English-sentence-making-rul

ইংরেজি বাক্য গঠনের নিয়ম

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)
Spoken English Course November

শুরুতেই ইংরেজি বাক্য গঠনের অতি সাধারণ ৪টি নিয়ম নিচে দেয়া হলো। এই আর্টিকেলের শেষে আরও ১০০ টি ইংরেজি বাক্যের  গঠন প্রনালী পেয়ে যাবেন। 

1. Sub + Verb
Example: I go (আমি যায়। )

gif ads design 70

2. Sub + Verb+ Object
Example: I write a letter (আমি চিঠি লিখি। )

3. Sub + Verb + Adjective
Example: He is fine (সে ভাল। )

4. Subject+ Verb+ Adverb
Example: He walks slowly (সে আসতে আসতে হাঁটে। )

তাছাড়া Tense এর উপর ভিত্তি করে হ্যাঁ বোধক/না বোধক ও প্রশ্নবোধক ইংরেজি বাক্য গঠনের নিয়মগুলো উদাহরণ সহ তুলে ধরা হল। 

1. Present Simple দিয়ে ইংরেজি বাক্য গঠনের নিয়ম

Present Simple
Affirmative:
Sub + Verb1 + Ext =
I draw a picture. (আমি একটি ছবি আঁকি। )

Negative:
Sub + don’t/doesn’t + Verb1+ Ext =
I don’t draw a picture. (আমি ছবি আঁকি না। )

Yes/No Question:
Do/Does/Don’t/Doesn’t + Sub + Verb1+ Ext +? =
Do you draw a picture? (তুমি কি ছবি আঁক? )

Wh-Question:
Wh-Words+ Do/Does + Sub + Verb1+ Ext +? =
How do you draw a picture? (তুমি কিভাবে ছবি আঁক? )

2. Past Simple দিয়ে ইংরেজি বাক্য গঠনের নিয়ম

Affirmative করতে:
Structure: Sub + Verb2 + Ext =
Example: I drew a picture. (আমি ছবি এঁকেছিলাম। )

Negative করতে:
Structure: Sub + didn’t + Verb1+ Ext =
Example: I didn’t draw a picture. (আমি ছবি আঁকি নি। )

Yes/No Question করতে:
Structure: Did/Didn’t + Sub + Verb1+ Ext +? =
Example: Did you draw a picture? (তুমি কি ছবি এঁকেছ? )

Wh-Question করতে:
Wh-Words+ Did/didn’t + Sub + Verb1+ Ext +? =
When did you draw a picture? (তুমি কখন ছবি এঁকেছ?)

3. Future Simple দিয়ে ইংরেজি বাক্য গঠনের নিয়ম

Affirmative:
Sub + (Will + Verb1) + Ext=
I will draw a picture (আমি ছবি আকবো। )

Negative:
Sub + (Won’t + Verb1) + Ext=
I won’t draw a picture (আমি ছবি আঁকবো না। )

Yes/No Question:
Will/Won’t + Sub + Verb1+ Ext +?=
Will you draw a picture? Won’t you draw a picture? (তুমি কি ছবি আঁকবে? তুমি কি ছবি আকবে না? )

Wh-Question:
Wh-Words+ Will/Won’t + Sub + Verb1+ Ext +? =
When will you draw a picture (তুমি কখন ছবি আঁকবেনা? )

4. Present Continuous দিয়ে ইংরেজি বাক্য গঠনের নিয়ম

Affirmative:
Sub + am/is/are+ (Verb+ing) + Ext=
I am drawing a picture (আমি একটি ছবি আঁকছি। )

Negative:
Sub + am not/isn’t/aren’t+ (Verb+ing) + Ext=
I am not drawing a picture (আমি একটি ছবি আকছি না। )

Yes/No Question:
Am/Ain’t/Is/Isn’t/Are/Aren’t+ Sub +(Verb+ing) + Ext +?=
Is he drawing a picture? (সে কি ছবি আকছে? )

