প্রবাদ বাক্য পর্ব ২
21. Diligence is the mother of good luck/ Industry is the mother of success. পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
22. Devil would not listen to the scripture/you can’t reform a rogue. চোরে না শুনে ধর্মের কাহিনী।
23. David and Jonathan/Pair of devoted friends. অন্তরঙ্গ বন্ধুদ্বয়।
24. Cut your coat according to your cloth/Spend within your means. আয় বুঝে ব্যয় কর।
25. Cut off one’s nose to spite one’s face/Act out of malice to one’s injury. নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা।
26. Child is father to the man. উঠন্তি মুলো পত্তনেই চেনা যায়।
27. Charity begins at home. আগে ঘর, তবে তো পর।
28. Cast pearls before swine. উলু বনে মুক্তা ছড়ানো/বানরের গলায় মুক্তার মালা দেওয়া।
29. Carry coal to Newcastle/Help one who needs no help. তেলে মাথায় তেল দেওয়া।
30. Call a spade a spade/Speak plain and spare none. স্পষ্টা স্পষ্টি কথা বলা।
31. Build castle in the air. আকাশ কুসুম রচনা করা
32. Birds of a same feather flock together/Like draws like. চোরে চোরে মাসতুত ভাই।
33. Better an empty house than an ill tenant. দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল।
34. Better alone than in bad company. কুসঙ্গে থাকার চেয়ে একা থাকা ভাল।
35. Beggars must not be choosers. ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া।
36. Beggar may sing before a pick-pocket/A beggar has nothing to loss. ন্যাংটার নেই বাটপাড়ের ভয়।
37. Before you marry, be sure of a house wherein to tarry/Think twice before you take a risk. বিয়ে করতে কড়ি আর ঘর বাঁধতে ছড়ি।
38. Barking dogs seldom bite. যত গর্জে তত বর্ষে না/পচা আদার ঝাল বেশি।
39. A cat has nine lives. কই মাছের প্রাণ বড় শক্ত।
40. A burnt child always fears fire/Experience teaches us caution. ন্যাড়া একবারই বেলতলায় যায়/ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়।