English Speaking

Image Credit: Unplash

Most Common English Speaking Phrase for a Teacher in Classroom

এই লেসনে আমরা আলোচনা করেছি একজন শিক্ষক কিভাবে ছোট ছোট ইংরেজি বাক্য ব্যবহার করে শিক্ষার্থীদের ইংরেজি ক্লাসের পরিবেশ সৃস্টি করাতে পারেন।আসুন নিচের প্রতিটা অধ্যায় ভাল করে প্র্যাকটিস করি।

নিচের Phrase গুলোর কোন অর্থ করার দরকার নেই। এগুলো Only English Expression. Just মুখে বলে ফেলবেন ব্যাস।
1.Hello, everyone. (ক্লাসের সবাই কেমন আছো?)
2.Good morning, everybody. (শুভ সকাল সকলকে)
3.Good afternoon, class. (শুভ অপরাহ্ন)
4.Hello there, Tom. (এই টম কি খবর?)
5.Good afternoon, everybody. (শুভ অপরাহ্ন সকলকেই)
6.How are you today? (সবাই আজ কেমন আছো?)
7.How are you getting on? (কিভাবে চলছে?)
8.How’s life? (দিনকাল কেমন যাচ্ছে?)
9.How are things with you? (সব ঠিকঠাক আছে তো?)
10.Are you feeling better today, David? (ডেভিড, তোমার আজ ভাল লাগছে তো?)
11.What a lovely day! (কি চমতকার দিন!)
12.What a rainy day! (আহ! কতই না বৃস্টির দিন!)
13.Today is very cold, isn’t it? (খুবই ঠান্ডা আজ, তাই না?)

আপনি নিচের যে কোন একটি উপযুক্ত Phrase দিয়ে ক্লাশ শুরু করতে পারেন।

1.My name is Mr/Mrs/Ms Aziz Murad. I’ll be teaching you English this year. (আমার নাম আজিজ মুরাদ, এবং আমি তোমাদের এই বছর ইংরেজি পড়াবো)
2.I’m your new English teacher. (আমি তোমাদের নতুন ইংরেজি শিক্ষক)
3.Time to begin (এখন ই শুরু করার সময়)
4.I’ve got five lessons with you each week.
5.Let’s begin today’s lesson. (আজকের লেসন শুরু করা যাক, তাহলে)
6.Let’s begin our lesson now.(চল এখনি আমাদের লেসন শুরু করি)
7.I think we can start now. (আমার মনে হয়, আমরা এখনি লেসন শুরু করতে পারবো)
8.Is everybody ready to start? ( সবাই কি লেসন শুরু করার জন্য প্রস্তুত?)
9.I hope you are all ready for your English lesson. (আমি আশা করছি তোমরা সবাই ইংলিশ লেসন এর জন্য প্রস্তুত)
10.Now we can get down to work. (আমরা এখন কাজের কথায় আসি)
11.It’s time to begin, please stop talking. (এখন ই শুরু করার সময়, দয়া করে সবাই কথা বলা বন্ধ কর)
12.I’m waiting for you to be quiet. (আমি কিন্তু তোমাদের চুপ হওয়ার অপেক্ষায় আছি)
13.Settle down now so we can start. (সব ঠিকঠাক করে নাও আমরা শুরু করছি)
14.We won’t start until everyone is quiet. (যতক্ষন না সবাই চুপ হচ্ছে আমরা শুরু করতে পারছিনা)
15.Stop talking and be quiet. (কথা বলা বন্ধ কর এবং চুপ হও)
16.Put your things away (তোমাদের জিনিস পত্র রেখে দাও)
17.Pack your things away. (তোমাদের জিনিস পত্র গুছিয়ে নাও)
18.Close your books. (তোমাদের বন্ধ কর)
19.Put your books away. (তোমাদের বইগুলো রেখে দাও)

Register
Look, who isn’t here today? (দেখতো, আজ কে আসেনি?)
Who is absent today? (আজ, কে অনুপস্থিত আছে?)
Why were you absent last Friday, Tom? (টম, তুমি গত শুক্রবার অনুপস্থিত ছিলে কেন?)
What’s the matter with Anna today? (এনার আজ কি হয়েছে?)
What’s wrong with Anna today? (এনার কি সমস্যা আজ?)