Wh-Question:
Wh-Words+ Am/Ain’t/Is/Isn’t/Are/Aren’t + Sub +(Verb+ing) + Ext +?=
When is he drawing a picture? (সে কখন ছবি আকতেছে? )

5. Past Continuous দিয়ে ইংরেজি বাক্য গঠনের নিয়ম

Affirmative:
Sub + was/were+ (Verb+ing) + Ext=
I was drawing a picture (আমি ছবি আকতেছিলাম। )

Negative:
Sub + wasn’t/weren’t + (Verb+ing) + Ext=
I was not drawing a picture. (আমি ছবি আকতেছিলাম না। )

Yes/No Question:
Wasn’t/Weren’t + Sub +(Verb+ing) + Ext +?=
Were you drawing a picture? (তুমি কি ছবি আকতেছিলে?)

Wh-Question:
Wh-Words+ Wasn’t/Weren’t + Sub +(Verb+ing) + Ext +?=
When were you drawing a picture? (তুমি কখন ছবি আকতেছিলে? )

6. Future Continuous দিয়ে ইংরেজি বাক্য গঠনের নিয়ম

Affirmative:
Sub + Will be + (Verb+ing) + Ext=
I will be drawing a picture (আমি ছবি আকতে থাকবো। )

Negative:
Sub + Won’t be + (Verb+ing) + Ext=
I won’t be drawing a picture (আমি ছবি আকতে থাকবো না। )

Yes/No Question:
Will/Won’t + Sub + be +(Verb+ing) + Ext +?=
Will you be drawing a picture? (তুমি কি ছবি আকতে থাকবে? )

Wh-Question:
Wh-Words+ Will/Won’t + Sub + be +(Verb+ing) + Ext +?=
When will you be drawing a picture? (তুমি কিখন থেকে ছবি আকতে থাকবে?)

7. Present Perfect দিয়ে ইংরেজি বাক্য গঠনের নিয়ম

Affirmative:
Sub + have/has + Verb3 + Ext=
I have drawn a picture. (সে ছবি একেছে। )

Negative:
Sub + haven’t/hasn’t + Verb3 + Ext=
I haven’t drawn a picture. (আমি ছবি আঁকি নি। )

Yes/No Question:
Haven’t/Hasn’t + Sub + + Verb3 + Ext+?=
Have you drawn a picture? (তুমি কি ছবি এঁকেছ? )

Wh-Question:
Wh-Words+ Haven’t/Hasn’t + Sub + + Verb3 + Ext+?=
How have you drawn the picture? (তুমি কিভাবে ছবি এঁকেছ?)

8. Past Perfect দিয়ে ইংরেজি বাক্য গঠনের নিয়ম

Affirmative:
Sub + had + Verb3 + Ext=
I had drawn a picture. (আমি একটি ছবি এঁকেছিলাম। )

Negative:
Sub + hadn’t + Verb3 + Ext=
I hadn’t drawn a picture. (আমি ছবি আঁকি নি। )

Yes/No Question:
Had/Hadn’t + Sub + + Verb3 + Ext+?=
Had you drawn the picture? (তুমি কি ছবি একেছিলে? )

Wh-Question:
Wh-Words + Had/Hadn’t + Sub + + Verb3 + Ext+?=
How had you drawn the picture? (তুমি কিভাবে ছবি একেছিলাএ? )

9. Future Perfect দিয়ে ইংরেজি বাক্য গঠনের নিয়ম

Affirmative:
Sub + will have + Verb3 + Ext=
I will have drawn a picture. (আমি ছবি একেই থাকবো। )

Negative:
Sub + won’t have + Verb3 + Ext=
I won’t have drawn a picture (আমি ছবি একেই থাকবো না। )

Yes/No Question:
Will/Won’t + Sub + have + Verb3 + Ext+?=
Will you have drawn a picture? (তুমি কি ছবি একেই থাকবে?)

Wh-Question:
Wh-Words + Will/Won’t + Sub + have + Verb3 + Ext+?=
Why won’t you have drawn a picture? (তুমি কেন ছবি একেই থাকবে না? )

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now