- Should Have এর ব্যবহার - May 22, 2022
- May Have এর ব্যবহার - May 5, 2022
- Will এর ব্যবহার - March 29, 2022
Table of Contents
Adjective এর ব্যবহার
যে সকল Word বা শব্দ দ্বারা কোন Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে। আর্টিকেলটি পড়তে থাকুন আমাদের eBook লিংক পেয়ে যাবেন।
Examples:
- He is a bad boy.(Pronoun এর দোষ)
- Salma is a beautiful girl. (এখানে beautiful দ্বারা Noun এর গুন বুঝাচ্ছে।)
- Sadia is happy (Noun এর অবস্থা)
- They have five houses.(এখানে Noun এর সংখ্যা বুঝাচ্ছে)
- We need one litre milk daily. (Noun এর পরিমাণ বোঝাচ্ছে)
তাই, Bad, beautiful, happy, five, one, litre ইত্যাদি word গুলো Adjective.
Adjective এর প্রকারভেদঃ
- Descriptive Adjective
- Adjective of Number
- Quantitative Adjective
- Demonstrative Adjective
- Possessive Adjective
- Interrogative Adjective
- Distributive Adjective
Descriptive/Qualitative adjective/Adjective of quality এর ব্যবহার
Descriptive adjective দিয়ে সাধারণত Noun বা pronoun-এর কোয়ালিটি বা গুন বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা করে।
Examples:
- He is an industrious boy.
- It is a nice flower garden.
- Bird’s singing is charming.
More adjective: great, good, bad, beautiful, nice ইত্যাদি।
Adjective of Number এর ব্যবহার
Nounবা Pronoun-এর ক্রম বা সংখ্যা প্রকাশ করতে বা নির্দেশ করতে এই Adjective of Number ব্যবহার করা হয়
Examples:
- I kept the pen in the first desk (ক্রম বুঝাচ্ছে)
- He bought four pens yesterday (সংখ্যা বুঝাচ্ছে)
More: Two, Three, Four, Seven, First, Second, Third, Fourth, Fifth, Single, Double, Trifle etc
Adjective of Quantity/Quantitative Adjectiveএর ব্যবহারঃ
Noun বা Pronoun-এর পরিমাণ বোঝাতে Quantitative Adjective ব্যবহার করা হয়।
Examples:
- Give me some water. (আমাকে কিছু পানি দাও)
- I have enough time to do this work. ( কাজটি করার জন্য আমার হাতে যথেষ্ট সময় আছে)
- There is a little milk in the glass. (গ্লাসে সামান্য পরিমাণ দুধ আছে)
More: Some, enough, many, much, whole, sufficient, all, none, nothing, half, more, less etc
Demonstrative Adjective এর ব্যবহার
কোন Noun বা Pronoun কে নির্দিষ্ট করে বোঝাতে এই Adjective ব্যবহার করা হয়।
Examples:
- This is my pen. (এটা আমার কলম)
- These mangoes are very tasty. (এই আম গুলো অনেক মিষ্টি)
- That is your room. ( ওইটি তোমার রুম)
More: This, that, these, those etc
Possessive Adjective এর ব্যবহার
মালিকানা বা নিজস্ব কোন কিছু/সম্পদ বোঝাতে Possessive Adjective ব্যবহার করা হয়।
Examples:
- I live in their house. (আমি তাদের বাড়িতে বাস করি)
- Sabrina has lost her phone. ( সাবরিনা তার মোবাইল হারিয়ে ফেলেছে)
More: My, our, your, their, his, her, its etc
Interrogative Adjective এর ব্যবহার
সাধারণত Noun বা Pronoun কে প্রশ্ন করতে Interrogative Adjective ব্যবহার করা হয়।
Examples:
- What game do you like most? (তুমি কোন গেম সবচেয়ে বেশি পছন্দ করো?)
- Which college do you study in? ( তুমি কোন কলেজে পড়াশোনা করো?)
- Whose pen is this?( ইহা কার কলম?)
More: What, Which, Whose এগুলো Interrogative Adjective.
Distributive Adjective এর ব্যবহার
কোন গ্রুপে কাউকে বা কোন কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে Distributive Adjective ব্যবহার করা হয়।
Examples:
- Each of the boys will participate in the competition. ( প্রত্যেক বালক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে)
- Any of them can drive my car. ( তাদের যে কেউ আমার গাড়িটি চালাতে পারবে)
- Every person needs to be educated. ( প্রত্যেক ব্যক্তিকে শিক্ষিত হতে হবে)
Read More:
SEE ALL ENGLISH LESSONS (A-Z)
Degree of Adjective
Adjective of Degree তিন প্রকারঃ
- Positive
- Comparative
- Superlative
Positive Degree এর ব্যবহার
Positive ডিগ্রী দ্বারা কোন তুলনা করা বোঝায় না বরং এই Positive Degree দ্বারা সাধারণত কোন Noun বা pronoun এর দোষ গুণ বর্ণনা করে।
Examples:
- He is an intelligent boy. (সে একজন বুদ্ধিমান বালক)
- It is a beautiful house (ইহা একটি সুন্দর বাড়ি)
- Salman is tall ( সালমান লম্বা )
Or,
- Sadia is as intelligent as nadia. (সাদিয়া নাদিয়ার মতোই বুদ্ধিমতী)
- My house is as beautiful as your house. (আমার বাড়ি তোমার বাড়ির মত সুন্দর)
- Raihan is so tall as rahat. (রায়হান রাহাতের মতই লম্বা)
Be careful: এখানে এই বাক্যগুলোতে সাদিয়া এবং নাদিয়ার সাথে, My house এবং Your house এর সাথে, Salman এবং Rahat এর মধ্যে কোন তুলনা বোঝাচ্ছে না বরং উভয়ে এক-ই গুনের অধিকারী বোঝাচ্ছে।
Comparative degree এর ব্যবহারঃ
দুইটি জিনিস বা ব্যক্তির মধ্যে তুলনা বোঝাতে Comparative Degree/Comparative Adjective ব্যবহার করা হয়
Examples:
- Sifat is better than Rifat (রিফাত এর চেয়ে সিফাত ভালো)
- Saima is more beautiful than Naima (সায়মা নাইমার চেয়ে অনেক সুন্দরী)
- Kabir is taller than Sabbir (কবির সাব্বির এর চেয়ে লম্বা)
Superlative Degree এর ব্যবহার
দুইয়ের অধিক ব্যক্তি/বস্তুর মধ্যে তুলনা করতে Superlative Adjective ব্যবহার করা হয় এই Adjective দ্বারা সাধারণত সবচেয়ে ভালো/সবচেয়ে খারাপ/সবচেয়ে কম/সবচেয়ে বেশি/সবচেয়ে বড়/সবচেয়ে ছোট ইত্যাদি প্রকাশ করা হয়।
Examples:
- He is the best boy in our class. (আমাদের ক্লাসে সে সবচেয়ে ভালো ছেলে)
- She is the most beautiful girl in our village. ( সে আমাদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে)
- Mr Barkat Ali is the oldest person in this area. ( জনাব বরকত আলী আমাদের গ্রামে সবচেয়ে বয়স্ক মানুষ)
Grammar এর আরো Article পড়তে এখানে ক্লিক করুন
প্রয়োজনীয় লিংকঃ
আমাদের ফ্রি অনলাইন ইংলিশ লাইব্রেরীর সকল eBook পড়ুন ও ডাউনলোড করুন।
Source:
- From Online Sources