Cliffs TOEFL Subject

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)

01

SUBJECT

বাক্যে যার সম্পর্কে বলা হয় তাই হলো Subject. আবার Subject  হলো একটি সক্রিয় বাক্যের এজেন্ট। মানে, কোন ব্যক্তি বা বস্তু যা কার্য সম্পাদন করে এবং কার্য সম্পাদনের জন্য দায়ী। Subject, Verb এর পূর্বে বসে। (Note: ইংরেজির প্রতিটি বাক্যে অবশ্যই Subject থাকবে। *আদেশসূচক বাক্য ব্যতীত, আদেশ সূচক বাক্যে (You) উহ্য থাকে)। Subject একটি singular noun-ও হতে পারে। 

Spoken English Course November

এখন নিচের উদাহরণ গুলো দেখে নেয়া যাক।
1. Coffee is delicious.
2. Milk contains calcium.

(এখানে Coffee ও Milk হলো Subject যা উভয়েই singular Noun)

gif ads design 70

(Subject আবার Noun Phrase-ও হতে পারে। Noun Phrase কি? Noun Phrase-হলো এক গুচ্ছ শব্দ সমষ্টি যা Noun দিয়ে শেষ হয়। (*Noun Phrase-কিন্তু Preposition দিয়ে শুরু হতে পারে না।)

নিচের উদাহরণ গুলো থেকে Noun Phrase= Subject গুলো চিনে নিই।

The book is on the table.
That new car is John’s

(The book, That new car= Noun Phrase কারন এগুলো Noun দিয়ে শেষ হয়েছে এবং এরা Subect হিসেবে কাজ করছে। )

আরো কিছু Subject এর উদাহরণ দেখুনঃ

  • We girls are not going to that movie.
  • George likes boats.
  • Mary, John, George, and I went to a restaurant last night.
  •  The weather was very bad yesterday.
  • The chemistry professor canceled class today.
  • The bank closed at two o’clock.

‘It’ Noun এর Pronoun হিসেবে কাজ করে। Impersonal Verb এর Subject হিসেবে ব্যবহৃত হয়। Impersonal Verb এর ক্ষেত্রে এই Pronoun টি কিন্তু কোন noun এর পরিবর্তে ব্যবহৃত হচ্ছে না বরং এই Pronoun টি একটা Idiomatic Expression এর একটি অংশ বিশেষ মাত্র। 

Examples:
It rains quite often in the summer.
It is hard to believe that he is dead.

( Explanation: আমরা জানি  it=কোন noun এর পরিবর্তে বসে। কিন্তু উপরিউক্ত দুটি বাক্যে এই It বাক্যে ব্যবহৃত অন্য কোন noun এর পরিবর্তে ব্যবহৃত হচ্ছে না। এটা impersonal Verb rain/is এর subject হিসেবে ব্যবহৃত হচ্ছে মাত্র। That’s it, Clear?)

আবার কিছু কিছু Sentence-এ,  আসল Subject তার নিজস্ব position-এ থাকে না। যেমনঃ There যুক্ত বাক্যের ক্ষেত্রে এমন টা হয়। কেমন হয়? There যুক্ত বাক্যের ক্ষেত্রে There বাক্যের শুরুতে বসে ছদ্ধবেশী Subject (Pseudo-subject) হিসেবে কাজ করে, এই ধরনের বাক্য প্রশ্নে রুপান্তরিত করলে There Subject-এর পজিশন ধরে রাখে। অন্য দিকে, আসল Subject (True-Subject) Verb এর পরে বসে এবং এদের সংখ্যা দ্বারা verb নির্ধারিত হয়।

Examples:
1. There  was  a fire in the building last night. 

( Explanation: এখানে there=pseudo-subject, Was=verb, এবং a fire= True-subject. দেখুন a fire=true-subject টা verb এর পরেই বসেছে। এবং এখানে যদি a fire না হয়ে two fires, many books এমন হতো তাহলে was না হয়ে Were হতো অর্থাৎ True-subject এর সংখ্যাই verb-কে নিয়ন্ত্রন করছে। )

2. Was  there  a fire in the building last month?
(Was এর পরই there তার মানে প্রশ্নের বেলায় ও there এখানে subject এর পজিশন ধরে আছে।)

3. There  were  many students in the room.
(Explanation: True-subject=many students যা plural হওয়ার কারনে was না হয়ে were হয়েছে।)

Were   there   many students in the room? 

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now