connectors

Connectors কাকে বলে? গুরুত্বপূর্ণ Connectors শেখার সহজ উপায়।

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)
Spoken English Course November

কতগুলো Sentence-এর মধ্যে সঙ্গতি বা যৌক্তিক চলমানতা বজায় রাখার জন্য যেসব Word/words ব্যবহৃত হয় তাকে Linkers / Sentence
connector বলে।

1. As soon as/ As long as

As soon as(করতে না করতে/যেতে না যেতে) Affirmative sentence-এ বসে ।
যেমনঃ  As soon as he heard the news of his father’s death, he began to cry.

gif ads design 70

কোন কাজের ব্যাপ্তি বুঝালে As long as বসে। যেমনঃ Wait here as long as I finish the work.

2. As if , As though(যেন)

এদের পরের clause টির verb past indefinite tense হয়।এবং verb were বসবে।মূল Verb টি
Past tense হবে।
যেমনঃ

  • You talk as if you were mad.
  • He behaves as though he were the CEO of this Company.

3. Although (যদিও):

দুইটি বিপরীত ধর্মী sentence-এ conjunction Although/Though ব্যবহৃত হয়।
যেমন :

  • Although he is rich, he is not happy. যদিও সে ধনী কিন্তু সুখী না।
  • Although Bangladesh is a small country, she has a huge population. যদিও বাংলাদেশ একটি ছোট দেশ কিন্তু এ দেশের জনসংখ্যা অনেক

4. As:

সময় অর্থে: He was playing football As I saw him.
কারন বা যেহেতু অর্থেঃ-He will succeed in life As he is industrious.
যদিও অর্থেঃ-Poor As he is, he is honest.
প্রকার অর্থেঃ-Do As I instructed.

5. But, And:

কিন্তু ও এবং বুঝাতে but/and বসে।
যেমন-

  • He is poor but honest.
  • He has sold his old car and bought a new one.
  • He worked hard and prospered in life.

6. Alas!

দুঃখের কথা বুঝালে Alas! ব্যবহার করে Exclamatory Sentence গঠন করতে হয়।

  • Alas! He is no more.
  • Alas! He has lost his job.

7.  As a matter of fact- প্রকৃতপক্ষে

একই ধরনের দুটি বক্তব্য থাকলে, সঠিক অবস্থা তুলে ধরতে দ্বিতীয় বাক্যের শুরুতে As a matter of fact বসে।
যেমনঃ They can not speak English. As a matter of fact, they can not pronounce English correctly.

8.  After/Before

Past Perfect Tense-এ Before/After বসে। Before-এর আগে এবং After-এর পরের Sentence টি Past Perfect Tense
হয়।
যেমন

  • The patient died after the doctor had come.
  • Class started after I had gone to school.
  • He came back home after he had finished his work.
  • I had reached college before my class began.

9. As well as, together with

এ দুইটি conjunctions “and”এর ন্যয় অর্থ প্রকাশ করে। এগুলো দুটি subject কে যুক্ত করে তখন প্রথম
Subject এর number ও person অনুযায়ী verb বসে।

  • Shima As well as her brother has done this work.
  • The Chairman together with his supporters has set up a free school for the orphans.s

10.  Today/At present/Now/well

বতর্মান কালে কোন কাজ সংঘটিত হয় এরূপ বুঝাতে Today/At present বসে।

যেমনঃ 

  • At present many students are doing Online classes.
  • Today we can learn many things through YouTube.

 

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now