Native-Spoken-English-Phras

১০০টি গুরুত্বপূর্ণ আমেরিকান ইংলিশ Phrase

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)
Spoken English Course November

সব Vocabulary জানা সত্ত্বেও যে কারনে আপনি ফুল ইংলিশ বাক্যের অর্থ করতে পারেন না তার একমাত্র কারন হলো Phrase. তা যদি আবার হয় আমেরিকান ইংলিশ Phrase তাহলে তো বিষয়টা আরো কঠিন হয়ে দাঁড়ায়। মনে চাপ নেয়ার দরকার নাই।

কারন, এই পোষ্টে আমি আপনার জন্য আলোচনা করেছি খুব-ই গুরুত্বপূর্ণ এবং কমন American (Native) ইংলিশ Phrase  গুলো।

gif ads design 70

এই Phrase গুলো আয়ত্বে আনতে পারলে আপনি American কোন লেকচার বা তাদের কথা বা কোন লেখা বুঝতে পারবেন।

এখন আপনার প্রশ্ন হলো, এই পোষ্টের সকল American ইংলিশ Phrase গুলো শিখে ফেললে আমি কি সব আমেরিকান ইংলিশ বুঝতে পারবো? উত্তর হলঃ না। তাহলে ?

তাহলে, আপনাকে ধীরে ধীরে এভাবে অসংখ্য American Phrase শিখতে হবে । এই Phrase গুলো আপনার ব্রেইনে সেট হওয়ার ও একটা ব্যাপার আছে।

Don’t worry! এই ইংলিশ লার্নিং ব্লগের সাথে লেগে থাকুন সময় মত এই Phrase গুলো সহ সকল বিষয়ের আপডেইড পেয়ে যাবেন । প্রয়োজনে ইংলিশ লার্নিং  eBook টি ডাউনলোড করে নিন। পোষ্টটি পড়তে থাকুন লিংক নিচে দেয়া আছে।

এবার শুরু করা যাক আমেরিকান ইংলিশ Phrase গুলো। 

 আমেরিকান ইংলিশ: পর্ব ০১

Let’s get down to business (এবার চলুন আসল কথা/কাজ শুরু করা যাক।)

Get real = be realistic (বাস্তব বাদী হও)

Get over yourself = stop being so conceited (নিজেকে জাহির করা বন্ধ কর।)

Get back to me = respond to me (আমাকে ফোন/যোগাযোগ করিও।)

A little birdie told me (আমাকে কেউ একজন বলেছে আর কি …..)

Let me know = please tell me (দয়া করে আমাকে বলুন/জানান)

I can’t imagine (আমি ভাবতে পারছিনা)

I have a bad/good feeling about this (এই কাজটা আমার ভাল লাগে না, এটার প্রতি আমার কোন আগ্রহ নেই। On the other hand, Good feeling-এই কাজ টা আমার ভাল লাগে, আগ্রহ আছে।)

Don’t be so quick to judgment (না জেনে শুনে, দেখে মাত্র কাউকে  বিচার করবে না। Means, without knowing deeply, কাউকে কোন মন্তব্য করবে না।)

Don’t push me (আমাকে কাজে বাধ্য কর না/জোর করিও না)

আমেরিকান ইংলিশ : পর্ব ০২

They’re not available at the moment. = busy (তারা এই মুহূর্তে নেই/ব্যাস্ত আছেন)

They’re out of the office right now. = not here (তারা এই মুহূর্তে অফিসের বাইরে আছেন।)

Can I take a message? = phone message (কেউ ফোন করে আপনার বস/ভাই কে চাচ্ছেন কিন্তু এই মুহূর্তে উনারা কেউ বাসায়/অফিসে নেই, এই phrase দিয়ে আপনি জানতে চাচ্ছেন যে, “তাদেরকে কি কিছু বলতে হবে?/কোন মেসেজ দিবেন?”)

You look like a deer in headlights. = frozen with fear (তোমাকে অনেক ভীতু/আতংকিত দেখাচ্ছে।)

Stay in touch. = keep talking to me (আমার সাথে যোগাযোগ চালিয়ে যাও, বিশেষ করে কথাবার্তা বলার মধ্য দিয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করা।)

You have your head in the clouds = not being realistic (তুমি কল্পনার মধ্যে আছো।)

I haven’t kept in touch with them. (তাদের সাথে আমার যোগাযোগ নেই।)

I’ve lost my touch. = I’m not as good at this as I was before (আমার এই কাজের দক্ষতা টা হারিয়ে ফেলেছি।)

I’m losing it. = I’m going crazy (আমি ফাগল হয়ে যাচ্ছি।)

I don’t want to hear it. = don’t want to hear excuses (আমি তোমার অযুহাত শুনতে চাই না।)

আমেরিকান ইংলিশ: পর্ব ০৩

Push back the appointment. = postpone  (এপয়েন্টমেন্ট টা স্থগিত করুন/ তারিখ পিছিয়ে নিন।)

Have you heard the good news? (তুমি কি এই ভাল সংবাদ টা  শুনেছো?)

