31. If I were you, I would + (verb)-

If I were you, I would + (verb)- কল্পনা অর্থে, আমি যদি তোমার যায়গায় থাকতাম।

✪ If I were you, I would enjoy my vacation.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তবে আমার ছুটি উপভোগ করতাম।

✪ If I were you, I would continue working until it is done.
আমি তোমার স্থানে থাকলে কাজটি শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতাম।

✪ If I were you, I would answer the question.”
আমি তোমার স্থানে হলে প্রশ্নটির উত্তর দিতাম।

✪ If I were you, I would help the poor.
আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে গরিবদেরকে সাহায্য করতাম।

✪ If I were you, I would travel to Switzerland.
আমি তোমার স্থলে হলে, সুইজারল্যান্ড ভ্রমন করতাম ।

✪ If I were you, I would make my parents happy.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে আমার পিতামাতাকে খুশি রাখতাম।

✪ If I were you, I would try to solve the problem.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে সমস্যাটির সমাধানের চেষ্টা করতাম।

✪ If I were you, I wouldn’t go there.
আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে আমি সেখানে যেতাম না।

✪ If I were you, I would fight for my country.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে আমি আমার দেশের জন্য যুদ্ধ করতাম।

Practice More:
1) If I were you, I would go to College that day.(আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে সেদিন কলেজে যেতাম।)

2) If I were you, I would join the party.(আমি তোমার স্থানে থাকলে,তাহলে পার্টিতে যোগ দিতাম।)

3) If I were you, I would visit the place.(আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে জায়গাটি দর্শন করতাম।)

4) If I were you, I would help the poor. (আমি যদি তোমার স্থানে থাকতাম তবে গরীবদের সাহায্য করতাম।)

5) If I were you, I would call the police.(আমি যদি তোমার স্থানে থাকতাম তাহলে পুলিশ কে কল করতাম।)

6) If I were you, I would sleep all the day.(আমি তোমার স্থানে থাকলে সারাদিন ঘুমাতাম।)

7) If I were you, I would eat the chocolates. (আমি যদি তোমার স্থানে থাকতাম তাহলে চকলেট গুলো খেতাম।)

8) If I were you, I would punish him.(আমি যদি তোমার স্থানে থাকতাম তাহলে তাকে শাস্তি দিতাম।

9) If I were you, I would operate the computer.(আমি তোমার স্থানে থাকলে কম্পিউটারটি চালাতাম।)

10) If I were a rich like you, I would buy that car.(আমি যদি তোমার মতো ধনী হতাম তাহলে গাড়িটি ক্রয় করতাম।)

32. There's no need to..... কোন দরকার নেই।

There’s no need to….. কোন দরকার নেই।

1) There is no need to do the work. (কাজটি করার কোন দরকার নেই।)

2) There is no need to run. (দৌড়ানোর কোন দরকার নেই।)

3) There is no need to buy a new book. (নতুন একটি বই কিনার কোনো দরকার নেই।)

4) There is no need to go to hospital. (হাসপাতালে যাওয়ার কোন দরকার নেই।)

5) There is no need to repeat it. (এটি পুনঃরায় করার কোন দরকার নেই।)

6) There is no need to cook food. (রান্না করার কোন দরকার নেই।) 

7) There is no need to play the music. (গান বাজানোর কোন দরকার নেই।)

8) There is no need to take medicine. (ওষুধ নেওয়ার কোন দরকার নেই।) 

9) There is no need to paint the room. (কক্ষটি রঙ করার কোন দরকার নেই।) 

10) There is no need to invite them. (তাদের আমন্ত্রণ করার কোন দরকার নেই।)

Practice More:
চিন্তিত হওয়ার কোন দরকার নেই।

There’s no need to be worried.

হতাস হওয়ার কোন দরকার নেই।
There’s no need to be upset .

ফিরে যাওয়ার কোন দরকার নেই।
There’s no need to go back .

তাকে ডাকার কোন দরকার নেই।
There’s no need to call him .

মিথ্যা বলার কোন দরকার নেই।
There’s no need to tell lies .

