Dialogue Between Two Friends About How to Learn English

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)

Dialogue between two friends about how to learn English

English Dialogue

Sadia : Hi, Nadia! What’re you thinking about? (এই নাদিয়া! কি ভাবছো তুমি?)
Nadia: Oh, I’m worried about learning English. You know it’s a foreign language. How can I learn it well? (আমি ইংলিশ শেখার ব্যাপার নিয়ে চিন্তিত। তুমি তো জান যে এটি একটি বিদেশী ভাষা। আমি কিভাবে এটা ভালভাবে শিখতে পারি? )

Spoken English Course November

Sadia: Oh, I see! I also had the same problem. But now I don’t have any problem in English. I joined an online Spoken English course at AzizMurad.com. You can also do the course from your home, if you want. Besides, our English teacher has told me about some ways to learn English. (ওহ এই ব্যাপার! আমারও আগে এই সমস্যা ছিল কিন্তু আমার এখন এই সমস্যা নেই। আমি একটি ওয়েবসাইট থেকে অনলাইনে স্পোকেন ইংলিশ কোর্স করেছিলাম।চাইলে তুমিও ঘরে বসে এই কোর্স টা করে নিতে পারো। তাছাড়া আমাদের টিচার ইংরেজি শেখার জন্য আমাদের কিছু উপায় বলে দিয়েছেন )
Nadia: What’s that! Tell me, please.(উপায় গুলো কি? দয়াকরে আমাকে বল?)
Sadia: The main key about learning a language is using that language as much as possible. (কোন একটা ভাষা শেখার প্রধান উপায় হল যতসম্ভব সেই ভাষাটা বেশী বেশী ব্যবহার করা)
Nadia: But I don’t know the language well. Then, how can I use it? There’ll be a lot of mistakes, you know. (আমি তো ভাষা টা-ই জানি না। তাহলে কিভাবে সেই ভাষা টা ব্যবহার করবো? তার উপর তুমি জান যে, অনেক গুলো ভুল হবে।)

Sadia: You should never be worried about making mistakes when you speak English. Remember, we can never learn anything without making mistakes. (তুমি যখন ইংরেজি কথা বলবে, তখন বাক্য তৈরী নিয়ে কোন ধরনের চিন্তা করা তোমার উচিত হবে না। মনে রাখবে, কোন ধরনের ভুল করা ছাড়া আমরা কখনই কিছু শিখতে পারবো না)
Nadia: Well, I’ll try. But how can I overcome mistakes? ( বেশ! আমি তাহলে চেষ্টা করবো। কিন্তু আমার ভুল গুলো কিভাবে শুধরে নিবো)

gif ads design 70

Sadia: For this, my teacher has suggested to watch English news and movies and read English newspapers and magazines. And I’m telling you these have greatly influenced my learning.(এই সমস্যা সমাধানের জন্য আমার স্যার আমাকে ইংলিশ নিউজ এবং মুভি দেখতে, ইংলিশ সংবাদপত্র এবং ম্যাগাজিন পড়তে পরামর্শ দিয়েছেন।এবং আমি তোমাকে বলছি যে, এগুলো  আমার ইংরেজি শেখাকে প্রভাবিত করেছে)

Nadia. : I’ll also do the same. Thank you very much.(আমিও ঠিক একই ভাবে অনুসরন করবো, যে ভাবে তুমি করেছ। তোমাকে অনেক ধন্যবাদ।)
Sadia: You are always welcome. (তোমাকে ও স্বাগতম)

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now