Pronoun কাকে বলে
Pronoun কাকে বলে কত প্রকার ও কী কী? Pronoun এর ব্যবহার।
His এবং Her হলো Possessive adjective, মানে কোন কিছু কারো অধিকারে বুঝায়।
যেমনঃ
His book, তার বই (Possessive adjective+ noun, এখানে book=একটি noun)
More Example:
√ His pen (তার কলম, অর্থাৎ কলমটি তার অধিকারে বুঝাচ্ছে)
√ His shirt (তার শার্ট)
√ His mobile (তার মোবাইল)
N.B: His মানে তার, Her মানেও তার। তাহলে পার্থক্য কি? His ছেলেদের জন্য আর Her মেয়েদের জন্য ব্যবহার করা হয়।
Examples:
√ His pen (তার কলম, মানে ছেলের কলম বুঝাচ্ছে)
√ Her dress (তার পোশাক, মানে কোন মেয়ের পোশাক বুঝাচ্ছে)
আমাদের (গ্রামার A-z) দেখুন। 100 Spoken English Rules