How’s work going? = like how’s it going but for work (কেমন আছো?/দিনকাল কেমন কাটছে?)

Stop being so hard on yourself. = stop judging yourself so harshly (নিজেকে এত তুচ্ছ ভাবা বন্ধ কর।)

Give me a break. = stop being so rigid, make an exception for me, or you can’t be serious  (এই কাজ থেকে আমাকে একটু মুক্তি দাও।)

You’re pushing your luck = taking too many risks (তুমি/আপনি অনেক রিস্ক নিচ্ছেন।)

I have a lot on my plate. = a lot of work (আমার অনেক কাজ পড়ে আছে/ অনেক কাজ করতে হবে।)

I have too much time on my hands. = too much free time (আমার হাতে অনেক সময় আছে।)

Put yourself in my shoes. = imagine it from my point of view (তুমি আমার জায়গায় বসে এই কথা/বিষয়টা ভাব।)

I can’t keep up. = too much work, falling behind (আমি কাজ করে পেরে উঠতে পারছিনা/পিছিয়ে পড়ছি।)

আমেরিকান ইংলিশ: পর্ব ০৪

Right this way. = come with me, guiding (এইভাবে কাজ টি করুন। কাউকে কোন কাজ কিভাবে করবে সেটা বুঝিয়ে দিতে এই Phrase ব্যবহার করুন।)

You get what you pay for = cheap price = bad quality product (সস্তার তিন অবস্থা/ দাম যেমন কাজও তেমন।)

I’d be happy to help. (আপনাকে সাহায্য করতে পারলে খুশি হতাম।)

Wait, don’t tell me. (ওকে, ওকে, বলতে হবেনা আমি বুজেছি তুমি কি বলতে চাচ্ছো।)

I’m sorry for the mix up. (এই বিশৃংখলার জন্য আমি দুঃখিত।)

Keep them on their toes (তাদেরকে কাজের মাধ্যমে ব্যস্ত রাখবে।)

Don’t do anything I wouldn’t do.  (যে কাজটা আমি করতাম না/করবো না সেটা তুমিও করবা না।/ এমন কিছু করিও না যেটা করতাম না।)

I spoke too soon (কারো ব্যাহ্যিক দিক বেবেচনা করে এমন কিছু বলে ফেলা বা মন্তব্য করা, যেটা পরে দেখা গেল কথাটা/মন্তব্য টা ঠিক হয়নি।)

I don’t know off the top of my head = I need to check (আমি বিষয়টা ভাল ভাবে জানি না, এই বিষয়ে আরেকটু জানতে হবে।)

Keep me posted = update me when things change (সব খবরাখবর আমাকে টাইম টু টাইম জানাবে/ আমাকে এই বিষয়ে আপডেইট দিবে/রাখবে।)

আমেরিকান ইংলিশ: পর্ব ০৫

I’d like to pick your brain(আমি তোমাকে আমার কাজের জন্য Hire করতে চাই। তার মানে, তোমার ব্রেইন টা আমার কাজে লাগাতে চাই।)

Who asked you? (তোমাকে কি আমি জিজ্ঞেস করেছিলাম?)

Who do you think you are? (তুমি নিজেকে কি মনে করো?)

Who cares? = no one cares (কে কার ধার ধারে। কেউ কারো কথা শুনছে না।)

Who knows? (কে জানে বাবা! আমি জানি না।)

Good to know (শুনে ভালই হলো।)

It was like pulling teeth (আমার খুব-ই রাগ লাগছে।)

Stay out of trouble = don’t do anything bad (ঝামেলায় জড়াবে না/এমন কিছু করোনা যেটা সমস্যা সৃষ্টি করবে।)

I think I’ll pass = polite way to say no (মনে হয়ে, আমি করবো না।যাবো না ইত্যাদি।)

We’re short on time = limited time to do something (এই কাজ করার জন্য সময় খুবই কম।)

আমেরিকান ইংলিশ: পর্ব ০৬

He wouldn’t hurt a fly = this person is harmless (সে নিষ্পাপ। সে একটা মাছি পর্যন্ত মারে নি।)

It’s up to you = it’s your decision  (এটা তোমার উপর নির্ভর করছে।)

I’m washing my hands of this whole situation. I’m removing myself from being involved  (আমি নিজেকে সম্পূর্ণরুপে এই কাজ থেকে সরিয়ে নিচ্ছি।)