33. I feel like + verb+ing (আমার ইচ্ছে হচ্ছে)

I feel like + verb + ing (আমার …….. ইচ্ছে করছে)

1) I feel like sleeping the whole day.(আমার সারাদিন ঘুমাতে ইচ্ছে করছে।)

2) He feels like reading story books.(তার গল্পের বই পড়তে ইচ্ছে করছে।)

3) I feel like walking in an open field.(আমার খোলা মাঠে হাঁটতে ইচ্ছা করছে।)

4) I feel like chatting with my friends. (আমার বন্ধুদের সাথে খোশগল্প করতে ইচ্ছে করছে।)

5) I feel like taking exercise. (আমার ব্যায়াম করতে ইচ্ছে করছে।)

6) I feel like travelling to Cox’s Bazar. (আমার কক্সবাজার যেতে ইচ্ছে করছে।)

7) I feel like joining into politics. (আমার রাজনীতিতে যোগদান করতে ইচ্ছে করছে।)

8) I don’t feel like eating chocolates. (আমার চকলেট খেতে ইচ্ছে করছেনা।)

9) I feel like talking to you.(আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে।)

10) I don’t feel like seeing your face.(আমার তোমার চেহারা দেখতে ইচ্ছে করছেনা।)

Practice More:
I feel like eating ( আমার খেতে ইচ্ছে করছে)
I don’t feel like eating (আমার খেতে ইচ্ছা করছে না।)

I felt like eating. (আমার খেতে ইচ্ছা করছিল।)
I didn’t feel like eating (আমার খেতে ইচ্ছা করছিল না।)

I feel like sleeping( আমার ঘুমাতে ইচ্ছে করছে)
I feel like reading ( আমার পড়তে ইচ্ছে করছে)
I feel like gossiping ( আমার আড্ডা দিতে ইচ্ছে করছে)
I feel like travelling ( আমার ঘুরতে ইচ্ছে করছে)
I feel like playing ( আমার খেলতে ইচ্ছে করছে)
I feel like dancing( আমার নাচতে ইচ্ছে করছে)
l feel like writing ( আমার লিখতে ইচ্ছে করছে)

34. It is time to + verb(এখন সময়)

It is time to + verb(এখন সময়)

1) It is time to go out.(এখন বাইরে যাওয়ার সময়।)

2) It is time to sleep.(এখন ঘুমানোর সময়।)

3) It is time to take dinner.(এখন রাতের খাবার খাওয়ার সময়।)

4) It is time to join the class.(এখন ক্লাসে যোগ দেওয়ার সময়।)

5) It is time to learn spoken English. (এখন ইংরেজি কথা শেখার সময়।)

6) It is time travel the world. (এখন পৃথিবী ভ্রমন করার সময়।)

7) It is time to go on a picnic.(এখন বনভোজনে যাওয়ার সময়।) 

8) It is time to chat with my friends. (এখন বন্ধুদের সাথে খোশগল্প করার সময়।)

9) It is time to call him.(এখন তাকে ডাকার সময়।)

10) It is time to say prayers.(এখন প্রার্থনা করার সময়।)

Practice More:
এখন শিখার সময়
It’s time to learn

এখন যাওয়ার সময়
It’s time to go

এখন বাড়িতে থাকার সময়
It’s time to stay at home

35. I would like এর ব্যবহার (ইচ্ছে অর্থে)

I would like এর ব্যবহার (ইচ্ছে অর্থে)

1) I would like to invite him. (আমি তাকে আমন্ত্রণ করতে চাই।)

2) I would like to join them. (আমি তাদের সাথে যোগ দিতে চাই।)

3) I would like to call him. (আমি তাকে ডাকতে চাই।)

4) I would like to receive them. (আমি তাদের গ্রহণ করতে চাই।)

5) I would like to send the letter. (আমি একটি চিঠি পাঠাতে চাই।)

6) I would like to walk in open field. (আমি খোলা মাঠে হাঁটতে চাই।)

7) I would like to cook biryani. (আমি বিরিয়ানি রান্না করতে চাই।)

8) I would like to paint the doors. (আমি দরজা গুলো রং করতে চাই।)

9) I would like to write a letter. (আমি একটি চিঠি লিখতে চাই।)

10) I would like to plough the land. (আমি জমিটি চাষ দিতে চাই।)

Practice More:
✪ আমি যেতে চাই – I would like to go.

✪ আমি তার সাথে দেখা করতে চাই – I would like to meet him.

✪ আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই – I would like to thank you.

✪ আমি কেনাকাটা করতে চাই I would like to shop

✪ আমি নিজেকে ব্যাখা করতে চাই – I would like to explain myself.

✪ আমি একজন শিক্ষক হতে চাই – I would like to become a teacher.

✪ আমি আপনাকে প্রায়ই দেখতে চাই – I would like to see you more often.

✪ আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই – I would like to meet the manager.

✪ আমি অনুশীলন করতে চাই – I would like to practice.

✪ আমি একটি রান্নার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই – I would like to compete in a cooking contest.

✪ আমি একজন ডাক্তার হতে চাই I would like to become a Doctor.

✪ আমি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টিজগত সম্পর্কে আরো জানতে চাইI would like to know more about the creation of Almighty Allah.

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now