- Should Have এর ব্যবহার - May 22, 2022
- May Have এর ব্যবহার - May 5, 2022
- Will এর ব্যবহার - March 29, 2022
Can এর ব্যবহার
Can একটি Modal Auxiliary Verb. Can এর আভিধানিক অর্থ “পারা”। Can এর পর সবসময় Verb এর present form ব্যবহৃত হয়।
Structure: Sub + can + verb এর present form Obj + Ext.
Example: I can drive a car, You can speak English fluently.
Can এর কিছু ব্যবহার নিচে আলোচনা করা হল:
1. To express general ability (সামর্থ্য) or power ( ক্ষমতা): অর্থাৎ সাধারণত কোনো ক্ষমতা থাকা বা কিছু করার সামর্থ্য আছে বুঝাতে Can শব্দটি ব্যবহার করা হয়।
Example:
(i) l can swim very well. – আমি খুব ভালো সাঁতার কাটতে পারি।
Sentence টি দিয়ে আমি যে ভালো সাঁতার জানি সেই সামর্থ্য বা ক্ষমতা প্রকাশিত হয়েছে।
(ii) Birds can fly – পাখিরা উড়তে পারে।
Sentence টি দ্বারা পাখিদের উড়ার ক্ষমতা আছে সেটি বুঝানো হয়েছে।
2. To ask for permission( অনুমতি) informally: অনুমতি সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে যেমন;
Formal permission: অফিসিয়াল কাজের ক্ষেত্রে অনুমতি নেয়াকে Formal permission হিসেবে ধরা হয়। এক্ষেত্রে May ব্যবহৃত হয়।
Polite permission: নম্র বা ভদ্রভাবে অনুমতি নেয়ার জন্য could ব্যবহার করা হয়।
Informal permission: এর দ্বারা সাধারণত বন্ধুবান্ধব বা পরিচিত কারো কাছ থেকে অনুমতি নেয়াকে বুঝায়। এক্ষেত্রে Formality maintain করার প্রয়োজন পরে না। এসব ক্ষেত্রে Can ব্যবহার করা হয়।
Example:
(i) Can I borrow your book ? – আমি কি তোমার বই নিতে পারি।
এই Sentence এ বই নেয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছে।
(ii) Can I come with you? আমি কি তোমার সাথে আসতে পারি?
সাথে আসার জন্য অনুমতি চাওয়া হয়েছে।
3. To give permission: অনুমতি দেয়ার ক্ষেত্রে:
Example
Can I borrow your book ? – আমি কি তোমার বই নিতে পারি।( অনুমতি চাওয়া হয়েছে)
Yes, you can. – হ্যা তুমি নিতে পারো। (বইটি নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।)
4. To make a request (অনুরোধ): অনুরোধ করার ক্ষেত্রেও Can ব্যবহার করা হয়।
Example:
(i) Can you borrow me some money?- তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে?
টাকা ধার দিতে অনুরোধ করা হয়েছে।
(ii) Can you please help me?- দয়া করে আমাকে একটু সাহায্য করবে?
সাহায্য করতে অনুরোধ করা হয়েছে উক্ত Sentence এ।
5. To give an Offer(প্রস্তাব) or Suggestion (পরামর্শ): কোন প্রস্তাব বা পরামর্শ দেয়ার ক্ষেত্রে বাক্যে can ব্যবহার করা হয়।
Example:
(i) Can I help you? – আমি কি তোমাকে সাহায্য করতে পারি।
বাক্যটিতে সাহায্য করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।
(iii) You can take admission in this school, it has a good reputation. তুমি এই স্কুলে ভর্তি হতে পারো, এর অনেক সুনাম রয়েছে।
বিদ্যালয়টি ভালো তাই সেখানে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
6. Possibility ( সম্ভাবনা) : অনেক ক্ষেত্রে সম্ভাবনা বুঝাতে can ব্যবহার করা হয়। বিশেষভাবে লক্ষণীয় যে,কোনো কিছু হওয়ার সম্ভাবনা যদি ৫০% বা তার বেশি হয় তখন Can বা Could ব্যবহার করা হয়। সম্ভাবনা আরও কমলে May এবং একেবারে কম হলে Might ব্যবহৃত হয়।
Example:
(i) lt can rain today- আজকে বৃষ্টি হতে পারে।
বাক্যটিতে যেহেতু can আছে তাই আমরা বলতে পারি আজকে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি।
(ii) Messi can score a goal in today’s match.- আজকের খেলায় মেসি একটি গোল করতে পারে।
Sentence টিতে আজকে খেলায় মেসির গোল করা প্রায় নিশ্চিত এমনটি বোঝানো হয়েছে।
7.কিছু সময় ধরে কোন কাজ চলতে পারে বুঝাতে Can have been ব্যবহার করা হয়। এক্ষেত্রে verb এর Present form এর সাথে ing যুক্ত হয়।
Example:
(i) Salam can have been studying for next two hours.- সালাম পরের দু’ঘণ্টা ধরে পড়তে পারে।
7. Negative sentence এ Can not ব্যবহার করা হয়।
Example:
(i) You can not fix this car. তুমি গাড়িটি ঠিক করতে পারবে না।
(ii) Can’t you go home?- তুমি কি বাড়ি যেতে পারো না?
9. কোনো কিছু করা যেতে পারে বুঝাতে Can be ব্যবহার করা হয়। এক্ষেত্রে Can be এর পর verb টি Past participle form এ থাকে।
Example:
(i) lt can be done .- এটি করা যেতে পারে।
(ii) The game can be continued.- খেলাটি চালু রাখা যেতে পারে।
10. যখন কোনো কিছু না করলেই নই, বা কোনো কিছু অবশ্যই হতে হবে তখন Can not but ব্যবহার করা হয়।
Example:
1. I can not but eat rice- আমি ভাত না খেয়ে পারিনা।
2. I can not but fascinated to see this scenery.- আমি দৃশ্যটি দেখে মুগ্ধ না হয়ে পারি না।
আরো দেখুন
Spoken English | Grammar | Written English | Job English | ঘরে বসে অনলাইন ইংলিশ কোর্স | ফ্রি ইংলিশ ই-লাইব্রেরী |