- Should Have এর ব্যবহার - May 22, 2022
- May Have এর ব্যবহার - May 5, 2022
- Will এর ব্যবহার - March 29, 2022
Write a dialogue between two friends about aim in life.
Jahed: Hello Rashed, how are you?(এই রাশেদ কেমন আছো তুমি?)
Rashed: Hi Jahed! I am fine, and you? (জাহেদ, আমি ভালো আছি, তোমার কি খবর?)
Jahed: I am fine too. What were you thinking about? (আমিও ভাল আছি।তুমি কি চিন্তা করতেছিলে?)
Rashed: Oh, actually I was wondering what I want to be in future. (ওহ! আসলে ভবিষ্যতে কি হব তাই নিয়ে একটু ভাবতেছিলাম।)
Jahed: Then, have you already fixed your aim in life?(তাহলে কি তুমি ইতোমধ্য জীবনের লক্ষ্য ঠিক করে ফেলেছ?)
Rashed: Of course. Every man has his / her aim in life / his choice of career. Similarly, I also have my own aim in life.( অবশ্যই! প্রত্যেক মানুষের জীবনে তো একটা লক্ষ্য থাকে, ঠিক আমার নিজের ও একটা লক্ষ্য আছে। )
Jahed: Oh, that’s great! What is that?(তাহলে তো ধারুন হয়! তোমার লক্ষ্য টা কি?)
Rashed: I want to be a doctor in future. (ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই।)
Jahed: Really? Why have you decided to be a doctor? (তাই নাকি? তুমি ডাক্তার হওয়ার জন্য কেন সিদ্ধান্ত নিলে?)
Rashed: Well, I believe that a doctor can serve the suffering humanity best.(বেশ! আমি মনে করি একজন ডাক্তার ই মানবতাকে সবচেয়ে বেশী সেবা করতে পারে। )
Jahed: Is that so? Can you please explain it a little more? (তাই? তুমি এটা আমাকে একটু ব্যাখা করতে পারবে?)
Rashed: Oh sure. I give you an example. Most of the people in our country are very poor. They cannot afford the expenses of treatment. As a result, many of them die only for want of proper and timely treatment. (হ্যাঁ নিশ্চয়, আমি একটা উদাহরণ দিচ্ছি।আমাদের দেশের বেশীর ভাগ মানুষ গরীব। তারা চিকৎসার খরচ বহন করতে পারে না। যার ফলে, যথাযথ এবং সময়-মত চিকিৎসার অভাবে অধিকাংশ মানুষ মারা যায়।)
Jahed: In that case, how can you help them? (এমতাবস্থায় তুমি তাদেরকে কিভাবে সাহায্য করবে?)
Rashed: I want to offer treatment to the poor people free of cost. And I dream that if I can earn more money, I will set up a charitable dispensary for the poor. (আমি গরীবদের কে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবো।এবং আমার স্বপ্ন হল যদি আমি টাকা অর্জন করতে পারি তাহলে গরীবদের জন্য দাতব্য হাসপাতাল নির্মাণ করবো।)
Jahed: That’s a very good idea. But you know, getting admitted into a medical college has become so tough now-a-day. What’s your plan regarding that? (এটা একটা ধারুন আইডিয়া! কিন্তু তুমি জান যে বর্তমানে একটি মেডিকেল কলেজে ভর্তি হওয়া অনেক কঠিন।এই বিষয়ে তোমার পরিকল্পনা কি?)
Rashed: academic excellence is very much important for getting admitted into a medical college. So I am trying my best to achieve that success. (মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য প্রাতিষ্ঠানিক পড়াশুনা বা রেজাল্ট অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি এই সাফল্য অর্জনের জন্য আমার সর্বাত্বক চেষ্টা করছি।)
Jahed: I appreciate your aim and your heartiest effort to make your dream true . Wish you all the best. (তোমার জীবনের লক্ষ্য এবং তোমার স্বপ্ন পূরণের আন্তরিক প্রচেষ্টা গুলোকে আমি প্রশংসা করি।)
Rashed: Thank you very Much. (তোমাকে অনেক ধন্যবাদ।)
Jahed: You’re best welcome .(তোমাকেও অনেক স্বাগতম)