hard, I would get a job-আমি যদি ভালভাবে পড়াশুনা করতাম তাহলে একটা চাকুরী পেতাম। তারমানে, একটা চাকুরী পাচ্ছিনা। বর্তামানে অবাস্থব।

Third Conditional Sentences

এই If যুক্ত Clause দ্বারা অতীতকালের কোন অবাস্তব কাজ বা ঘটনাকে নির্দেশ করে। 

যেমনঃ
If I had heard your sickness, I would have visited you- আমি যদি তোমার অসুস্থতার খবর শুনতাম তাহলে তোমাকে দেখতে যেতাম। তার মানে, অসুস্থতার খবর ও শুনিনি দেখতেও যায়নি।–অতীতকালের অবাস্তব কল্পনাকে বুঝাচ্ছে।

Structure:

If যুক্ত Clause

পরবর্তী Clause


If I had heard your sickness


I

Would have

Could have

Might have  


visited you

• If যুক্ত Clause এর Verb Past Perfect Tense হলে, পরবর্তী Clause-এ Sub+ would have/could have/might have+ Verb3+ Ext.

Example:
If I had heard your sickness, I would have visited you
Or, If I had heard your sickness, I could have visited you
Or, If I had heard your sickness, I might have visited you

More Examples:
If I had known your address, I could have written you a letter.
Or, If they had invited me, I might have gone to the party.
Or, If you had fallen down from the tree, you would have hurt yourself.

Conditional Sentences Examples

Conditional Sentences Rules

1. If যুক্ত Clause এর Verb Present Tense হলে, পরবর্তী Clause-এ Sub+ will/can/may+ Verb1+ Ext.

2. If যুক্ত Clause এর Verb Past Tense হলে, পরবর্তী Clause-এ Sub+ would/could/might+ Verb1+ Ext.

3. If যুক্ত Clause এর Verb Past Perfect Tense হলে, পরবর্তী Clause-এ Sub+ would have/could have/might have+ Verb3+ Ext.

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now