- Should Have এর ব্যবহার - May 22, 2022
- May Have এর ব্যবহার - May 5, 2022
- Will এর ব্যবহার - March 29, 2022
Table of Contents
Causative Verb কাকে বলে?
Causative Verb: ইংরেজিতে অনেক প্রকার Verb এর মধ্যে Causative এক প্রকার Verb. সহজ কথায়, যে Verb গুলো দিয়ে নিজের জন্য কাজ না করে বরং অন্যের জন্য কাজ করানো বুঝায় বা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়া বুঝায় সেগুলোই হলো Causative Verb. লক্ষ্য করুন।
Normal Sense: I eat rice (আমি খায়)
Causative Sense: I feed my baby (আমার শিশুকে খাওয়াই)
Normal Sense: I see (আমি দেখি)।
Causative Sense: I show (আমি দেখাই)
Normal Sense: I learn English (আমি শিখি)।
Causative Sense: I teach English (আমি শেখায়)।
তার মানে, নিজে না খেয়ে অন্যকে খাওয়াচ্ছেন, দেখাচ্ছেন, শেখাচ্ছেন এগুলোই Causative Verbs. এবার নিচের Example গুলো লক্ষ্য করুন।
Normal Sense: I do the work (আমি কাজ করি)
Causative Sense: I make Rahim do the work (আমি রহিমকে দিয়ে কাজ করায়)
Normal Sense: I write a letter (আমি চিঠি লিখি)।
Causative Sense: I get him to write a letter (আমি তাকে দিয়ে চিঠি লিখায়)।
Normal Sense: I cut trees (আমি গাছ কাটি)।
Causative Sense: I get my hair cut (আমি চুল কাটায়)।
দেখুন, উপরের Causative বাক্য গুলোতে কাউকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন এমন বুঝায়।
এবার আসল কথায় আসি, ইংরেজিতে এরকম Feed, teach, show ইত্যাদি Causative Verb খুব কম সংখ্যক আছে বাকি Causative Sense গুলো
Make, Get, Help, Have দিয়ে করতে হয়। এখন কিছু Causative Verb দেখবো।
Causative Verb হিসেবে Make এর ব্যবহার, Get এর ব্যবহার, Let এর ব্যবহার, Have এর ব্যবহার।
★ Make এর ব্যবহার:
Structure: Sub + Make + N/P + Verb (present form) + Ext.
Example:
I + make + him + do + the work. (আমি তাকে দিয়ে কাজ টি করায়)।
I + don’t make + him + do + the work. (আমি তাকে দিয়ে কাজ টি করায় না)।
I + made + him + do + the work.(আমি তাকে দিয়ে কাজ টি করিয়েছিলাম)।
I + didn’t + him + do + the work.(আমি তাকে দিয়ে কাজ টি করায় নি)।
I + will make + him + do + the work.(আমি তাকে দিয়ে কাজ টি করাবো)।
I + won’t make + him + do + the work.(আমি তাকে দিয়ে কাজ টি করাবো না)।
★ Get এর ব্যবহার:
Get এর ২ ধরনের Structure:
Structure 01: Causative Verb “Get” এর ঠিক পরে যদি ব্যক্তি বাচক Object থাকে,
Structure: Sub + Get + N/P (ব্যক্তি) + to+Verb (present form) + Ext.
Example:
I + get + him + to write + the letter. (আমি চিঠি টি তাকে দিয়ে লিখিয়ে নিই)।
I + don’t get + him + to write + the letter. (আমি চিঠি টি তাকে দিয়ে লিখিয়ে নিই না)।
I + got+ him + to write + the letter.(আমি চিঠি টি তাকে দিয়ে লিখিয়ে নিয়েছিলাম)।
I + didn’t + get+ him + to write + the letter.(আমি চিঠি টি তাকে দিয়ে লিখিয়ে নিই নি)।
I + will get + him + to write + the letter.(আমি চিঠি টি তাকে দিয়ে লিখিয়ে নিবো)।
I + won’t get + him + to write + the letter.(আমি চিঠি টি তাকে দিয়ে লিখিয়ে নিবো না)।
Structure 02: Causative Verb “Get” এর ঠিক পরে যদি বস্তু বাচক Object থাকে,
Structure: Sub + Get + N/P (বস্তু) + Verb3 (p.p) + Ext.
