- Should Have এর ব্যবহার - May 22, 2022
- May Have এর ব্যবহার - May 5, 2022
- Will এর ব্যবহার - March 29, 2022
Table of Contents
Have এর ব্যবহার
Have এর সাধারণ অর্থ হলো আছে/থাকা। তবে এটি বাক্যে মূল verb হিসেবে, Auxiliary verb হিসেবে বসে। আবার, Modal এর সাথেও বিভন্ন অর্থে ব্যবহ্রত হয়। Have এর বিভিন্ন ব্যবহার গুলো দেখে দেয়া যাক। এই লেসন টা ভাল করে বুঝার জন্য Example গুলো ভাল করে লক্ষ্য করবেন।
মূল Verb হিসেবে
- I have a laptop- আমার একটা ল্যাপ্টপ আছে।
- He has a nice dress- তার একটি সুন্দর জামা আছে।
- We had a beautiful house- আমাদের একটি সুন্দর বাড়ী ছিল।
Have/has had এর ব্যবহার
লক্ষ্য করুন, I have played football- আমি ফুটবল খেলেছি। (Have+ V3)
- I have Visited London
- We have Visited London
- You have Visited London
- They have Visited London
তার মানে (I, We, You, তুমি, You= তোমরা, এবং they এর ক্ষত্রে have had + v3)
আবার,
- He has had coffee= সে কফি খেয়েছে (Present Perfect)
- She has had + coffee(Present Perfect)
- He has had + coffee সে কফি খেয়েছিল (Past Perfect)
- Sakib has had + coffee (Past Perfect)
Explanation: ১ম Have টি= Auxiliary হিসেবে এবং দ্বিতীয় had টি V3 হিসেবে এবং এটি খাওয়া অর্থে ব্যবহ্রত হয়েছে। (Have had-/has had)
I mean আপনারা বুঝতে পেরেছেন। He, she, it, Sakib ইত্যাদি third person singular এর ক্ষেত্রে has had হবে (Present perfect)
Would have এর ব্যবহার
Would have unreal Past 3rd Conditional এ ব্যবহ্রত হয়।
Example:
- It I had known your address, I would have written you a letter. Or
- I would have written you a letter if I had known your address.
Would have কিন্তু অর্থে ব্যবহ্রত হয়।
Example:
- I would have lent you money, but didn’t have any- আমি তোমাকে টাকা ধার দিতাম কিন্তু, আমার কাছে কোন টাকা ছিলনা।
- I Would have Phoned you, but I have no balance in my Mobile- তোমাকে ফোন করতাম কিন্তু মোবাইলে টাকা ছিলনা।
*Have to এর ব্যবহার
Have to = Must – অবশ্যই করতে হবে।
I have to go now- আমাকে এখন যেতেই হবে/ আমাকে এখন অবশ্যই যেতে হবে।
Explanation: I, we, you, they এর ক্ষেত্রে Have to+V1+Ext
Has to এর ব্যবহার
Have to = Has to শুধু Person ভেঙ্গে এর ভিন্নতা।
Example:
He has to move to Canada- তাকে কানাডয়ে চলে যেতে হবে।
He, She, It, Sakib ইত্যাদি 3rd person Singular Number এর ক্ষেত্রে Has to + Verb এর present + Ext হবে।
Should have এর ব্যবহার
আমরা জানি Should learn English= আমার ইংরেজি শেখা উচিৎ। এখানে (Should+Verb এর Present Form)
কিন্তু, Should have= কোন কাজ করা উচিৎ ছিল এমন বুঝাবে
যেমনঃ
- I should have done it= আমার এটা করা উচিৎ ছিল। বাট কোন না কোন কারনে করা হয়নি।
- He Should have Studied well= তার ভাল করে পড়াশুনা করা উচিৎ ছিল।
- You should have wasted time= তোমার সময় নষ্ট করা উচিৎ হয় নি।
যেকোন Sub+Should have বা should have + Verb এর Past participle-
মনে থাকবে তো?
You/they/we/he/she/it + should have done it.
You/they/we/he/she/it + should not have done it.
Have been has been এর ব্যবহার
Have been= Has been শুধুমাত্র Person ভেঙে এই ভিন্নতা।
Have been (present perfect Continuous tense এর ক্ষেত্রে)
- I have been working here for 5 years আমি এখানে পাঁচ বছর ধরে কাজ করছি।
- We have been playing cricket since Morning আমরা সকাল থেকে ক্রিকেট খেলছি।
I, we, you, they এর ক্ষেত্রে have been +(Verb+ing)+Ext
Example:
- He has been working here for Five years সে এখানে পাঁচ বছর ধরে কাজ করছে।
- Sakib has been playing cricket since Morning সাকিব সকাল থেকে ক্রিকেট খেলছে।
I hope আপনি বুঝতে পেরেছেন। দরকার হলে পুনরায় Example ও Explanation গুলো পড়ুন।
Have ও has এর ব্যবহার
আশা করি এতক্ষন ধরে অনেক idea হলো। আবার ও বলছি।
Have হবে I, we, you, you, they, এর ক্ষেত্রে আর Has হবে He, She, it, Sakib- অর্থাৎ Sub 3rd Person Singolar হলে। আরো পড়ুন।
কোথাও কিছু দিনের জন্য থাকা অর্থে
I have been UK for a few weeks আমি কয়েক সপ্তাহ UK তে আছি/ছিলাম এমন অর্থে।
Have and Has এর ব্যবহার
Had been এর ব্যবহার
আগে যে Have been বা Has been শিখেছিলাম মনে আছে?
Have been/Has been ছিল Present perfect Continuous tense এর ক্ষেত্রে। আর Had been হলো Past Perfect Continuous Tense এর ক্ষেত্রে
Example:
I had been staying Dhaka for 3 Months. আমি ৩ মাস ধরে ঢাকায় ছিলাম।
এখানে, যে কোন Sub+had been + (Verb+ing)+ Ext
I/we/you/you/they/she/Sakib+had been+ watching TV last night
Had been= কোন জায়গায় কিছু দিন অস্থায়ীভাবে থেকে/বসবাস করে পুনরায় চলে আসা অর্থে
I had been There for a few month- আমি সেখানে কয়েকমাস ছিলাম। তার মানে আপনি চলে এসেছেন।
Have to/has to এর ব্যবহার আলোচনা করা হয়েছে।
আশা করি এই আর্টিকেলটা ভাল লেগেছে ভাল লাগলে আপনার Social Profile এ শেয়ার করুন।