- Should Have এর ব্যবহার - May 22, 2022
- May Have এর ব্যবহার - May 5, 2022
- Will এর ব্যবহার - March 29, 2022
Table of Contents
কিভাবে ইংরেজিতে কথা বলব
কিভাবে ইংরেজিতে কথা বলবঃ
আজ আমি স্পোকেন ইংলিশ টিচিং এর ১০ বছরের অভিজ্ঞতা থেকে ইংরেজি শেখার প্রধান প্রধান Take way গুলো শেয়ার করছি। এই পোস্টে আপনার বহুল জিজ্ঞাসিত কিছু কমন প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করেছি। বোনাস হিসেবে পাচ্ছেন ফ্রি ইংলিশ ই-বুক/রিসোর্স লাইব্রেরী (অনলাইনে পড়ার জন্য)
To Long Story Short…. ইংরেজি শিখতে বা ইংরেজিতে কথা বলতে ৩ টি জিনিষ লাগবে। ১। Guideline, ২। Resource ও ৩। Practice ৪। Evaluation
Now, Let me give you a bit Explanation:
১। Guideline:
কিভাবে শুরু করবেন? কোথা থেকে শুরু করবেন? রিসোর্স গুলো কিভাবে কাজে লাগাবেন? কিভাবে প্র্যাকটিস করবেন? এগুলো প্র্যাকটিক্যালি দেখিয়ে দেয়ার জন্য একজন অভিজ্ঞ মেনটর লাগবে।
………………
কিভাবে ইংরেজিতে কথা বলব
২। Resource:
ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য At least ৫০০-৭০০ টা Verb (৩ টা form সহ) +Certain Number of Vocabulary + Sentence Making Fundamental Formulas/Structures + English Expressions + Smart Phrase-Idioms + Discourse Markers + Situational Expressions + Collocations যথাযত ভাবে Study করতে হবে।
Read Now: 100 Spoken English Structures:
……………….
৩। Practice:
ইংরেজিতে প্র্যাকটিস বলতে Speaking-কে বুঝায়। রিসোর্স থেকে যা শিখছেন তা মুখ দিয়ে অনর্গল প্রকাশ করতে অনর্গল চর্চা করতে হবে। মনে রাখবেন, রিসোর্স বেশ আর কম সবার-ই আছে/থাকে। যেটা থাকে না বা করেনা সেটা হল প্র্যাকটিস। আপনাকে লজ্জা শরম ত্যাগ করে ইংরেজিতে কথা বলা শুরু করতে হবে। ইংলিশ প্র্যাকটিস করার জন্য পার্টনারের দরকার নেই। নিজে নিজে প্র্যাকটিস করবেন।
……………….
কিভাবে ইংরজিতে প্রশ্ন করতে হয়ঃ
দেখুন আমরা যা কথা বলি তার ৫০% কথা হলো প্রশ্ন। প্রশ্ন করা না হলে আমরা তো বেহুদা কোন কথা বলি না। এখন কেউ আমাকে কোন প্রশ্ন করলে উত্তর দেয়ার আগে সেই প্রশ্ন টা বুঝতে হবে। সব প্রশ্ন তো আর “How are you?-I’m fine thank you” টাইপের হবে না। প্রশ্ন কর্তা কি জানতে চাচ্ছে? উনি কি বর্তমান, অতীত নাকি ভবিষ্যতের কোন Information জানতে চাচ্চে। সকল প্রশ্নের উত্তর কি একই Structure-এ দিবেন? সবার জন্যই এই কথা গুলো প্রযোজ্য।
কিভাবে ইংরেজি শেখা যায়ঃ
আমাকে এই টাইপের কোন প্রশ্ন করলে আমি সরাসরি এড়িয়ে যায়। আপনার ক্ষুধা লাগলে কোথায় খাবার পাওয়া যায়, কি দিয়ে খাবো? কিভাবে খাবো এগুলো কাউকে জিজ্ঞেস করেন না।
ইংরেজিতে কথা বলাঃ
হ্যাঁ, আপনাকে প্রতিনিয়ত ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে হবে। এবং এটা Continuously করে যেতে হবে। রিসোস থেকে যাই শিখবেন তাই প্র্যাকটিস করবেন।
………………….
ইংরেজিতে কথা বলার বই Pdf:
ইংরেজিতে কথা বলার কয়েকটি ই-বুক/রিসোর্স নিচে দেয়া আছে, আপনি অনলাইনে সেগুলো পড়তে পারেন। চেষ্টা করে দেখুন কিছুটা Improve হয় কিনা।
Discover: Free Online e-Book Library
ইংরেজি শেখার কোর্সঃ
ইংরেজি শেখার সবচেয়ে কার্যকরি এবং দ্রুত উপায় হলো স্পোকেন ইংলিশের একটা কোর্স করা, সেটা হোক অফলাইনে বা অনলাইনে, কোর্স করলেই চলবে। কোর্স করলে যেটা হয় সরাসরি একটা গাইডলাইন পাচ্ছেন, প্রব্ললেম সলভিং-এর সুযোগ পাচ্ছেন, যা আমরা প্রতিনিয়ত করে আসছি।
তাহলে আবার মনে করিয়ে দিচ্ছি ইংরেজিতে কথা বলার জন্য ৩ উপায়।
গাইডলাইন —- রিসোর্স——প্র্যাকটিস।
Visit: Our Online English Course