- Should Have এর ব্যবহার - May 22, 2022
- May Have এর ব্যবহার - May 5, 2022
- Will এর ব্যবহার - March 29, 2022
Table of Contents
স্পোকেন ইংলিশঃ লেসন ১
আপনি কেমন আছেন?
কেউ কেমন আছে এটা কিভাবে জানতে চাইবেন? Native রা কিভাবে বলে? আমি এর কিছু অংশ তুলে ধরেছি। এখন থেকে আমরা, কেউ কেমন আছে জানতে শুধু মাত্র “How are you?” তে যেন পড়ে না থাকি।
1. How are you? ( তুমি কেমন আছো / আপনি কেমন আছেন?)
2. How’s it going?(কেমন যাচ্ছে দিনকাল?)
3. How ya doin’? (কেমন আছো?)
4. How are things?(সব ঠিকঠাক আছে?)
5. How’s life? (জীবন কেমন কাটছে?)
6. How have you been? (কেমন আছো?)
7. How’s your family? (তোমার পরিবার কেমন আছে?)
8. What’s up? (কি ব্যাপার!)
9. What’s new? (নতুন কোন খবর আছে?)
10. What have you been up to lately? (এতদিন কেমন ছিলে?)
স্পোকেন ইংলিশঃ লেসন ২
আপনি কেমন আছেন তা কিভাবে উত্তর দিবেন?
1. I’m fine, thanks. How about you? (আমি ভাল, ধন্যবাদ, তোমার কি খবর?)
2. Pretty good. (বেশ ভাল!)
3. Not bad. (খারাপ না।)
4. Great! (দারুন!)
5. Couldn’t be better! (অনেক ভাল, ইহার চেয়ে আর ভাল থাকা যায় না।)
6. Can’t complain. (ভাল।)
7. I’ve been busy. (আমি ব্যাস্ত সময় পার করছিলাম।)
8. Same as always. (আগের মতোই সবসময়।)
9. Not so great. (খুব বেশি ভাল না/মুটামটি)
10. Could be better. (আরো ভাল থাকা যেতো।)
স্পোকেন ইংলিশঃ লেসন ৩
“What’s up? বা “What’s new?” বললে এর উত্তরে কি বলবেন?
1. Thanks. (ধন্যবাদ)
2. Thanks a lot. (অসংখ্য ধন্যবাদ)
3. Thank you so much. (অনেক ধন্যবাদ)
4. Thanks a million! (অগণিত ধন্যবাদ)
5. Thanks for your help. / Thanks for helping me. (আমাকে সাহায্য করার জন্য জন্য ধন্যবাদ)
স্পোকেন ইংলিশঃ লেসন ৪
ইংরেজিতে হ্যাঁ বা না কিভাবে বলবেন?
এগুলোর অর্থ হয় না, Just মুখে বলে বলে প্র্যাকটিস করবেন, ব্যাস।)
1. Yeah (হ্যাঁ)
2. Yup (হ্যাঁ)
3. Mm-hmm! (হ্যাঁ)
4. Uh-huh! (হ্যাঁ)
5. Sure! (হ্যাঁ)
6. Nope (না)
7. Nah (না)
8. Mm-mm (হ্যাঁ)
9. Uh-uh (হ্যাঁ)
10. No way! (না)
স্পোকেন ইংলিশঃ লেসন ৫
ইংরেজিতে কিভাবে কনভারসেশন শেষ করবেন?
ভদ্রভাবে কনভারসেশন শেষ করার ৫ উপায়।
1. It was nice chatting with you. (তোমার সাথে কথা বলে ভালই লাগল।)
2. Well, it’s getting late. (বেশ! আমার একটু দেরী হয়ে যাচ্ছে যে?)
3. Anyway, I should get going. ( আসলে, Anyway, Well এগুলোর কোন বাংলা অর্থ হয় না। এগুলো হল English language এর Discourse Makers, ইংরেজি কথা কে সুন্দর করার জন্য এগুলো ব্যবহার করা হয়। অন্য একদিন Discourse Makers নিয়ে আলোচনা করবো, Ok?)
4. (formal) Sorry, but I’m afraid I need to… (আমি দুঃখিত যে, আমার যাওয়া দকরকার…….)
5. I’m sorry to cut you off, but I actually gotta run. (cut you off = interrupt you) (আমি আপনাকে ইন্টারাপ করার জন্য দুঃখিত, আসলে আমি দৌড়ের উপর আছি। মানে আপনার সময় কম।)
স্পোকেন ইংলিশঃ লেসন ৬
পরিচিত হওয়ার ১০ উপায়।
1. I just wanted to introduce myself. I’m… [your name] (আমি আপনার সাথে পরিচিত হতে চাচ্ছিলাম, আমার নাম……..)
2. I don’t think we’ve met before. My name’s… [your name] (আমার মনে হয় না যে, আমরা আগে পরিচিত বা দেখা করেছি। আমার নাম ……..)
3. This is… (আমি….. / আমার নাম…….)
4. I’d like you to meet you … (আমি আপনার সাথে পরিচিত হতে চাই।)
5. Have you met…Sumon ? (আপনার কি সুমনের সাথে পরিচয় আছে?)
6. I’d like to introduce you to… Kabir (আমি আপনাকে কবিরের সাথে পরিচয় করিয়ে দিতে চাই)
7. Nice to meet you. (দেখা/পরিচিত হয়ে ভালই হল)
8. It’s a pleasure to meet you. (এটা আনন্দ যে আপনার সাথে পরিচিত হতে পারলাম)
9. Likewise. (আমার ও তাই!)
10. And you. (আপনার?)