connectors

Connectors কাকে বলে? গুরুত্বপূর্ণ Connectors শেখার সহজ উপায়।

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)

কতগুলো Sentence-এর মধ্যে সঙ্গতি বা যৌক্তিক চলমানতা বজায় রাখার জন্য যেসব Word/words ব্যবহৃত হয় তাকে Linkers / Sentence
connector বলে।

1. As soon as/ As long as

As soon as(করতে না করতে/যেতে না যেতে) Affirmative sentence-এ বসে ।
যেমনঃ  As soon as he heard the news of his father’s death, he began to cry.

কোন কাজের ব্যাপ্তি বুঝালে As long as বসে। যেমনঃ Wait here as long as I finish the work.

2. As if , As though(যেন)

এদের পরের clause টির verb past indefinite tense হয়।এবং verb were বসবে।মূল Verb টি
Past tense হবে।
যেমনঃ

  • You talk as if you were mad.
  • He behaves as though he were the CEO of this Company.

3. Although (যদিও):

দুইটি বিপরীত ধর্মী sentence-এ conjunction Although/Though ব্যবহৃত হয়।
যেমন :

  • Although he is rich, he is not happy. যদিও সে ধনী কিন্তু সুখী না।
  • Although Bangladesh is a small country, she has a huge population. যদিও বাংলাদেশ একটি ছোট দেশ কিন্তু এ দেশের জনসংখ্যা অনেক

4. As:

সময় অর্থে: He was playing football As I saw him.
কারন বা যেহেতু অর্থেঃ-He will succeed in life As he is industrious.
যদিও অর্থেঃ-Poor As he is, he is honest.
প্রকার অর্থেঃ-Do As I instructed.

5. But, And:

কিন্তু ও এবং বুঝাতে but/and বসে।
যেমন-

  • He is poor but honest.
  • He has sold his old car and bought a new one.
  • He worked hard and prospered in life.

6. Alas!

দুঃখের কথা বুঝালে Alas! ব্যবহার করে Exclamatory Sentence গঠন করতে হয়।

  • Alas! He is no more.
  • Alas! He has lost his job.

7.  As a matter of fact- প্রকৃতপক্ষে

একই ধরনের দুটি বক্তব্য থাকলে, সঠিক অবস্থা তুলে ধরতে দ্বিতীয় বাক্যের শুরুতে As a matter of fact বসে।
যেমনঃ They can not speak English. As a matter of fact, they can not pronounce English correctly.

8.  After/Before

Past Perfect Tense-এ Before/After বসে। Before-এর আগে এবং After-এর পরের Sentence টি Past Perfect Tense
হয়।
যেমন

  • The patient died after the doctor had come.
  • Class started after I had gone to school.
  • He came back home after he had finished his work.
  • I had reached college before my class began.

9. As well as, together with

এ দুইটি conjunctions “and”এর ন্যয় অর্থ প্রকাশ করে। এগুলো দুটি subject কে যুক্ত করে তখন প্রথম
Subject এর number ও person অনুযায়ী verb বসে।

  • Shima As well as her brother has done this work.
  • The Chairman together with his supporters has set up a free school for the orphans.s

10.  Today/At present/Now/well

বতর্মান কালে কোন কাজ সংঘটিত হয় এরূপ বুঝাতে Today/At present বসে।

যেমনঃ 

  • At present many students are doing Online classes.
  • Today we can learn many things through YouTube.

 

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now