- Should Have এর ব্যবহার - May 22, 2022
- May Have এর ব্যবহার - May 5, 2022
- Will এর ব্যবহার - March 29, 2022
21 Best ways of How to Introduce Yourself | প্রেজেন্টেশন দেওয়ার ২১ উপায়।
1. Hi, my name’s Sakil. (হ্যালো, আমার নাম সাকিল।)
2. I’m from Bangladesh. (আমি বাংলাদেশ থেকে আসছি।)
3. I live in Dhaka at Dhanmondi. (আমি ঢাকার ধানমন্ডিতে থাকি।)
4. I’m 22 a Young boy. (আমি ২২ বছরের একজন তরুন ছেলে।)
5. There are three members in my family. They are my Father, Mother and me. (আমার পরিবারে তিন জন সদস্য এবং তারা হলেন, আমার বাবা, মা এবং আমি।)
6. I’m a student at the 2nd year in the Chittagong university department of English. (আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের ২য় বর্ষের একজন ছাত্র।)
7. My major is English. (ইংরেজি আমার মেজর সাবজেক্ট।)
8. My favorite subject is English. (আমার প্রিয় সাবজেক্ট হল ইংরেজি।)
9. My hobbies are reading books, newspapers, collecting stamps, coins, go shopping, camping, listening to music and browsing internet. (আমার শখ গুলো হলঃ বই পড়া, সংবাদপত্র পড়া, স্ট্যাম্প সংগ্রহ করা, মুদ্রা সংগ্রহ করা, শপিং-এ যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া, গান শোনা এবং ইন্টারনেট ব্রাউজ করা।)
10. In my free time\in my leisure period of time, I also enjoy Football, badminton, tennis, yoga, cycling, fishing and running. (আমার অবসর সময়ে আমি ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস খেলি, যোগ ব্যায়াম করি, মাছ ধরি এবং দৌডায়।)
11. I like listening to music. (আমি গান শুনতে পছন্দ করি।)
12. I dislike playing computer games because it kills so much time. (আমি কম্পিউটার গেইম খেলতে অপছন্দ করি কারন ইহা অনেক সময়ে নস্ট করে।)
13. I hate selfish people and keep me aloof from them (আমি স্বার্থপর মানুষগুলো কে অপছন্দ করি এবং তাদের থেকে নিজেকে দূরে রাখি।)
14. My favorite food is Pizza. (আমার প্রিয় খাবার হল পিজ্জা।)
15. My favorite drink is Coca-Cola. (আমার প্রিয় পানীয় হল কোকাকোলা।)
16. I like action, comedy, horror, romantic and thriller movies. (আমি অ্যাকশন, কমেডি, হরর, রোমান্টিক এবং থ্রীলার মুভি পছন্দ করি।)
17. My favorite singer is Tahsan (আমার প্রিয় গায়ক তাহসান।)
18. My favorite band is Charpoka (আমার প্রিয় ব্যান্ড দল চারপোকা।)
19. I study English because I want to learn more about this language (আমি ইংরেজি পড়ছি কারন আমি এই ভাষা সম্পর্কে আরো জানতে চাই)/I study English because I love to improve English skills (আমি ইংরেজি পড়ছি কারন আমি ইংরেজিতে দক্ষতা উন্নয়ন করতে চাই)/I study English because I love literature (আমি ইংরজি পড়ছি কারন আমি সাহিত্য পছন্দ করি)/ I study English because I want be an English teacher. (আমি ইংরেজি পড়ছি কারন আমি ইংরেজির শিক্ষক হতে চাই।)
20. I came here to visit this beautiful place (আমি এই সুন্দর জায়গা টা দেখতে এখানে আসলাম।)/ I came here because I have had a beautiful memory here/ I came here because this is one of the most beautiful place I have visited/I came here because I could relax here/ I do this job because I love this job.
21. I would like to be a BCS Cadre. (আমি একজন বিসিএস ক্যাডার হতে চাই।)
Thank You for having your patience (ধর্য্যসহকারে আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ।)