- Should Have এর ব্যবহার - May 22, 2022
- May Have এর ব্যবহার - May 5, 2022
- Will এর ব্যবহার - March 29, 2022
Speak English with Continuous Expression
যদি আপনি চান যে, এই মুহূর্তে আমি বই পড়তেছি, আমি বই পড়তেছিলাম, আমি বই পড়তে থাকবো, আমি যাচ্ছি, আমি যাচ্ছিলাম, আমি যেতে থাকবো ইত্যাদি এই Sentence গুলো ইংরেজিতে বলবেন, তাহলে উপায় কি? Yes it is possible with Continuous Expression.
Continuous মানে চলমান কাজ বোঝায়, কোন কাজ চলছে, চলছিল, চলতে থাকবে এ ধরনের বুঝায় | তো আমরা এখানে তিনটা Continuous একসাথে আলোচনা করব For an example আমি বই পড়ছি (Present Continuous), আমি বই পড়তে ছিলাম (Past Continuous), আমি বই পড়তে থাকবো (Future Continuous)
এখানে আমরা বোঝার সুবিধার্তে শুধুমাত্র কয়েকটি Subject যেমন I, You এবং He দিয়ে প্র্যাকটিস করবো, বাকি Subject যেগুলো আছে সেগুলো দিয়ে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং আরো একটা কথা বোঝার সুবিধার্থে আমি শুধুমাত্র একটি Verb দিয়ে এখানে প্র্যাকটিস করছি | আপনাদের কাছে হয়তো খুব বিরক্ত লাগতে পারে But বিভিন্ন Verb বিয়ে আপনারা এটা প্রাকটিস করবেন | তৃপ্তি সহকারে ইংরেজি শিখতে আমাদের ফ্রি অনলাইন ইংলিশ লাইব্রেরী থেকে সকল eBook পড়তে বা ফ্রি ডাউনলোড করতে পারেন।
- I am reading a book. আমি একটি বই পড়ছি |
- I was reading a book. আমি একটি বই পড়ছিলাম |
- I will be reading a book. আমি একটি বই পড়তে থাকবো |
- You are reading a book. তুমি একটি বই পড়ছো |
- You were reading a book. তুমি একটি বই পড়ছিলে |
- You will be reading a book. তুমি একটি বই পড়তে থাকবে |
- He is reading a book. সে একটি বই পড়ছে |
- He was reading a book. সে একটি বই পড়ছিল |
- He will be reading a book. সে একটি বই পড়তে থাকবে |
Speak English with Negative Be Verb in Continuous Tense
ঠিক একইভাবে, আমরা Negative Be Verb দিয়ে Continuous Tense এ না বোধক কথা বলা শিখব | এখানে Am not= am not/aren’t/ain’t, Is not = isn’t, Are not=aren’t, Was not= wasn’t, Were not=weren’t, and Will Not = won’t
- I am not reading a book. আমি একটি বই পড়ছি না |
- I wasn’t reading a book. আমি একটা বই পড়ছিলাম না |
- I won’t be reading a book. আমি একটি বই পড়তে থাকব না |
- You aren’t reading a book. তুমি একটি বই পড়ছো না |
- You weren’t reading a book. তুমি একটি বই পড়ছিলে না |
- You won’t be reading a book. তুমি একটি বই পড়তে থাকবে না |
- He isn’t reading a book. একটি বই পড়ছে না |
- He wasn’t reading a book. সে কিভাবে পড়ছিল না |
- He won’t be reading a book. সে একটি বই পড়তে থাকবে না |
Let’s see some more Examples with a view to practicing more and more.
- They are playing. তারা খেলছে |
- The dog is barking. কুকুরটি ঘেউ ঘেউ করছে |
- The children are flying kites. শিশুরা ঘুড়ি উড়াচ্ছে |
- Rima is writing a letter. রিমা একটি চিঠি লিখছে
- We are learning english. আমরা ইংরেজি শিখছি |
- The girl is crying. মেয়েটি কাঁদছে |
- He is going to school. সে স্কুলে যাচ্ছে |
- Runa is reading a story book. রুনা একটি গল্পের বই পড়ছে
- He is throwing a ball. সে একটি বল ছুড়ে মারছে |
- Mother is cooking rice. মা ভাত রান্না করছে |
- It is raining now. এখন বৃষ্টি হচ্ছে |
- Deeba is sewing. দিবা সেলাই কাজ করছে |
- The students are making a noise. ছাত্র ছাত্রীরা হইচই করছে |
- The boys are flying kites in the sky. ছেলের আকাশে ঘুড়ি উড়াচ্ছে |
- I was reading a book. আমি একটি বই পড়ছিলাম |
- He was doing the work. সে কাজটি করছিল |
- The boys were swimming in the river.ছেলেরা নদীতে সাঁতার কাটছিল |
- Mother was cooking rice. মা ভাত রান্না করছিল |
- Meena was making tea. মিনা চা তৈরি করছিল |
- I was speaking to him. আমি তাকে বলছিলাম |
- He was teaching us English. তিনি আমাদের ইংরেজি শেখাচ্ছিলেন |
- He was reading history. তিনি ইতিহাস পড়ছিলেন |
- You are making a noise. তুমি কি হইচই করছ |
- You are doing the sum. তুমি অংকটি করতেছো |
- We were laughing. আমরা হাসছিলাম |
- Tareq and Faruk were flying kites in the field. তারেক এবং ফারুক মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল মাঠে |
- The wind is blowing. বাতাস বইতেছে |
- I was not going to school. আমি স্কুলে যাচ্ছিলাম না |
- They were not playing football in the field. তারা মাঠে ফুটবল খেলছিল না |
- He wasn’t waiting for me. সে আমার জন্য অপেক্ষা করছিল না |
- They weren’t catching fish. তারা মাছ ধরছিল না |
- She was sleeping. সে ঘুমাচ্ছিল |
- The girl was singing. মেয়েটি গান করছিল |
- I will be playing football. আমি ফুটবল খেলতে থাকবো |
- They will be doing the work. তারা কাজটি করতে থাকবে|
- You will be sleeping. তুমি ঘুমাতে থাকবে |
- He will be playing in the field . সে মাঠে খেলতে থাকবে |
- It will be raining. বৃষ্টি হতে থাকবে |
- Birds will be flying. পাখিরা উড়তে থাকবে |
- He will be reading the holy Quran. তিনি পবিত্র কোরআন তিলাওয়াত করতে থাকবেন |
- Tamanna will be reciting a poem. তামান্না একটি কবিতা আবৃত্তি করতে থাকবে |
- You will be working out the sum. তুমি অংকটির সমাধান করতে থাকবে |
- Roma will be laughing. রুমা হাসতে থাকবে |
- Lipi will be writing a letter. লিপি একটি চিঠি লিখতে থাকবে |
You may now practice with different Subject and Verb and it will help you to be a fluent English speaker very soon.