Submit Your Assignment

Assignment জমা দেওয়ার আগে  নিজেকে  প্রশ্ন করুন:

*আমি কি আজ নতুন ২৫ টি Verb (কমপক্ষে) শিখেছি?
*নতুন ৫০ টি Vocabulary+
*Phrase-Idioms etc. শিখেছি?
*এসাইনমেন্ট প্রস্তুত করেছি?
* নতুন ১০ টি Structure+
*Expression প্র্যাকটিস করেছি?
*স্যারের দেখানো নিয়মানুসারে আজকের লেসন ২-৩ ঘন্টা প্র্যাক্টিস করেছি? 

যদি এগুলো আমি নিয়মিত না করে থাকি তাহলে আমি আগের জায়গায় রয়েই যাবো। কোথায় পাবো এই রিসোর্স? এখানে

নিচের দেয়া Sample অনুযায়ী Assignment জমা দিবেন।

ক্লাস ০৩: ক্লাসে যেভাবে প্র্যাক্টিস করানো হয়েছিলঃ
1. I go to work. আমি কাজে যায়।

I don’t go to work আমি কাজে যায় না।

2. I went to work. আমি কাজে গিয়েছিলাম।
I didn’t go to work. আমি কাজে যায় নি।

3. I will go to work. আমি কাজে যাবো।
I won’t go to work. আমি কাজে যাবো না।

4. Rima waits for me. রিমা আমার জন্য অপেক্ষা করে।
Rima doesn’t wait for me.  রিমা আমার জন্য অপেক্ষা করে না।

5. Rima waited for me. রিমা আমার জন্য অপেক্ষা করেছিল।
Rima didn’t wait for me. রিমা আমার জন্য অপেক্ষা করে নি।

6. Rima will wait for me. রিমা আমার জন্য অপেক্ষা করবে।
Rima won’t wait for me.  রিমা আমার জন্য অপেক্ষা করবে না। 

ক্লাসে দেখানো নির্দেশনা অনুযায়ীঃ এভাবে প্রতি ক্লাসের উপর কমপক্ষে ৫০ টি করে বাক্য লিখতে হবে।

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now