Make এর ব্যবহার

Make এর ব্যবহার

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)

Make এর ব্যবহার

Make এর ব্যবহার: Make এর সাধারণ অর্থ “বানানো”। এছাড়াও Make শব্দটি আরো অনেক অর্থে Sentence এ ব্যবহৃত হয়ে থাকে। Make এর Past form ও Past participle form হলো Made. Causative verb, Main verb এবং Phrasal verb এই তিনটি form এ Make এর ব্যবহার রয়েছে।

Spoken English Course November

এবার আসুন Make এর বিভিন্ন অর্থ এবং মূল Verb হিসেবে তাদের ব্যবহার দেখি:

1. বানানো (Prepare) অর্থে

Make এর ব্যবহার:
√ She is making some bread. – সে কিছু পাউরুটি/রুটি বানাচ্ছে।

gif ads design 70

√ I will make a cup of coffee for you- তুমি তোমার জন্য এক কাপ কফি বানাচ্ছি।

2. কোনো কিছু করা বুঝাতে:

√ You frequently make noise in class. – তুমি ক্লাসে প্রায়ই হট্টগোল করো।

√ Karim always makes jokes. – করিম সবসময় কৌতুক করে।

√ Kate had to make a phone call during her break. – কেটকে তার বিরতির সময় একটি ফোন কল করতে হয়েছিল।

√ The teacher made a few critical comments on my essay. – শিক্ষকটি আমার প্রবন্ধে কয়েকটি সমালোচনামূলক মন্তব্য করেছেন।

√ I made a complaint to the manager about the poor service in the restaurant. – রেস্তোরাঁটির খারাপ পরিষেবা নিয়ে আমি ব্যবস্থাপকের কাছে অভিযোগ করেছি।

3. কোন সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা বোঝানোর জন্য অনেক সময় Make ব্যবহার করা হয়:

√ I’ve already made plans to go out of town!- আমি ইতিমধ্যে শহরের বাইরে যাওয়ার পরিকল্পনা করেছি।

√ Decisions you make determines your future. – আপনার নেয়া সিদ্ধান্তেই আপনার ভবিষ্যৎকে নির্ধারণ করে।

√ I just want to help you make a decision. -আমি আপনাকে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সাহায্য করতে চাই।

4. সৃষ্টি করা বা তৈরি বুঝাতে:

√ The ring is made of gold- আংটি টি সোনা দিয়ে তৈরি।

√ Now we must make a new world. – এখন আমাদের নতুন জগৎ গড়তে হবে।

√ Do you know what your body is made of? – আপনার শরীর কি দিয়ে তৈরি তা কি আপনি জানেন?

5. উপার্জন করা বুঝাতে

√ He works hard to make more money.- সে আরো অর্থ উপার্জন করার জন্য কঠোর পরিশ্রম করছে।

√ Most of the time blogs are created to try and make money. – বেশিরভাগ সময়ই ব্লগ তৈরী করা হয় অর্থ উপার্জনের উদ্দেশ্যে।

√ Now a days you can make money from social media. – বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অর্থ উপার্জন করা যায়।

6. কোন কিছু বলা বা বক্তৃতা দেয়ার ক্ষেত্রেও Make ব্যবহার করা হয়:

√ At first he made a speech of welcome. প্রথমেই তিনি স্বাগত বক্তব্য রাখেন।

√ You are not here to make a speech. – আপনি এখানে ভাষণ দিতে আসেননি।

এখন Causative verb হিসেবে Make এর ব্যবহার নিয়ে আলোচনা করা যাক।

আমরা জানি যে যখন Verb টির Subject কাজটি নিজে না করে অন্য কাউকে দিয়ে করায় তখন Verb টিকে Causative verb বলে । কাজটি যে করে তাকে Doer বলা হয়। Doer এর ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করতে বাধ্য করা বুঝাতে Make ব্যবহার করা হয়।

7. Active voice এ Causative verb হিসেবে Make এর ব্যবহার:

Structure: Subject + Helping verb + Make + Doer + Object. এখানে Tense এর উপর ভিত্তি করে Helping verb এবং Make এর Appropriate form বসবে।

Example:
√ He made me steal a book.- সে আমাকে দিয়ে একটি বই চুরি করিয়েছে।
(চুরি করতে রাজি না থাকলেও জোর করে বই চুরি করানো হয়েছে বিধায় এখানে Make বসেছে।)

√ I am going to make him play with us. – আমি তাকে আমাদের সাথে খেলাবই।

√ l will surely make you dance weather or not you want to.- তুমি চাও বা না চাও তোমাকে আমি নাচাবই।

√ I will have made them bring the food. – আমি তাদের দিয়ে খাবার আনাব।


8. Simple passive voice এ Causative verb হিসেবে Make এর ব্যবহার:

Structure: Subject + Helping verb + Made + to + V1 …

Example:
√ The boy was made to play football.- ছেলেটিকে ফুটবল খেলানো হয়েছিল।

√ He was made to cry. – তাকে কাঁদানো হয়েছিল।

√ He was made to believe that it was true. – তাকে বিষয়টি সত্যি বলে বিশ্বাস করানো হয়েছিল।

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now