- Should Have এর ব্যবহার - May 22, 2022
- May Have এর ব্যবহার - May 5, 2022
- Will এর ব্যবহার - March 29, 2022
Table of Contents
36. As to /as for (সম্পর্কে).
As to /as for (সম্পর্কে).
As to how I’ll manage my mother, leave it up to me. (মাকে কিভাবে রাজি করাব তা আমার উপর ছেড়ে দাও।)।
As far as it goes (এ ব্যাপারে যতদূর বলা যায়।)
His behavior is very rough as far as it goes. (তার আচরণ খুব খারাপ এ ব্যাপারে যতদূর বলা যায় ।)
What Arif says is true as far as it goes. (এ ব্যাপারে যতদূর বলা যায়, আরিফ যা বলে সত্য বলে।).
37. Any where near/No where near (ধারে কাছেও যায়নি)।
Any where near/No where near (ধারে কাছেও যায়নি)।
It’s anywhere near a movie.(এটি সিনেমার ধারের কাছেও না/যায়নি।)
It’s no where near a song. (এটি গানের ধারের কাছেও না/যাইনি।)
38. Be+being +Adjective (আচরণ করা)
Be+being +Adjective (আচরণ করা)
He is being scholar. (সে পণ্ডিত পণ্ডিত ভাব দেখাচ্ছে।)
Why are you being selfish? I took you for a generous man. তুমি স্বার্থপরের মত আচরণ করছে কেন? আমি তোমাকে উদার মনের মানুষ মনে করেছিলাম।)
39. Be +likely to + main verb (সম্ভবনা থাকে/আছে এমন বুঝায়)।
Be +likely to + main verb (সম্ভবনা থাকে/আছে এমন বুঝায়)।
It’s likely to rain heavily today. (আজ প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।)
We’re likely to go to London next Friday. (আমাদের আগামী শুক্রবার লন্ডন যাওয়ার সম্ভাবনা আছে।)
It’s likely to happen sometimes. (মাঝে মাঝে এটা ঘটার সম্ভাবনা আছে /ঘটতে পারে।)
The Tall-Building is likely to collapse down. (উঁচু ভবনটি ধ্বসে পড়ার সম্ভাবনা আছে।)
39. Be +likely to + main verb (সম্ভবনা থাকে/আছে এমন বুঝায়)।
Be+on the safe side (কোন ঝুকি না নেয়া)
Let’s be on the safe side and take some more extra money with us. (চল ঝুকি না নিয়ে আমরা আরাে কিছু অতিরিক্ত টাকা আমাদের সাথে নিই ।)
Let’s be on the safe side and walk slowly and carefully instead of running on the busy road. (চল ঝুকি না নিয়ে আমরা এই ব্যস্তময় রোডে না দৌড়ে আস্তে আস্তে এবং সর্তকতার সাথে হাঁটি ।)
40. Be+followed by (এরপরে ছিল, থাকবে ইত্যাদি অর্থে।)
Be+followed by (এরপরে ছিল, থাকবে ইত্যাদি অর্থে।)
The Prize giving ceremony will be followed by a cultural program. (পুরস্কার বিতরনীর পর একটা সাংস্কৃতিক অনুষ্টান থাকবে।)।
The meeting was followed by a light snack. (আলােচনার পর হালকা নাস্তার আয়োজন ছিল।)
The meeting will be followed by a procession. (সভার পরে একটা মিছিল হবে)
The inaugural program will be followed by a feast. (উদ্বোধনী অনুষ্ঠানের পরে ভোজের আয়োজন করা হবে।)