Example:
I + get + the letter + written. (আমি চিঠি টি লিখিয়ে নিই)।
I + don’t get + the letter + written. (আমি চিঠি টি লিখিয়ে নিই না)।
I + got + the letter + written (আমি চিঠি টি লিখিয়ে নিয়েছিলাম)।
I + didn’t get + the letter + written. (আমি চিঠি টি লিখিয়ে নিই নি)।
I + will get + the letter + written. (আমি চিঠি টি লিখিয়ে নিবো)।
I + won’t get + the letter + written. (আমি চিঠি টি লিখিয়ে নিবো না)।
★ Let এর ব্যবহার:
Structure: Sub + Let + N/P + Verb (present form) + Ext.
Example:
I + let + him + play + football. (আমি তাকে ফুটবল খেলতে দিই)।
I + don’t let + him + play + football. (আমি তাকে ফুটবল খেলতে দিই না)।
I + let + him + play + football. (আমি তাকে ফুটবল খেলতে দিয়েছিলাম)।
I + didn’t let + him + play + football. (আমি তাকে ফুটবল খেলতে দিই নি)।
I + will let + him + play + football. (আমি তাকে ফুটবল খেলতে দিবো)।
I + won’t let + him + play + football. (আমি তাকে ফুটবল খেলতে দিবো না)।
★ Have এর ব্যবহার:
Get এর ২ ধরনের Structure:
Structure 01: Causative Verb “Have” এর ঠিক পরে যদি ব্যক্তি বাচক Object থাকে,
Structure:
Sub + have + N/P (ব্যক্তি) + Verb (present form) + Ext.
Example:
I + have + him + send + the E-mail. (আমি তাকে দিয়ে ই-মেইল পাঠায়)।
I + don’t have + him + send + the E-mail. (আমি তাকে দিয়ে ই-মেইল পাঠায় না)।
I + had + him + send + the E-mail. (আমি তাকে দিয়ে ই-মেইল পাঠিয়েছিলাম)।
I + didn’t have + him + send + the E-mail. (আমি তাকে দিয়ে ই-মেইল পাঠায় নি)।
I + will have + him + send + the E-mail. (আমি তাকে দিয়ে ই-মেইল পাঠাবো)।
I + won’t have + him + send + the E-mail. (আমি তাকে দিয়ে ই-মেইল পাঠাবো না)।
Structure 02: Causative Verb “Have” এর ঠিক পরে যদি বস্তু বাচক Object থাকে,
Structure : Sub + have + N/P (বস্তু) + Verb3 (pp) + Ext.
Example:
I + have + my car + washed. (আমি আমার গাড়িটি ধৌত করিয়ে নিই)।
I + don’t have + my car + washed. (আমি আমার গাড়িটি ধৌত করিয়ে নিয়েছি/নিয়েছিলাম)।
I + had + my car + washed. (আমি আমার গাড়িটি ধৌত করিয়ে নিয়েছি/নিয়েছিলাম)।
I + didn’t have + my car + washed. (আমি আমার গাড়িটি ধৌত করিয়ে নিই নি)।
I + will have + my car + washed. (আমি আমার গাড়িটি ধৌত করিয়ে নিবো)।
I + won’t have + my car + washed. (আমি আমার গাড়িটি ধৌত করিয়ে নিবো না)।
★ Help এর ব্যবহার:
Help এর ২ ধরনের Structure:
Structure 01: Causative Verb “Help” এর ঠিক পরে যদি ব্যক্তি বাচক Object থাকে,
Structure: 01
Sub + help+ N/P (ব্যক্তি) + Verb (present form) + Ext.
Example:
I + help + him + understand+ the lesson. (আমি তাকে লেসনটি বুঝতে সাহায্য করি)।
I + helped + him + understand+ the lesson. (আমি তাকে লেসনটি বুঝতে সাহায্য করেছিলাম)।
Structure: 0২
Sub + help+ N/P (ব্যক্তি) + to+Verb (present form) + Ext.
Example:
I + help + him + to understand+ the lesson. (আমি তাকে লেসনটি বুঝতে সাহায্য করি)।
I + helped + him + to understand+ the lesson. (আমি তাকে লেসনটি বুঝতে সাহায্য করেছিলাম)।