নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)

নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে

সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ইংরেজি শেখার এই এপিসোডে আমরা “নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে”  লেখা ও বলা শিখব।

Spoken English Course November

শুরুতে আমার নিজের সম্পর্কে ১০ লাইন ইংরজি বাক্য দেয়া হল।

তারপর আরো ১০ টি বাক্য পাবেন যা সবার জন্য কমন হিসেবে ব্যবহার করা যাবে। এই এপিসোডটি সম্পূর্ণ পড়লে আপনিও নিজের সম্পর্কে ১০ টি ইংরেজি বাক্য লেখার বা বলার ধারণা পাবেন।

gif ads design 70

তাহলে, দেরি না করে শুরু করা যাক- Without further ado, let’s get going………

HELLO,
1. I’m Aziz Murad (আমার নাম আজিজ মুরাদ। )

2. I am an English trainer, Materials writer & Blogger (আমি একজন ইংলিশ ট্রেইনার, কোর্স মেটারিয়াল লেখক ও ব্লগার। )

3. It was 2012 when I started teaching English (offline). (আমি ২০১২ সালে ইংলিশ টিচিং শুরু করি। )

4. I’m one of the very first of a few who started teaching online (যে অল্প সংখ্যক টিচার অনলাইনে টিচিং শুরু করেছিল আমি তাদের মধ্যে একজন। )

5. Six months before the Corona Pandemic hit our country, I shifted teaching Online from offline. (আমাদের দেশে করোনার আসার ৬ মাস আগে থেকেই আমি অফলাইন ক্লাস থেকে অনলাইনে পরিবর্তন করি। )

6. When I launched my first Online English Course inspired by “Cambly” (an e-learning platform), many did not believe to be joining my course as they were unware of online platform of teaching & learning. (“ক্যামবলি” প্লাটফর্ম থেকে অনুপ্রানিত হয়ে আমি যখন অনলাইনে কোর্স চালু করি, তখন শিক্ষার ক্ষেত্রে অনলাইন প্লাটফর্ম সবার কাছে পরিচিত না হওয়ায় অনলাইনে ভর্তি হয়ে ক্লাস করবে এটা অনেকেই বিশ্বাস করতে পারে নি। )

7. It was not until the pandemic when most of the learners started choosing online platform to continue their education whatever it is. (কেবল মহামারি আসার পর-ই অধিকাংশ শিক্ষার্থী তাদের যে কোন ধরণের পড়াশুনা চালিয়ে নিতে অনলাইন প্লাটফর্ম বেছে নিতে শুরু করে। )

8. By this time, it has been proven that I was right in my thought which I assumed, 3 years back, to be happened in future. (শিক্ষা ক্ষেত্রে কি ধরণের পরিতবর্তন হতে যাচ্ছে, তিন বছর আগে যা ভেবেছিলাম তা ইতোমধ্যে প্রমাণ হয়ে গেছে । )

9. I actually wanted to introduce the e-Learning platform to our learners in order to learn more & achieve more. ( আমাদের শিক্ষার্থীরা যাতে আরো বেশী বেশী শিখতে ও অর্জন করতে পারে এই উদ্দেশ্যে আমি তাদের কাছে অনলাইন প্লাটফর্ম টি পরিচয় করিয়ে দিতে চেয়েছি। )

10. When you guys reading this article, more than 400k of my followers have become my regular reader of my English learning Blog, and the figure is going up…..

Thank you for spending time with me.

নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে

HELLO,

1. My name is Abir Hasan.

2. I’m 25 years old.

3. I’m an electrical Engineer.

4. I’m working at ABC Company

5. My home district is Dhaka.

6. I’ ve come from a joined family.

7. I have three brothers & two sisters.

8. My father is a businessman while my mother is a home maker.

9. I enjoy spending time with my family.

10. My aim is to become a social worker.

Thanks for hearing me.

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now