adjective এর ব্যবহার

Adjective এর ব্যবহার

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)

Adjective এর ব্যবহার

Spoken English Course November

যে সকল Word বা শব্দ দ্বারা কোন Noun বা Pronoun-এর  দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে। আর্টিকেলটি পড়তে থাকুন আমাদের eBook লিংক পেয়ে যাবেন।

Examples:

  • He is a bad boy.(Pronoun এর দোষ)
  • Salma is a beautiful girl. (এখানে beautiful দ্বারা Noun এর গুন বুঝাচ্ছে।) 
  • Sadia is happy (Noun এর অবস্থা)
  • They have five houses.(এখানে Noun এর সংখ্যা বুঝাচ্ছে)
  • We need one litre milk daily. (Noun এর পরিমাণ বোঝাচ্ছে)
gif ads design 70

তাই, Bad, beautiful, happy, five, one, litre ইত্যাদি word গুলো Adjective.

Adjective এর প্রকারভেদঃ

  1. Descriptive Adjective
  2. Adjective of Number
  3. Quantitative Adjective
  4. Demonstrative Adjective
  5. Possessive Adjective
  6. Interrogative Adjective
  7. Distributive Adjective

Descriptive/Qualitative adjective/Adjective of quality এর ব্যবহার

Descriptive adjective দিয়ে সাধারণত Noun বা pronoun-এর কোয়ালিটি বা গুন বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা করে।

Examples:

  • He is an industrious boy. 
  • It is a nice flower garden. 
  • Bird’s singing is charming

More adjective: great, good, bad, beautiful, nice ইত্যাদি।

Adjective of Number এর ব্যবহার

Nounবা Pronoun-এর ক্রম বা  সংখ্যা প্রকাশ করতে বা নির্দেশ করতে এই Adjective of Number ব্যবহার করা হয়

Examples:

  • I kept the pen in the first desk (ক্রম বুঝাচ্ছে)
  • He bought four pens yesterday (সংখ্যা বুঝাচ্ছে)

More: Two, Three, Four, Seven, First, Second, Third, Fourth, Fifth, Single, Double, Trifle etc

Adjective of Quantity/Quantitative Adjectiveএর ব্যবহারঃ

Noun বা Pronoun-এর পরিমাণ বোঝাতে Quantitative Adjective ব্যবহার করা হয়।

Examples:

  • Give me some water. (আমাকে কিছু পানি দাও)
  • I have enough time to do this work. ( কাজটি করার জন্য আমার হাতে যথেষ্ট সময় আছে)
  • There is a little milk in the glass. (গ্লাসে সামান্য পরিমাণ দুধ আছে)

More: Some, enough, many, much, whole, sufficient, all, none, nothing, half, more, less etc

Demonstrative Adjective এর ব্যবহার

কোন Noun বা Pronoun কে নির্দিষ্ট করে বোঝাতে এই Adjective ব্যবহার করা হয়।

Examples:

  • This is my pen. (এটা আমার কলম)
  • These mangoes are very tasty. (এই আম গুলো অনেক মিষ্টি)
  • That is your room. ( ওইটি তোমার রুম)

More: This, that, these, those etc

Possessive Adjective এর ব্যবহার

মালিকানা বা নিজস্ব কোন কিছু/সম্পদ বোঝাতে Possessive Adjective ব্যবহার করা হয়।

Examples:

  • I live in their house. (আমি তাদের বাড়িতে বাস করি)
  • Sabrina has lost her phone. ( সাবরিনা তার মোবাইল হারিয়ে ফেলেছে)

More: My, our, your, their, his, her, its etc

Interrogative Adjective এর ব্যবহার

সাধারণত Noun বা Pronoun কে প্রশ্ন করতে  Interrogative Adjective ব্যবহার করা হয়।

Examples:

  • What game do you like most? (তুমি কোন গেম সবচেয়ে বেশি পছন্দ করো?)
  • Which college do you study in? ( তুমি কোন কলেজে পড়াশোনা করো?)
  • Whose pen is this?( ইহা কার কলম?)

More: What, Which, Whose এগুলো Interrogative Adjective.

Distributive Adjective এর ব্যবহার

কোন গ্রুপে কাউকে বা কোন কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে Distributive Adjective ব্যবহার করা হয়।

Examples:

  • Each of the boys will participate in the competition. ( প্রত্যেক বালক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে)
  • Any of them can drive my car. ( তাদের যে কেউ আমার গাড়িটি চালাতে পারবে)
  • Every person needs to be educated. ( প্রত্যেক ব্যক্তিকে শিক্ষিত হতে হবে)

Read More:
SEE ALL ENGLISH LESSONS (A-Z)

Degree of Adjective

Adjective of Degree তিন প্রকারঃ 

  1. Positive 
  2. Comparative
  3. Superlative 

Positive Degree এর ব্যবহার

Positive ডিগ্রী দ্বারা কোন তুলনা করা বোঝায় না বরং এই Positive Degree  দ্বারা সাধারণত কোন Noun বা pronoun এর দোষ গুণ বর্ণনা করে।

Examples:

  • He is an intelligent boy. (সে একজন বুদ্ধিমান বালক)
  • It is a beautiful house  (ইহা একটি সুন্দর বাড়ি)
  • Salman is tall ( সালমান লম্বা )

Or,

  • Sadia is as intelligent as nadia. (সাদিয়া নাদিয়ার মতোই বুদ্ধিমতী)
  • My house is as beautiful as your house. (আমার বাড়ি তোমার বাড়ির মত সুন্দর)
  • Raihan is so tall as rahat. (রায়হান রাহাতের মতই লম্বা) 

Be careful: এখানে এই বাক্যগুলোতে সাদিয়া এবং নাদিয়ার সাথে, My house এবং Your house এর সাথে, Salman এবং Rahat এর মধ্যে  কোন তুলনা বোঝাচ্ছে না বরং উভয়ে এক-ই গুনের অধিকারী বোঝাচ্ছে।

Comparative degree এর ব্যবহারঃ

দুইটি জিনিস বা ব্যক্তির মধ্যে তুলনা বোঝাতে Comparative Degree/Comparative Adjective ব্যবহার করা হয়

Examples:

  • Sifat is better than Rifat (রিফাত এর চেয়ে সিফাত ভালো)
  • Saima is more beautiful than Naima (সায়মা নাইমার চেয়ে অনেক সুন্দরী)
  • Kabir is taller than Sabbir (কবির সাব্বির এর চেয়ে লম্বা)

Superlative Degree এর ব্যবহার

দুইয়ের অধিক ব্যক্তি/বস্তুর মধ্যে তুলনা করতে Superlative Adjective ব্যবহার করা হয় এই Adjective দ্বারা সাধারণত সবচেয়ে ভালো/সবচেয়ে খারাপ/সবচেয়ে কম/সবচেয়ে বেশি/সবচেয়ে বড়/সবচেয়ে ছোট ইত্যাদি প্রকাশ করা হয়।

Examples:

  • He is the best boy in our class. (আমাদের ক্লাসে সে সবচেয়ে ভালো ছেলে)
  • She is the most beautiful girl in our village. ( সে আমাদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে)
  • Mr Barkat Ali is the oldest person in this area. ( জনাব বরকত আলী আমাদের গ্রামে সবচেয়ে বয়স্ক মানুষ)

Grammar এর আরো Article পড়তে এখানে ক্লিক করুন

প্রয়োজনীয় লিংকঃ
আমাদের ফ্রি অনলাইন ইংলিশ লাইব্রেরীর সকল eBook পড়ুন ও ডাউনলোড করুন।

Source:

  • From Online Sources

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now