প্রবাদ বাক্য পর্ব ৫

81. Too many cooks spoil the broth/Too many helpers make a mess of the thing. বহু সন্ন্যাসীতে গাজন নষ্ট।

82. To the pure all things are pure.আপনি ভাল তো জগত ভালো।

83. There are less to every wine/There is no unmixed good. চাঁদেরও কলঙ্ক আছে।

84. Strike while the iron is hot. সুবিধা হারালে আর পাওয়া যায় না।

85. Self help is the best help. বল বল নিজের বাহুবল।

86. Saucepan should not call the kettle black. ওল বলে,মান কচু!তুমি নাকি লাগো/চালুনি বলে ছুঁচ তোর মাথায় একটা ফুটো।

87. Rome was not built in a day/Worth while achievements take time and perseverance .কোন বৃহৎ কার্য রাতারাতি সম্পন্ন হয়না।

88. Rob Peter to pay paul/To benefit one at the expense of another. গরু মেরে জুতা দান।

89. Riches have wings/Fortune is fickle. লক্ষ্মী চঞ্চলা।

90. Quit not certainty for hope/Don’t exchange substance for shadow. অনিশ্চিতের আশায় নিশ্চিত পরিত্যাগ করিওনা।

91. Pride goeth before destruction/Pride has its fall. অতি বাড় বেড়ো না ঝড়ে পড়ে যাবে/অতি দর্পে হতা লঙ্কা।

92. Practice makes perfect. গাইতে গাইতে গায়েন,আর বাজাতে বাজাতে বায়েন।

93. Penny wise, pound foolish. বজ্র আঁটুনি ফোস্কা গেরো।

94. Patience is bitter, but its fruit is sweet. সবুরে মেওয়া ফলে।

95. Out of sight, out of mind/absence begets forgetfulness. চোখের আড়াল হলে মনের আড়াল হয়।

96. One is not so soon heald at hurt. গড়তে যত সময় লাগে,ভাঙ্গতে তত সময় লাগে না।

97. Oil your own machine/Mind your business/Let well alone/Don’t poke your nose into the affairs of others. নিজের চরকায় তেল দাও।

98. Oh the times! Oh the manners!/The old merry times are no more. সে রাম ও নেই,সে অযোধ্যাও নেই।

99. Nothing succeeds like success/success leads to success. জলেই জল বাঁধে।

100. A pet lamb makes a cross ram/Too much indulgence, spoils a child. কাঁচায় না নোয়ালে বাঁশ,পাকলে করে ঠাস ঠাস।

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now