Parts of Speech কাকে বলে

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)

Parts of Speech কাকে বলে?

Parts of speech: “Part” অর্থ অংশ এবং “Speech”অর্থ কথা বা বাক্য | সুতরাং বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক অংশ বা শব্দ কে Part of Speech বলে | ইংরেজি শেখার প্রয়োজনীয় সকল eBook পড়তে  আমাদের ফ্রি অনলাইন ইংলিশ লাইব্রেরীর লিংক এই আর্টিকেলের শেষে দেয়া হয়েছে।

Spoken English Course November

Example:

Salman is a small boy but he is very intelligent.

gif ads design 70

বাক্যটিতে  Salman, is, a, small, boy, but, he, is, very, intelligent এই দশটি অর্থবোধক অংশ বা শব্দ রয়েছে | সুতরাং এদের প্রত্যেকটি Part of Speech.

Parts of Speech কত প্রকার ও কি কি?

Parts of Speech আট প্রকার। এগুলো step by step আলোচনা করা হলঃ

  1. Noun
  2. Pronoun
  3. Adjective
  4. Verb
  5. Adverb
  6. Preposition
  7. Conjunction &
  8. Interjection

Now I am trying to give a brief idea about the classified Parts of Speech.

ঘরে বসেই কিভাবে আমাদের স্পোকেন ইংলিশ কোর্স করবেন? দেখে নিন।
spoken-English-foundation

1. Noun কাকে বলে?

যে word দ্বারা কোন কিছুর নাম বোঝায় তাকে Noun বলে |

Example :

  • Dhaka is the capital of Bangladesh.
  • The horse is a faithful animal.
  • Honesty is the best policy.
  • Our team has won the game.
  • Gold is a precious metal.

উপরের Sentence গুলোতে Dhaka স্থানের নাম বুঝায় | The horse এক জাতীয় প্রাণীর নাম | Team কতগুলো খেলোয়াড়ের সমষ্টিগত নাম | Honesty একটি গুণের নাম | Gold একটি পদার্থের নাম | যেহেতু উপরের word গুলোর প্রত্যেকটি দ্বারা  নাম বোঝায়, তাই তারা Noun.

Noun এর অবস্থান:

Noun এর অবস্থান ৪টি অর্থাৎ Sentence-এ Noun চার জায়গায় থাকে। যেমনঃ
১। Subject হিসেবেঃ Dhaka is the capital of Bangladesh
২। Verb-এর object হিসেবেঃ I eat a Mango.
৩। Preposition এর object হিসেবেঃ I took Physics instead of Chemistry.
৪। Possesive-এর পরঃ I like your laptop.

বিস্তারিত পড়ুনঃ Noun কাকে বলে? Noun কত প্রকার? ও কি কি?

 

2. Pronoun কাকে বলে?

Noun এর পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে Pronoun বলে | Pro শব্দের অর্থ পরিবর্তনের সমতুল্য | Pronoun শব্দের অর্থ হলো Noun এর পরিবর্তে বা Noun সমতুল্য | For an example I, we, you, they, he, she, it etc.

Example: 

Azad is a good boy. He gets up early in the morning.

Azad”একটি Noun, এই Noun বার বার ব্যবহার করলে ভালো শোনায় না বলে এখানে দ্বিতীয় Sentence-এ “Azad” এর পরিবর্তে He ব্যবহার করা হয়েছে | তাই He একটি Pronoun.
বিস্তারিত পড়ুনঃ
Pronoun কাকে বলে? কত প্রকার ও কি কি?

 

2. Adjective কাকে বলে?

যে word দ্বারা Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে Adjective বলে | good, bad, ill, red, one, two, much, many etc.

Example:

  • He is a rich man.
  • This is a blue pen.
  • He has much money.

উপরের Sentence গুলো তে “rich” শব্দটি He (pronoun)টির অবস্থা প্রকাশ করে| “blue”-pen কলম(noun)টি কেমন তা প্রকাশ | “much” কি পরিমাণ টাকা আছে তা নির্দেশ করে | তাই rich, blue, much Adjective.

বিস্তারিত পড়ুনঃ Adjective কাকে বলে? কত প্রকার ও কি কি?

Read More:
SEE ALL ENGLISH LESSONS (A-Z)

4. Verb কাকে বলে?

যে Word দ্বারা কোন কাজ করা বোঝায় তাকে Verb বলে |

Example: They play football.

উপরের Sentence টিতে Play দ্বারা কাজ করা বোঝায়, তাই শব্দটি Verb.

বিস্তারিত পড়ুনঃ Verb কাকে বলে? কত প্রকার ও কি কি?

5. Adverb কাকে বলে?

যে word কোন verb, adjective বা adverb কে Modify (বিশেষায়িত) করে তাকে Adverb বলে |

Example:
1. He opened the door quietly.
2. The boy is fairly tall.
3. He walks very slowly.

এখানে “quietly”শব্দটি  Opened verb কে, “fairly” শব্দটি tall adjective কে এবং “very” শব্দটি slowly adverb কে modify করছে | তাই quietly, fairly এবং very Adverb. 

বিস্তারিত পড়ুনঃ Adverb কাকে বলে? কত প্রকার ও কি কি?

6. Preposition কাকে বলে?

যে word কোন Noun বা pronoun-এর পূর্বে বসে noun বা pronoun-এর সঙ্গে sentence এর অন্তর্গত অপর কোন word এর সম্পর্ক প্রকাশ করে তাকে Preposition বলে |

Example: The book is on the table

উপরে sentence-এ “on” শব্দটি book ও table এই Noun দুটির সাথে সম্পর্ক স্থাপন করে | তাই on একটি Preposition.

বিস্তারিত পড়ুনঃ Preposition List

7. Conjunction কাকে বলে?

যে word দুই বা ততোধিক word, phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে তাকে Conjunction বলে |

Example:

Jamal and Kamal are two brothers.

এই Sentence-এ “and” শব্দটি Jamal ও Kamal কে যুক্ত করে | Infact, “and” শব্দটি বাদ দিলে Jamal ও Kamal এর মধ্যে কোন সম্পর্ক থাকে না | তাই “and” একটি Conjunction.

Some more conjunctions: but, or, though, because, yet, as etc. 

বিস্তারিত পড়ুনঃ Conjunction কাকে বলে? Conjunction কত প্রকার ও কি কি?

8. Interjection কাকে বলে?

যে word মনের আকস্মিক ভাবাবেগ যেমন হর্স, বিষাদ, দুঃখ, বিস্ময়, ঘৃণা, ভয় ইত্যাদি মনের আবেগ বা ভাব প্রকাশ করে তাকে Interjection বলে |

Example:

  • Alas! I am undone.
  • Hurrah! We have won the game

উপরের Sentence গুলোতে “Alas!” দ্বারা দুঃখ এবং “Hurrah!” দ্বারা আনন্দ বুঝাচ্ছে | so এগুলো Interjection.

Some more Interjections: Ah! Ah! Bravo! Fie!p

বিস্তারিত পড়ুনঃ Interjection কাকে বলে? কত প্রকার ও কি কি?

প্রয়োজনীয় লিংকঃ
আমাদের ফ্রি অনলাইন ইংলিশ লাইব্রেরীর সকল eBook পড়ুন ও ডাউনলোড করুন।

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now