I want nothing to do with it = I don’t want to be involved  (আমি এটাতে নিজেকে জড়াতে চাই না।)

You pulled a fast one on me. = you tricked me (তুমি আমার সাথে চালাকি করেছো।)

Get your head in the game. about the task at hand (from sports but applies to anything)  (কোন কাজে খুব ভাল ভাবে মনোযোগ দেয়া, যেমন টা খেলা দেখার সময় দেয়া হয়।

I have faith in you.  (আপনার/তোমার প্রতি আমার আস্থা আছে।)

Don’t play dumb with me. (আমার সাথে না বুঝার ভান ধরবে না।)

I think there must be some kind of mistake. (আমার মনে হয়, কোথাও কোন ভুল হচ্ছে।)

আমেরিকান ইংলিশ: পর্ব ০৭

I have no idea.  (এই বিষয়ে আমার জানা নেই।)

You’re all over the place.  (তোমার নাম/যশ চারিদিক ছড়িয়ে পড়েছে।)

Please excuse us.  (ক্ষমা করবেন।)

Living beyond your means.  (সাধ্যের বাইরে খরচ করা। You should not live your beyond means তোমার সাধ্যের বাইরে খরচ করা উচিত নয়।)

Please have a seat.  (বসুন)

You win some, you lose some.  (কিছু পেতে হলে কিছু হারাতে হয়।)

I’m feeling under the weather.  (আমার ভাল লাগছে না/আমি অসুস্থ বোধ করছি।)

I’m flattered (আমাকে তোষামোদ করা হচ্ছে কিন্তু/আমার নামে বেশি বলে ফেলছেন।)

You went too far (অনেক বেড়ে গেছ তুমি!)

You’re killing the mood.  (তুমি মজাটায় নষ্ট করে দিলে। কোন একটা ভাল মুহূর্তে যদি কেউ খারাপ কিছু করে বসে/খারাপ সংবাদ দেই তখন এই Phrase টা ব্যবহার করা হয়।)

আমেরিকান ইংলিশ: পর্ব ০৮

We need to talk.  (আমাদের আলোচনায় বসতে হবে।)

You’re playing both sides.  (তুমি উভয়ে পক্ষে কথা বলছো।)

I have some money burning a hole in my pocket.  (আমার কাছে অনেক টাকা আছে, অতএব, আমি যা খুশি তাই করবে পারবো।)

I can’t put a face to the name.  (আমি তার চেহেরা টা মনে করতে পারছি না।)

I can’t get that song out of my head.  (আমি এই গান টা মন থেকে ঝেড়ে ফেলতে পারছি না।)

Get out of your comfort zone.  (আরামে বসে থাকিও না, একটু কষ্ট কর।)

Keep my head above water.  (কোন মতে কষ্ট করে/সংগ্রাম করে বেঁচে আছি।)

Hurry up!  (জলদি কর।)

Hang tight. (অপেক্ষা করুন তাড়াহুড়ার কিছু নেই)

Hands off!  (স্পর্শ করবেন না।Don’t touch)

আমেরিকান ইংলিশ: পর্ব ০৯

It’s out of my hands.  (এটা আমার সাধ্যের বাইরে/আমার নিয়ন্ত্রনের বাইরে।)

What are you gonna do?  (তুমি কি করতে যাচ্ছ?)

What can I do for you?  (আমি তোমার/আপনার জন্য কি করতে পারি শুনি?)

Watch where you’re going (দেখে শুনে পা বাড়াও)

Don’t put me on the spot (লোকজনের সামনে আমাকে ছোট/অপমান/বকাবকি ইত্যাদি এধরণের করিও না।)

Will do. (হ্যাঁ। এটাতে চলবে।)

It’s no big deal.  (এটা কোন বড় ব্যাপার না।)

Go ahead  (এগিয়ে চলো।)

You can’t be serious (তুমি মজা করছ।)

Put (something) on hold (কোন কাজ আটকিয়ে রাখা। আপনি কাজটা করছেন ও না আবার ছেড়েও দিচ্ছেন না।)

আমেরিকান ইংলিশ: পর্ব ১০

Think fast!  (কোন সিদ্ধান্ত নেওয়ার জন্য দ্রুত চিন্তা করা)

Look out! (দেখ দেখ!)

Make time for (something)  (কোন কাজ করার জন্য সময় বের করা।)

So glad you could make it.  (অত্যন্ত আনন্দিত যে আপনি কাজ টি করতে পেরেছেন।)

আমদের অনলাইন ইংলিশ লাইব্ররী থেকে ইংলিশ লার্নিং eBook টি ডাউনলোড করে নিন। 

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now