- Should Have এর ব্যবহার - May 22, 2022
- May Have এর ব্যবহার - May 5, 2022
- Will এর ব্যবহার - March 29, 2022
Will এর ব্যবহার
Will এর ব্যবহারঃ Will একটি Modal auxiliary verb. Will এবং Shall প্রায় একই অর্থে ব্যবহার করা হয় । বর্তমানে Shall এর চাইতে Will বেশি ব্যবহার করা হয়। Will ব্যবহারের কিছু নিয়ম নিচে দেওয়া হলো:
1. For indicating future action অর্থাৎ ভবিষ্যতের কোনো ঘটনা বুঝাতে সকল Person এর সাথে Will ব্যবহার করা হয়।
Example:
(i) Perhaps the human species will become extinct eventually. – হয়তো মানব প্রজাতি একসময় বিলুপ্ত হয়ে যাবে।
(এখনো বিলুপ্ত হয়নি তবে ভবিষ্যতে হতে পারে এমনটি বুঝাতে Will বসেছে।)
(ii) He will come tomorrow.আগামীকাল সে আসবে।
(iii) I will do the work. – আমি কাজটি করব।
(iv) Tell him that when I return I will pay him back – ওকে বলো আমি যখন ফিরে আসবো আমি তার পাওনা শোধ করে দিবো।
2. For predicting about future: অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে প্রায় নিশ্চিত এমন অনুমান করা বুঝাতে Will ব্যবহৃত হয়:
Example:
(i) Don’t phone them now , they’ll be having dinner. – এখন তাদের ফোন করবেন না , তারা হয়তো ডিনার করবে।
(ii) Somebody coming up the stairs.’ ‘That’ll be Emily. – কেউ সিঁড়ি দিয়ে উঠছে, ও হয়তো এমিলি।
3. For polite request : অর্থাৎ বিনীত (Polite) অনুরোধ (Request) বুঝানোর জন্য 2nd Person এর সাথে Will বসে।
Example:
(i) Will you post the letter for me please? – অনুগ্রহ করে আপনি আমার হয়ে চিঠিটা পোস্ট করবেন?
(ii) Will you help me to carry this bag ? – আপনি কি আমাকে এই ব্যাগটি বহন করতে সাহায্য করবেন?
(iii) Will you buy me this shirt please? – অনুগ্রহ করে আপনি কি আমাকে এই শার্টটি কিনে দেবেন?
4. To express order: আদেশ (Order) বুঝানোর জন্য 2nd ও 3rd person এর সাথে Will ব্যবহার করা হয়।
Example:
(i) All staff will submit weekly progress reports.- সমস্ত কর্মীরা সাপ্তাহিক অগ্রগতি প্রতিবেদন জমা দেবেন। (Will ব্যবহৃত হয়েছে কারণ এখানে সমস্ত কর্মীদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে।)
(ii) You will carry out my instruction.- তুমি আমার নির্দেশনা পালন করবে।
(iii) Will you be quiet! – তুমি কি চুপ থাকবে?
5. দৃঢ়প্রতিজ্ঞা ( Determination) বা কোনো কিছু করা নিয়ে সংকল্পবদ্ধ বুঝাতে Will 1st person এর সাথে Will ব্যবহৃত হয়।
Example:
(i) l will do the work at any cost.- আমি যে কোন মূল্যে কাজটি করব।
(যা কিছুই হোক না কেন কাজটি অবশ্যই করা হবে বুঝাতে এখানে l এর সাথে will বসেছে।)
(ii) I will stop smoking! I really will! – আমি ধূমপান বন্ধ করব! আমি সত্যিই করব!
6. অনেক ক্ষেত্রে ইচ্ছা (Willingness) বুঝাতে Will ব্যবহার করা হয়।
Example:
(i) But the will must be stronger than the skill. তবে ইচ্ছাটা দক্ষতার চেয়ে শক্তিশালী হতে হবে।
(ii) Where there’s a will there’s a way. ইচ্ছা থাকলে উপায় একটা আছেই।
7. Threat বা হুমকি দেয়ার ক্ষেত্রে অনেক সময় Will ব্যবহৃত হয়।
Example:
(i) I’ll suspend you if you do that mistake again. – আপনি যদি আবার এই ভুলটি করেন তবে আমি আপনাকে বরখাস্ত করব।
(ii) You didn’t listen to me, you’ll suffer for this! – তুমি আমার কথা শুনো নি, এর জন্য তোমাকে ভুগতে হবে।
8. অনেক সময় অতীতকে নির্দেশ করতে Will have + Verb এর past participle ব্যবহার করা হয়।
Example:
(i) Sir, You will recently have received a form . – জনাব , আপনি সম্প্রতি একটি ফর্ম পেয়ে থাকবেন/ পেয়েছেন।
(ii) We can’t go and see them now – they’ll have gone to bed.- তারা ঘুমিয়ে গিয়েছে তাই আমরা এখন তাদের দেখতে যেতে পারবোনা।
9. ভবিষ্যৎ সম্পর্কে কোন কিছু জানতে বা জানাতে Will ব্যবহার করা হয়।
Example:
(i) It’ll be spring soon. শীঘ্রই বসন্ত আসছে।
(ii) Will all the family be at the wedding? – বিয়েতে কি পরিবারের সবাই থাকবে?
10. Negative sentence এর ক্ষেত্রে Will not ব্যবহৃত হয়।
Example:
(i) We will not let you go. – আমরা তোমাকে যেতে দেব না।
(ii) Perhaps you will not be able to reach there in time. – হয়তো আপনি সেখানে সময়মতো পৌছাতে পারবেন না।
আরো দেখুন
Spoken English | Grammar | Written English | Job English | ঘরে বসে অনলাইন ইংলিশ কোর্স | ফ্রি ইংলিশ ই-লাইব্রেরী |