- Should Have এর ব্যবহার - May 22, 2022
- May Have এর ব্যবহার - May 5, 2022
- Will এর ব্যবহার - March 29, 2022
ইংরেজি রিডিং পড়ার সহজ উপায়
সুন্দর করে ইংরেজি রিডিং পড়তে পারা একটি গুরুত্বপূর্ণ স্কিল। ইংরেজি রিড়িং পড়তে পারা অনেকের জন্য সহজ আবার অনকের জন্য কঠিনও বটে। এই এপিসোডে ইংরেজি রিডিং পড়ার সহজ উপায় নিয়ে আলোচলনা করবো একই সাথে আমাদের এপ্রোচড রিডিং কোর্স সর্ম্পক ধারনা ধারণা দিব যদি আপনার কোন কারনে প্রয়োজন হয়।
খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন,
আপনি যখন কোন বই বা কোন প্যাসেজ রিডিং পড়বেন তখন কিছু শব্দ বার বার চলে আসে। যেমনঃ I, we, you, he, she, they, me, you, them, her, him, এরকম আরো অনেক পাবেন। যেমনঃ Go, take, sleep, good, bad ইত্যাদি ইত্যাদি।
এতো হাজার হাজার শব্দের মধ্যে কোথায় থেকে শুরু করবেন? এতো এক মহাসাগর।
ধরে নিলাম, আপনি ABC-Alphabet গুলো পড়তে পারেন তাহলে ok। যদি নাও পড়তেও পারেন কোন সমস্যা নেই কারো থেকে শিখে নিতে পারবেন।
ইংরেজিতে যে শব্দ গুলো আছে তা মোটামুটিভাবে ৮ প্রকার। নিচের ৮ প্রকার শব্দ গুলো লক্ষ্য করুনঃ
১। Noun – Rahim, Karim, Dhaka, Cap, Rice, Flower ইত্যাদি।
২। Pronoun – he, she, it, they, him, when.
৩। Adjective – good, bad, white, interesting ইত্যাদি।
৪। Verb – go, sleep, take ইত্যাদি।
৫। Adverb – quickly, harry up, fast, dangerously ইত্যাদি।
৬। Preposition – from, at, in on, without ইত্যাদি।
৭। Conjunction – and, but, so ইত্যাদি।
৮। Interjection – wow, hi, excellent ইত্যাদি।
ইংরেজি রিডিং পড়ার সহজ উপায়
এবার, আসুন, এই ৮ প্রকার শব্দ গুলোর মধ্যে প্রত্যেক প্রকারের কমন কমন শব্দ যেগুলো বেশী প্রয়োজন এবং reading এ বারবার আসে এগুলোর উচ্চারন শিখতে হবে।
কিছু কিছু প্রকার শব্দ খুব কম পরিমানেই আছে আবার কিছু প্রকারের শব্দ বেশী পরিমানে আছে।
বুঝলাম এগুলোর উচ্চারণ শিখতে হবে, কিন্তু কিভাবে?
উত্তরঃ আপনি ইংরেজি ছাড়া আর কি ভাষার শব্দ রিড়িং পড়তে পারেন? বাংলা এবং আরবী? এগুলো আপনি কিভাবে শিখেছেন? রিড়িং এর নিয়ম পড়ে? নাকি টিচার বা হুজুরের মুখে মুখে?
১০০% সত্য হলঃ বাংলা শিখেছেন মা-বাব বা ভাইবোন/টিচারের মুখে মুখে এবং আরবীও ঠিক সেইভাবে শিখেছেন।
ছোট বেলায় কিছু বই দেখতাম ঠিক এরকমঃ
Ba= ব্যা, Bo= বু, Ma = ম্যা, বড় হয়ে দেখছি এগুলো ভুল পদ্ধতি। কিভাবে?
Beautiful – এটার উচ্চারন করি আসুন।
Be – বি, au – আউ, ti – টি, ful – ফুল। = বি আউটি ফুল।
এইবার, Come এর উচ্চারণ করি, আসুনঃ
Co – কু, me – মি।
তাহলে, কি হয়? Come = কুমি, এইতো, তাই না? এগুলো একেবারেই হাস্যকর।
তার চেয়ে বরং এভাবে উচ্চারণের রুলস না শিখে আপনাকে কয়েকবার মুখে মুখে পড়ালেই আপনার বেশী মনে থাকবে।
আমি আপনি বাংলা ভাষা তো এভাবে মুখে মুখে শুনে শুনেই শিখেছি, কারো কাছে রিডিং পড়তে পড়তেই শিখেছি। রুল শিখে শিখে কি আমরা বাংলা রিডিং শিখেছি? না।
ইংরেজরা শুনে শুনে ইংলিশ রিডিং শিখে ফেলে তবে উচ্চ লেভেলে এসে উচ্চারণ শুদ্ধ করার জন্য তারা এবং Non Native রা ইংলিশ Phonemic transcript/chart দেখে দেখে উচ্চারণ ঠিক করে যা আপনার জন্য আরো কঠিন হয়ে পড়বে যদি না আপনি এগুলো প্রাতিষ্ঠানিক ভাবে না শিখেন।
এখন আপনি কিভাবে শিখবেন?
ইংরেজি রিডিং পড়ার সহজ উপায়
উত্তরঃ হয়, আপনি আপনার এলাকার কোন ভাই ভ্রাদার এর হেল্প নিয়ে একদম মুখে মুখে উপরিউক্তি ৮ প্রকার শুব্দ গুলোর মধ্যে কমন কমন শব্দ গুলোর রিড়িং/ উচ্চারন শিখে নিবেন। আপনার ২/৩/৪ মাস সময় লাগতে পারে। সময় আপনাকে দিতেই হবে। যে আপনাকে এগুলো মুখে মুখে পড়াবে সে এগুলো ৩/৪ মাসে শিখেনি, তার কয়েক বছর চলে গেছে এগুলো আয়ত্ব করতে
বেশীর ভাগ শুব্দ যখন আপনি মুখে মুখে শিখে ফেলবেন এবং রিড়িং পড়ার সময় দেখবেন এই শব্দ গুলোই বার বার আসতেছে।তখন ধীরে ধীরে আপনার কাছে সহজ বলে মনে হতে থাকবে।
অথবা, আপনাকে অফলাইন বা অনলাইনে টিচার hire করতে হবে। যিনি আপনাকে এই শব্দ গুলো মুখে মুখে শেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের ছোট গল্পের বই পড়ার মাধ্যমে আপনার রিডিং স্কিলকে আরো পাকাপোক্ত করে তুলবেন।
আমাদের রিডিং কোর্স দেখতে পারেন।
আপনার রিডিং সমস্যা মাথায় নিয়ে সব মেটারিয়ালের সাহায্যে আমরা আপনাকে রিডিং স্কিল অর্জনে পাশে থাকব। ধন্যবাদ। ০১৮১৪ ৩২০ ৭৫৬