Late
We started ten minutes ago. What have you been doing? (আমরা দশ মিনিট আগে শুরু করেছি, কি করছিলে তুমি?)
Did you oversleep? (তুমি কি ঘুমাচ্ছিলে?)
Don’t let it happen again. (এটা আর করবে না)
Where have you been? ( কোথায় ছিলে তুমি?)
Did you miss your bus? (তুমি কি তোমার বাস মিস করেছিলে?)

Instruction in the Class 
1.Instruction for class room (ক্লাসরুমের নির্দেশনা)
2.Everybody 
3.Are you ready? (সবাই প্রস্তুত?)
4.Pay attention, everybody. (সবাই মনোযোগ দাও।)
5.You need pencils/rulers. (তোমাদের পেন্সিল দরকার।)
6.Open your books at page…50 (৫০ পৃষ্ঠা খোল।)
7.We’ll learn how to … (আমরা শিখবো কিভাবে ……)
8.You have five minutes to do this. (এই কাজ করার জন্য তোমার ৫ মিনিট সময় আছে।)
9.We’ll learn how to … (আমরা আজ শিখব কিভাবে ….. করতে হয় )
10.Look at activity five. (অ্যাক্টিভিটি ৫ এ থাকাও/দেখ)
11.Turn to page …50 (তোমাদের বইয়ের ৫০ পৃষ্ঠা খোল)
12.Repeat after me. (আমার সাথে সাথে বল।)
13.Listen to this tape. (এই রেকর্ডটা শুনো।)
14.Who’s next? (তারপর কে?)
15.Again, please. (আবার বল।)
16.Like this, not like that. (এইভাবে করো ওভাবে নয়।)

Giving More Instructions
1.Come in. (ভিতরে আস)
2.Go out. (বাইরে যাও)
3.Stand by your desks. (তোমার ডেস্কের পাশে দাড়াও)
4.Stand up. (দাড়াও)
5.Sit down. (বসো)
6.Come to the front of the class. (ক্লাসের সামনে আস)
7.Put your hands up. (তোমার হাত উপরে তোল)
8.Put your hands down. (তোমার হাত নিচে নামাও)
9.Hold your books/pens up. (বই/কলম উপরে করে ধর)
10.Show me your pencil. (আমাকে তোমার/তোমাদের পেন্সিল দেখাও)

এখন আমাদের Greetings, Introductions, Register, Late, এবং Instruction বিষয়ে কিছুটা ধারনা হল এবার আমরা আমাদের পরবর্তী বিষয়ে আলোচনা করব।

Language Transformation
1.Do you get it? (তুমি/তোমরা বুঝেছো?)
2.Are you with me? (তোমরা কি আমার সাথে একমত?)
3.Are you OK? (ঠিক আছে?)
4.Do you follow me? (তোমরা কি আমাকে অনুসরন কর?)
5.OK so far? (ঠিক আছে, অনেক হয়েছে)
6.Do you understand? (তোমরা কি বুঝেছো?)
7.What did you say? (কি বললে তুমি?)
8.One more time, please. (আর একবার!)
9.Say it again, please. (এটা আবার বল)
10.Like this? (ইহার মতো)
11.Is this OK? (ইটা ঠিক আছে? )

Supervision
1.Stop talking. (কথা বলা বন্ধ কর)
2.Look, this way. (দেখ, এইভাবে)
3.Listen to what Simon… is saying. (সাইমন কি বলে শোন)
4.Leave that alone now. (এটা  ছেড়ে দাও)
5.Be careful. (সাবধান)

 

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now